কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আইন অমান্য করে অগভীর মোটর স্থাপনের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে বিএডিসির কোটচাঁদপুর ইউনিটের উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুনের বিরুদ্ধে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, উপজেলার ফুলবাড়ী দক্ষিণপাড়া মাঠে আমার একটা অগভীর মোটর রয়েছে। নিয়ম আছে একটা অগভীর মোটর থেকে অন্য মোটরের দূরত্ব হবে ৮০০ গজ। এ ক্ষেত্রে ওই নিয়ম মানা হয়নি। উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন ৮০০ গজের মধ্যে আরেকটি মোটর স্থাপনের অনুমতি দিয়েছেন ওই গ্রামের জসিম উদ্দিন নামের এক চাষিকে। তিনি আরও বলেন, এতে করে পরিবেশের যেমন ভারসাম্য নষ্ট হবে। অন্যদিকে শত্রুতার সৃষ্টি হবে। এমনকি সংঘর্ষও বাধতে পারে। এ কারণে ওই মোটর বন্ধের জন্য কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কোটচাঁদপুর সাব-জোনাল অফিসে পৃথক অভিযোগ করা হয়েছে। এরপরও ওই মোটরের বিদ্যুৎ সংযোগসহ মোটর চালুর অনুমতি দিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
এদিকে, ওই মোটর সংক্রান্ত বিষয় নিয়ে কোটচাঁদপুর থানায় পৃথক অভিযোগ করেছেন ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ‘আমার জমির ওপর দিয়ে জোরপূর্বক বিদ্যুতের পোল বসানো হয়েছে। এতে বেশ ক্ষতি হয়েছে।’
বিএডিসি কোটচাঁদপুর ইউনিটের উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন, ‘আমি লাইসেন্স দেওয়ার মালিক না। লাইসেন্স দিয়ে সেচ কমিটির সভাপতি। আমি কাগজপত্র তৈরি করে সাবমিট করে থাকি। আর আমার ওপর পুরো ঝিনাইদহের দায়িত্ব রয়েছে। এ কারণে আমি সবকিছু দেখতে পারি না। অফিস সহায়ক আছেন, উনি তদন্ত করে রিপোর্ট দেন। আর আমি ওইগুলো স্বাক্ষর করে সেচ কমিটিতে উত্থাপন করে থাকি।’
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেচ কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সেচ কমিটির সভা ছিল। সভায় তাঁকে (উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন) সবকিছু ঠিকঠাক করতে বলা হয়েছে। এরপরও অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’
আইন অমান্য করে অগভীর মোটর স্থাপনের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে বিএডিসির কোটচাঁদপুর ইউনিটের উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুনের বিরুদ্ধে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, উপজেলার ফুলবাড়ী দক্ষিণপাড়া মাঠে আমার একটা অগভীর মোটর রয়েছে। নিয়ম আছে একটা অগভীর মোটর থেকে অন্য মোটরের দূরত্ব হবে ৮০০ গজ। এ ক্ষেত্রে ওই নিয়ম মানা হয়নি। উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন ৮০০ গজের মধ্যে আরেকটি মোটর স্থাপনের অনুমতি দিয়েছেন ওই গ্রামের জসিম উদ্দিন নামের এক চাষিকে। তিনি আরও বলেন, এতে করে পরিবেশের যেমন ভারসাম্য নষ্ট হবে। অন্যদিকে শত্রুতার সৃষ্টি হবে। এমনকি সংঘর্ষও বাধতে পারে। এ কারণে ওই মোটর বন্ধের জন্য কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কোটচাঁদপুর সাব-জোনাল অফিসে পৃথক অভিযোগ করা হয়েছে। এরপরও ওই মোটরের বিদ্যুৎ সংযোগসহ মোটর চালুর অনুমতি দিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
এদিকে, ওই মোটর সংক্রান্ত বিষয় নিয়ে কোটচাঁদপুর থানায় পৃথক অভিযোগ করেছেন ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ‘আমার জমির ওপর দিয়ে জোরপূর্বক বিদ্যুতের পোল বসানো হয়েছে। এতে বেশ ক্ষতি হয়েছে।’
বিএডিসি কোটচাঁদপুর ইউনিটের উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন, ‘আমি লাইসেন্স দেওয়ার মালিক না। লাইসেন্স দিয়ে সেচ কমিটির সভাপতি। আমি কাগজপত্র তৈরি করে সাবমিট করে থাকি। আর আমার ওপর পুরো ঝিনাইদহের দায়িত্ব রয়েছে। এ কারণে আমি সবকিছু দেখতে পারি না। অফিস সহায়ক আছেন, উনি তদন্ত করে রিপোর্ট দেন। আর আমি ওইগুলো স্বাক্ষর করে সেচ কমিটিতে উত্থাপন করে থাকি।’
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেচ কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সেচ কমিটির সভা ছিল। সভায় তাঁকে (উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন) সবকিছু ঠিকঠাক করতে বলা হয়েছে। এরপরও অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে