বগুড়া প্রতিনিধি
বগুড়ার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসকের ব্যবস্থাপত্রে ভুয়া সিল ব্যবহারের অভিযোগ উঠেছে। জেলা শহরের ইউনাইটেড জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৪ ডিসেম্বর এ ঘটনা ঘটেছে। ডিপ্লোমা ডিগ্রিধারী একজন চিকিৎসক ব্যবস্থাপত্র দিলেও তাঁর নামের নিচে ব্যবহার করা হয়েছে এমবিবিএস ডিগ্রির ভুয়া সিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে, ভুলবশত ওই সিল ব্যবহার করা হয়েছে।
জানা যায়, গত ১৪ ডিসেম্বর বগুড়া সদরের লতিফপুর কলোনি এলাকায় অবস্থিত ওই হাসপাতালে বিথী (২৬) নামে এক অন্তঃসত্ত্বা নারী ভর্তি হন। পর দিন ওই নারীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বিথীর ব্যবস্থাপত্রে স্বাক্ষর করেন হাসপাতালটির ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) চিকিৎসক বদিউজ্জামান রাব্বী। কিন্তু তাঁর স্বাক্ষরে সিল বসানো হয় এমএমবিএস চিকিৎসকের।
জানতে চাইলে ডিপ্লোমা চিকিৎসক বদিউজ্জামান রাব্বী বলেন, ‘ওই নারীকে যে বিশেষজ্ঞ চিকিৎসকের দেখার কথা ছিল, তিনি তখন হাসপাতালে ছিলেন না। ওই চিকিৎসকের সঙ্গে কথা বলে রোগীর প্রেসক্রিপশন লিখে দিই। সেখানে আমি স্বাক্ষর করি। কিন্তু ভুলবশত প্রেসক্রিপশনে এমবিবিএস চিকিৎসকের সিল পড়ে গেছে।’
হাসপাতালের পরিচালক আবু নাসের বলেন, ‘রোগীর প্রেসক্রিপশনে (ব্যবস্থাপত্র) ভুলবশত এমবিবিএস চিকিৎসকের সিল পড়েছে। এটি অনিচ্ছাকৃত ভুল।’
জানা গেছে, বিথী বগুড়া সদরের চক ফরিদ (কলোনি) এলাকার রঞ্জন আলীর স্ত্রী। রঞ্জন শাজাহানপুর উপজেলার হোসেন আলী নামে এক যুবদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় এজাহারভুক্ত আসামি। চলতি বছরের ১৬ নভেম্বর দুপুরে হোসেন আলীর বাড়িতে হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে তাঁকে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় গত ২১ নভেম্বর শাজাহানপুর থানায় ১৪ জনকে আসামি করে মামলা হয়। মামলার অন্যতম আসামি রঞ্জন আলী গত ১৪ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পর দিন ১৫ ডিসেম্বর স্ত্রী বিথীর ব্যবস্থাপত্র দেখিয়ে জামিনে ছাড়া পান তিনি। আর ওই ব্যবস্থাপত্রেই ভুয়া সিল ব্যবহার করা হয়েছে।
বগুড়ার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসকের ব্যবস্থাপত্রে ভুয়া সিল ব্যবহারের অভিযোগ উঠেছে। জেলা শহরের ইউনাইটেড জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৪ ডিসেম্বর এ ঘটনা ঘটেছে। ডিপ্লোমা ডিগ্রিধারী একজন চিকিৎসক ব্যবস্থাপত্র দিলেও তাঁর নামের নিচে ব্যবহার করা হয়েছে এমবিবিএস ডিগ্রির ভুয়া সিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে, ভুলবশত ওই সিল ব্যবহার করা হয়েছে।
জানা যায়, গত ১৪ ডিসেম্বর বগুড়া সদরের লতিফপুর কলোনি এলাকায় অবস্থিত ওই হাসপাতালে বিথী (২৬) নামে এক অন্তঃসত্ত্বা নারী ভর্তি হন। পর দিন ওই নারীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বিথীর ব্যবস্থাপত্রে স্বাক্ষর করেন হাসপাতালটির ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) চিকিৎসক বদিউজ্জামান রাব্বী। কিন্তু তাঁর স্বাক্ষরে সিল বসানো হয় এমএমবিএস চিকিৎসকের।
জানতে চাইলে ডিপ্লোমা চিকিৎসক বদিউজ্জামান রাব্বী বলেন, ‘ওই নারীকে যে বিশেষজ্ঞ চিকিৎসকের দেখার কথা ছিল, তিনি তখন হাসপাতালে ছিলেন না। ওই চিকিৎসকের সঙ্গে কথা বলে রোগীর প্রেসক্রিপশন লিখে দিই। সেখানে আমি স্বাক্ষর করি। কিন্তু ভুলবশত প্রেসক্রিপশনে এমবিবিএস চিকিৎসকের সিল পড়ে গেছে।’
হাসপাতালের পরিচালক আবু নাসের বলেন, ‘রোগীর প্রেসক্রিপশনে (ব্যবস্থাপত্র) ভুলবশত এমবিবিএস চিকিৎসকের সিল পড়েছে। এটি অনিচ্ছাকৃত ভুল।’
জানা গেছে, বিথী বগুড়া সদরের চক ফরিদ (কলোনি) এলাকার রঞ্জন আলীর স্ত্রী। রঞ্জন শাজাহানপুর উপজেলার হোসেন আলী নামে এক যুবদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় এজাহারভুক্ত আসামি। চলতি বছরের ১৬ নভেম্বর দুপুরে হোসেন আলীর বাড়িতে হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে তাঁকে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় গত ২১ নভেম্বর শাজাহানপুর থানায় ১৪ জনকে আসামি করে মামলা হয়। মামলার অন্যতম আসামি রঞ্জন আলী গত ১৪ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পর দিন ১৫ ডিসেম্বর স্ত্রী বিথীর ব্যবস্থাপত্র দেখিয়ে জামিনে ছাড়া পান তিনি। আর ওই ব্যবস্থাপত্রেই ভুয়া সিল ব্যবহার করা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে