নীলফামারী প্রতিনিধি
নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে তিন ভাই-বোনসহ চারজন নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে ওই ইউনিয়নের মনসাপাড়া গ্রামের বউবাজার নামক স্থানের রেলক্রসিং-সংলগ্ন সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো রিকশাচালক রেজোয়ান আলীর তিন সন্তান লিমা আকতার (৭), রেশমা খাতুন (৫) ও মমিনুর রহমান (৩) এবং প্রতিবেশী আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন (৩৫)।
প্রত্যক্ষদর্শী আব্দুল হান্নান জানান, রেললাইনের ধারে নিহত ব্যক্তিদের বাড়ি। আর বাড়িসংলগ্ন রেলসেতুর সংস্কারকাজ চলছিল। শিশুরা সেতুর ওপর বসে সেতু সংস্কারের কাজ দেখছিল। ঠিক ওই সময় চিলাহাটি থেকে ছেড়ে আসে খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেন। এ সময় সেতুর পাশে দাঁড়িয়ে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের নৈশপ্রহরী শামীম হোসেন শিশুদের বাঁচানোর চেষ্টা করতে গেলে তিনিসহ তিনটি শিশু কাটা পড়ে। এতে ঘটনাস্থলে লিমা আকতার ও রেশমা খাতুন এবং নীলফামারী আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশু মমিনুর ও শামীম।
নিহত ব্যক্তিদের প্রতিবেশী হাসিবুল ইসলাম জানান, নীলফামারী শহরের উকিলের মোড়ে দর্জির কাজ করতেন শামীম। বাবার মৃত্যুর পর বৃদ্ধা মা, স্ত্রী ও মেয়েকে নিয়েই তাঁর সুখের সংসার। সংসারে একমাত্র উপার্জনশীল ব্যক্তিটি না থাকায় ওই পরিবারকে এখন পথে নামা ছাড়া উপায় নেই।
ঘটনার পর এলাকাবাসী চিলাহাটি-পার্বতীপুর পথে চলাচলকারী আন্তনগর ট্রেন ‘রুপসা এক্সপ্রেস’ আটকে দিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারী রেললাইনের খোলা লেভেল ক্রসিংয়ে গেটম্যানসহ গেট নির্মাণ এবং নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানায়। দ্রুত ঘটনাস্থলে হাজির হন নীলফামারীর পুলিশ সুপার মোখলেছুর রহমান। তিনি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেওয়ার পর ট্রেনটি ছেড়ে দেয় বিক্ষোভকারীরা।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নীলফামারী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে নিহত তিন শিশুর পরিবারকে ৩০ হাজার এবং শামীমের পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে দাফনের জন্য।
নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে তিন ভাই-বোনসহ চারজন নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে ওই ইউনিয়নের মনসাপাড়া গ্রামের বউবাজার নামক স্থানের রেলক্রসিং-সংলগ্ন সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো রিকশাচালক রেজোয়ান আলীর তিন সন্তান লিমা আকতার (৭), রেশমা খাতুন (৫) ও মমিনুর রহমান (৩) এবং প্রতিবেশী আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন (৩৫)।
প্রত্যক্ষদর্শী আব্দুল হান্নান জানান, রেললাইনের ধারে নিহত ব্যক্তিদের বাড়ি। আর বাড়িসংলগ্ন রেলসেতুর সংস্কারকাজ চলছিল। শিশুরা সেতুর ওপর বসে সেতু সংস্কারের কাজ দেখছিল। ঠিক ওই সময় চিলাহাটি থেকে ছেড়ে আসে খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেন। এ সময় সেতুর পাশে দাঁড়িয়ে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের নৈশপ্রহরী শামীম হোসেন শিশুদের বাঁচানোর চেষ্টা করতে গেলে তিনিসহ তিনটি শিশু কাটা পড়ে। এতে ঘটনাস্থলে লিমা আকতার ও রেশমা খাতুন এবং নীলফামারী আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশু মমিনুর ও শামীম।
নিহত ব্যক্তিদের প্রতিবেশী হাসিবুল ইসলাম জানান, নীলফামারী শহরের উকিলের মোড়ে দর্জির কাজ করতেন শামীম। বাবার মৃত্যুর পর বৃদ্ধা মা, স্ত্রী ও মেয়েকে নিয়েই তাঁর সুখের সংসার। সংসারে একমাত্র উপার্জনশীল ব্যক্তিটি না থাকায় ওই পরিবারকে এখন পথে নামা ছাড়া উপায় নেই।
ঘটনার পর এলাকাবাসী চিলাহাটি-পার্বতীপুর পথে চলাচলকারী আন্তনগর ট্রেন ‘রুপসা এক্সপ্রেস’ আটকে দিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারী রেললাইনের খোলা লেভেল ক্রসিংয়ে গেটম্যানসহ গেট নির্মাণ এবং নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানায়। দ্রুত ঘটনাস্থলে হাজির হন নীলফামারীর পুলিশ সুপার মোখলেছুর রহমান। তিনি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেওয়ার পর ট্রেনটি ছেড়ে দেয় বিক্ষোভকারীরা।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নীলফামারী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে নিহত তিন শিশুর পরিবারকে ৩০ হাজার এবং শামীমের পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে দাফনের জন্য।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে