লালপুর (নাটোর) প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণহত্যার ভয়াবহতা, গণকবর, বধ্যভূমিসহ মুক্তিযুদ্ধের সামগ্রিক চিত্র তুলে ধরতে দেশের প্রতিটি জেলায় একটি করে নাটক নির্মাণ ও পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যার ওপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় নির্মাণ হচ্ছে ৬৪টি পরিবেশ থিয়েটার।
এক বছর ধরে গবেষণা ও যাচাই-বাছাই করে প্রতিটি জেলায় পরিবেশ থিয়েটার উপযোগী একটি করে বধ্যভূমি বেছে নেওয়া হয়েছে। নাটোর জেলায় লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যার ইতিহাসকে কেন্দ্র করে নাটক ‘শহীদ সাগর’ নির্মাণের কাজ শুরু হয়েছে।
নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা।
নাটকটির স্থানীয় সমন্বয়ক চলন নাটুয়ার সহসভাপতি মো. আব্দুল আওয়াল বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় মানসম্পন্ন একটি নাটক উপস্থাপনের চেষ্টা করছেন। রেকর্ডিংয়ের জন্য পুরোদমে মহড়া চলছে। তাঁরা সফলভাবে কাজটি সম্পন্ন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নাটকের প্রধান সমন্বয়কারী নাটোর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা আব্দুল রাকিবিল বারী বলেন, লালপুরের চলন নাটুয়া, ধুপইল সংগীত একাডেমি, বাগাতিপাড়ার বকুল স্মৃতি থিয়েটার, বড়াইগ্রামের বনপাড়ার রূপরেখা লালন একাডেমি, নাটোরের গোধূলী নাট্য সংস্থাসহ বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন স্কুল-কলেজের বিএনসিসি-স্কাউট সদস্যসহ শতাধিক কলাকুশলীর অংশগ্রহণে পরিবেশ থিয়েটারের মহড়াসহ সব কাজ এগিয়ে চলেছে। আগামী ৪ ডিসেম্বর ‘শহীদ সাগর’ নাটকটি পরিবেশিত হবে বলে আশা করছেন।
নাটকের নির্দেশক ড. সৈয়দ মামুন রেজা বলেন, মহান মুক্তিযুদ্ধে সারাদেশে পাকিস্তানি সেনাবাহিনী ও তাঁদের সহযোগীদের ভয়াবহ, বর্বর ও নারকীয় গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এই গণহত্যাবিষয়ক নাটক নির্মাণ ও প্রদর্শনীর মাধ্যমে গণহত্যায় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ মে নাটোরের লালপুরে পাকবাহিনীর মর্মান্তিক গণ হত্যাকাণ্ডে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের প্রশাসক শহীদ লেফটেন্যান্ট এম এ আজিমসহ অর্ধশতাধিক শহীদ হন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণহত্যার ভয়াবহতা, গণকবর, বধ্যভূমিসহ মুক্তিযুদ্ধের সামগ্রিক চিত্র তুলে ধরতে দেশের প্রতিটি জেলায় একটি করে নাটক নির্মাণ ও পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যার ওপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় নির্মাণ হচ্ছে ৬৪টি পরিবেশ থিয়েটার।
এক বছর ধরে গবেষণা ও যাচাই-বাছাই করে প্রতিটি জেলায় পরিবেশ থিয়েটার উপযোগী একটি করে বধ্যভূমি বেছে নেওয়া হয়েছে। নাটোর জেলায় লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যার ইতিহাসকে কেন্দ্র করে নাটক ‘শহীদ সাগর’ নির্মাণের কাজ শুরু হয়েছে।
নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা।
নাটকটির স্থানীয় সমন্বয়ক চলন নাটুয়ার সহসভাপতি মো. আব্দুল আওয়াল বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় মানসম্পন্ন একটি নাটক উপস্থাপনের চেষ্টা করছেন। রেকর্ডিংয়ের জন্য পুরোদমে মহড়া চলছে। তাঁরা সফলভাবে কাজটি সম্পন্ন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নাটকের প্রধান সমন্বয়কারী নাটোর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা আব্দুল রাকিবিল বারী বলেন, লালপুরের চলন নাটুয়া, ধুপইল সংগীত একাডেমি, বাগাতিপাড়ার বকুল স্মৃতি থিয়েটার, বড়াইগ্রামের বনপাড়ার রূপরেখা লালন একাডেমি, নাটোরের গোধূলী নাট্য সংস্থাসহ বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন স্কুল-কলেজের বিএনসিসি-স্কাউট সদস্যসহ শতাধিক কলাকুশলীর অংশগ্রহণে পরিবেশ থিয়েটারের মহড়াসহ সব কাজ এগিয়ে চলেছে। আগামী ৪ ডিসেম্বর ‘শহীদ সাগর’ নাটকটি পরিবেশিত হবে বলে আশা করছেন।
নাটকের নির্দেশক ড. সৈয়দ মামুন রেজা বলেন, মহান মুক্তিযুদ্ধে সারাদেশে পাকিস্তানি সেনাবাহিনী ও তাঁদের সহযোগীদের ভয়াবহ, বর্বর ও নারকীয় গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এই গণহত্যাবিষয়ক নাটক নির্মাণ ও প্রদর্শনীর মাধ্যমে গণহত্যায় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ মে নাটোরের লালপুরে পাকবাহিনীর মর্মান্তিক গণ হত্যাকাণ্ডে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের প্রশাসক শহীদ লেফটেন্যান্ট এম এ আজিমসহ অর্ধশতাধিক শহীদ হন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে