শাপলা খন্দকার, বগুড়া
বগুড়ায় বিভক্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ। চার নেতার হাতেই এখন দলের চাবিকাঠি। দলীয় প্রভাব ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ চার নেতা সম্প্রতি তিন গ্রুপে ভাগ হয়েছেন। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোতে পদ পেতে লাগে এ তিন গ্রুপের যেকোনো একটির আশীর্বাদ।
খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় অন্তঃকোন্দলে স্থানীয় নির্বাচনগুলোতে ভরাডুবি হয়েছে নৌকার। জেলায় ১০৬টি ইউনিয়নের মধ্যে নৌকা বিজয়ী হয়েছে ৪০ টিতে। আর ১৬ ইউপিতে বিজয়ী হয়েছেন নৌকার বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। গ্রুপিং এর ফলে ঘটছে সহিংসতা, খুনোখুনি।
নেতারা বলছেন, সময়ের সঙ্গে প্রতিনিয়তই বদলাচ্ছে দলীয় গ্রুপিং পরিস্থিতি। তবে বর্তমানে মোটাদাগে তিনটি গ্রুপে বিভক্ত আওয়ামী লীগ।
গ্রুপ তিনটি হলো জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের গ্রুপ।
দলীয় সূত্রে জানা যায়, মমতাজ উদ্দীন ১৯৮২ থেকে ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি মৃত্যুর আগ পর্যন্ত জেলা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন। এরপর ২০১৯ সালের ৭ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মজিবর রহমান মজনু, সহসভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায় ও কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলনের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০২০ সালের ২৩ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, মমতাজ উদ্দীনের সময়ে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড়ান জেলা যুবলীগের তৎকালীন সভাপতি মঞ্জুরুল আলম মোহন। দুজনের অভ্যন্তরীণ কোন্দলে জেলা আওয়ামী লীগ দুই দলে বিভক্ত হয়ে পড়ে। মমতাজের মৃত্যুর পর তাঁর অনুসারী হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মজিবর রহমান মজনু, সম্পাদক রাগেবুল আহসান রিপু ও যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু আলাদা গ্রুপ তৈরি করেন। তবে বর্তমানে দুলু রিপুর গ্রুপে যোগ দিয়েছেন। আর বরাবরের মতোই মঞ্জুরুল আলম মোহনের একটি গ্রুপ সক্রিয় আছে বগুড়ায়।
খোঁজ নিয়ে জানা যায়, মজনু গ্রুপে আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মতিন, সহসভাপতি প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, মোটর মালিক গ্রুপের সাবেক সভাপতি প্রয়াত মমতাজ উদ্দিনের শ্যালক শাহ মো. আকতারুজ্জামান ডিউক, সদর থানা আওয়ামী লীগের সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য মাহফুজুল ইসলাম রাজ।
রিপু গ্রুপে আছেন যুবলীগের সাবেক সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবু সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, ৪ নম্বর ওয়ার্ড কমিশনার আব্দুল মতিন সরকার, শ্রমিক লীগের সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল, মোটর মালিক গ্রুপের সম্পাদক আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো।
মোহন গ্রুপে আছেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, ৫ নম্বর ওয়ার্ড কমিশনার আলহাজ্ব শেখ, সদর আওয়ামী লীগের সহসভাপতি আলিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম দুলু।
এদিকে যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দুই দশক ধরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি থাকায় ১২টি উপজেলাতেই তৃণমূলে তার প্রভাব আছে। তিনি এখন রিপুর গ্রুপ হয়ে কাজ করছেন।
এ ছাড়া প্রয়াত মমতাজ উদ্দিনের ছেলে মাসুদুর রহমান মিলনকে সামনে রেখে সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বহিষ্কৃত নেতা আব্দুল মান্নান আকন্দ।
পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন বলেন, ‘গ্রুপিং হলে সবাই চেষ্টা করে সন্ত্রাসী, অনুপ্রবেশকারীদের দিয়ে নিজেদের গ্রুপ ভারী করতে। এর ফলে সহিংসতা হয়, যা বগুড়ায় দেখা যাচ্ছে।’
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, ‘রাজনীতিতে নিজস্ব সমর্থক বাড়ানোর চেষ্টা থাকে। কিন্তু সেটা যেন বাড়াবাড়ি পর্যায়ে না যায় সেটাই দেখার বিষয়।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, ‘বগুড়া আওয়ামী লীগে কোনো গ্রুপিং নেই। আমরা এক হয়েই কাজ করছি সবাই।’
বগুড়ায় বিভক্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ। চার নেতার হাতেই এখন দলের চাবিকাঠি। দলীয় প্রভাব ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ চার নেতা সম্প্রতি তিন গ্রুপে ভাগ হয়েছেন। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোতে পদ পেতে লাগে এ তিন গ্রুপের যেকোনো একটির আশীর্বাদ।
খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় অন্তঃকোন্দলে স্থানীয় নির্বাচনগুলোতে ভরাডুবি হয়েছে নৌকার। জেলায় ১০৬টি ইউনিয়নের মধ্যে নৌকা বিজয়ী হয়েছে ৪০ টিতে। আর ১৬ ইউপিতে বিজয়ী হয়েছেন নৌকার বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী। গ্রুপিং এর ফলে ঘটছে সহিংসতা, খুনোখুনি।
নেতারা বলছেন, সময়ের সঙ্গে প্রতিনিয়তই বদলাচ্ছে দলীয় গ্রুপিং পরিস্থিতি। তবে বর্তমানে মোটাদাগে তিনটি গ্রুপে বিভক্ত আওয়ামী লীগ।
গ্রুপ তিনটি হলো জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের গ্রুপ।
দলীয় সূত্রে জানা যায়, মমতাজ উদ্দীন ১৯৮২ থেকে ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি মৃত্যুর আগ পর্যন্ত জেলা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন। এরপর ২০১৯ সালের ৭ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মজিবর রহমান মজনু, সহসভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায় ও কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলনের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০২০ সালের ২৩ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, মমতাজ উদ্দীনের সময়ে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড়ান জেলা যুবলীগের তৎকালীন সভাপতি মঞ্জুরুল আলম মোহন। দুজনের অভ্যন্তরীণ কোন্দলে জেলা আওয়ামী লীগ দুই দলে বিভক্ত হয়ে পড়ে। মমতাজের মৃত্যুর পর তাঁর অনুসারী হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মজিবর রহমান মজনু, সম্পাদক রাগেবুল আহসান রিপু ও যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু আলাদা গ্রুপ তৈরি করেন। তবে বর্তমানে দুলু রিপুর গ্রুপে যোগ দিয়েছেন। আর বরাবরের মতোই মঞ্জুরুল আলম মোহনের একটি গ্রুপ সক্রিয় আছে বগুড়ায়।
খোঁজ নিয়ে জানা যায়, মজনু গ্রুপে আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মতিন, সহসভাপতি প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, মোটর মালিক গ্রুপের সাবেক সভাপতি প্রয়াত মমতাজ উদ্দিনের শ্যালক শাহ মো. আকতারুজ্জামান ডিউক, সদর থানা আওয়ামী লীগের সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য মাহফুজুল ইসলাম রাজ।
রিপু গ্রুপে আছেন যুবলীগের সাবেক সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবু সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, ৪ নম্বর ওয়ার্ড কমিশনার আব্দুল মতিন সরকার, শ্রমিক লীগের সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল, মোটর মালিক গ্রুপের সম্পাদক আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো।
মোহন গ্রুপে আছেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, ৫ নম্বর ওয়ার্ড কমিশনার আলহাজ্ব শেখ, সদর আওয়ামী লীগের সহসভাপতি আলিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম দুলু।
এদিকে যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দুই দশক ধরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি থাকায় ১২টি উপজেলাতেই তৃণমূলে তার প্রভাব আছে। তিনি এখন রিপুর গ্রুপ হয়ে কাজ করছেন।
এ ছাড়া প্রয়াত মমতাজ উদ্দিনের ছেলে মাসুদুর রহমান মিলনকে সামনে রেখে সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বহিষ্কৃত নেতা আব্দুল মান্নান আকন্দ।
পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন বলেন, ‘গ্রুপিং হলে সবাই চেষ্টা করে সন্ত্রাসী, অনুপ্রবেশকারীদের দিয়ে নিজেদের গ্রুপ ভারী করতে। এর ফলে সহিংসতা হয়, যা বগুড়ায় দেখা যাচ্ছে।’
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, ‘রাজনীতিতে নিজস্ব সমর্থক বাড়ানোর চেষ্টা থাকে। কিন্তু সেটা যেন বাড়াবাড়ি পর্যায়ে না যায় সেটাই দেখার বিষয়।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, ‘বগুড়া আওয়ামী লীগে কোনো গ্রুপিং নেই। আমরা এক হয়েই কাজ করছি সবাই।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে