ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম মধ্যপাড়া গ্রামে গত শুক্রবার দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান মণ্ডল নিহত হন। ঘটনার পরদিন রাতে মামলা হয়। এর পর থেকেই গ্রেপ্তার-আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়ে গ্রামের একটি অংশ। আর এ সুযোগেই বাড়িঘরে নীরব লুটপাটের ঘটনা ঘটছে। আসামি, তাঁদের আত্মীয়-স্বজনসহ নিরীহ মানুষও লুটপাটের শিকার হয়েছে বলে ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, ঘটনায় জড়িত অনেকেই আত্মগোপনে চলে গেছেন। আবার যাঁরা জড়িত নন, এমন অনেকেই গ্রেপ্তার-আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়েছেন। এ সুযোগে বাড়িঘর লুটপাট করা হচ্ছে। তাঁরা আরও জানান, হত্যার ঘটনা ও মামলার পর থেকেই পুরুষশূন্য হয়ে পড়ে ৪০ থেকে ৫০টি পরিবার। এ সুযোগে একদল দুষ্কৃতকারী বাড়ি ঘরে লুটপাট শুরু করে। লুটপাটে জড়িত দুষ্কৃতকারীরা সাধারণ ও নিরীহ মানুষের বাড়িতেও লুটপাট চালায়। লুটপাটকারীরা গরু, ছাগল, ফ্রিজ, টিভি, এমনকি জামাকাপড়সহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে। খেতের ফসল নষ্ট করছে।
আরেক ভুক্তভোগী বলেন, ‘আমরা কোনো গোষ্ঠীর নয়। মারামারি রেষারেষিতে নেই। এরপরও আমার বাড়িতে লুটপাট করেছে। আমার দুটি গরু, ৮টি ছাগল, আসবাবপত্রসহ ঘরে বিদেশি দামি জিনিসপত্র, যা ছিল সব লুট করে নিয়ে গেছে।’
লুটপাটের অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের মণ্ডল গোষ্ঠীর এনামুল বলেন, ‘তাঁরা নিজেরা বাড়ির এসব মালামাল সরিয়ে ফেলেছে। কোনো লুটপাট হয়নি।’
চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, মালিথা ও প্রামাণিক পক্ষের অন্তত ৫০টি পরিবার এখন বাড়িছাড়া। শুক্রবার রাত থেকে মালিথা ও প্রামাণিক বংশ ও তার অনুসারীরা সাধারণ মানুষের বাড়িতে লুটপাট শুরু হয়।’
চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির বলেন, ‘অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। দুই একটি ঘটনা ছিঁচকে চোর ঘটিয়েছে। ঘটনার পরদিনই অনেকেই তাদের জিনিসপত্র নিয়ে গেছে। সে সময় পুলিশ তাদের ছবি ও ভিডিও রেখেছে। লুটপাটের কথা ছড়িয়ে আসামির লোকজন অপপ্রচার চালাচ্ছে।’
ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, ঘটনার পর ওই এলাকার অনেকে তাদের নিজেদের জিনিসপত্র নিয়ে গেছে। লুটপাটের ঘটনা দৃষ্টিগোচরে আসেনি। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও আসেনি। নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম মধ্যপাড়া গ্রামে গত শুক্রবার দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান মণ্ডল নিহত হন। ঘটনার পরদিন রাতে মামলা হয়। এর পর থেকেই গ্রেপ্তার-আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়ে গ্রামের একটি অংশ। আর এ সুযোগেই বাড়িঘরে নীরব লুটপাটের ঘটনা ঘটছে। আসামি, তাঁদের আত্মীয়-স্বজনসহ নিরীহ মানুষও লুটপাটের শিকার হয়েছে বলে ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, ঘটনায় জড়িত অনেকেই আত্মগোপনে চলে গেছেন। আবার যাঁরা জড়িত নন, এমন অনেকেই গ্রেপ্তার-আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়েছেন। এ সুযোগে বাড়িঘর লুটপাট করা হচ্ছে। তাঁরা আরও জানান, হত্যার ঘটনা ও মামলার পর থেকেই পুরুষশূন্য হয়ে পড়ে ৪০ থেকে ৫০টি পরিবার। এ সুযোগে একদল দুষ্কৃতকারী বাড়ি ঘরে লুটপাট শুরু করে। লুটপাটে জড়িত দুষ্কৃতকারীরা সাধারণ ও নিরীহ মানুষের বাড়িতেও লুটপাট চালায়। লুটপাটকারীরা গরু, ছাগল, ফ্রিজ, টিভি, এমনকি জামাকাপড়সহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে। খেতের ফসল নষ্ট করছে।
আরেক ভুক্তভোগী বলেন, ‘আমরা কোনো গোষ্ঠীর নয়। মারামারি রেষারেষিতে নেই। এরপরও আমার বাড়িতে লুটপাট করেছে। আমার দুটি গরু, ৮টি ছাগল, আসবাবপত্রসহ ঘরে বিদেশি দামি জিনিসপত্র, যা ছিল সব লুট করে নিয়ে গেছে।’
লুটপাটের অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের মণ্ডল গোষ্ঠীর এনামুল বলেন, ‘তাঁরা নিজেরা বাড়ির এসব মালামাল সরিয়ে ফেলেছে। কোনো লুটপাট হয়নি।’
চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, মালিথা ও প্রামাণিক পক্ষের অন্তত ৫০টি পরিবার এখন বাড়িছাড়া। শুক্রবার রাত থেকে মালিথা ও প্রামাণিক বংশ ও তার অনুসারীরা সাধারণ মানুষের বাড়িতে লুটপাট শুরু হয়।’
চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির বলেন, ‘অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। দুই একটি ঘটনা ছিঁচকে চোর ঘটিয়েছে। ঘটনার পরদিনই অনেকেই তাদের জিনিসপত্র নিয়ে গেছে। সে সময় পুলিশ তাদের ছবি ও ভিডিও রেখেছে। লুটপাটের কথা ছড়িয়ে আসামির লোকজন অপপ্রচার চালাচ্ছে।’
ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, ঘটনার পর ওই এলাকার অনেকে তাদের নিজেদের জিনিসপত্র নিয়ে গেছে। লুটপাটের ঘটনা দৃষ্টিগোচরে আসেনি। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও আসেনি। নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে