রানা আব্বাস, হোবার্ট থেকে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলটা পুরোই সাকিব আল হাসানকেন্দ্রিক। দুবাইয়ে এশিয়া কাপের পর বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক আসেননি সংবাদমাধ্যমের সামনে। আজ হোবার্টে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সংবাদ সম্মেলনের বেশির ভাগ প্রসঙ্গই থাকল এখানে—
দলের প্রস্তুতি
‘খুব ভালো প্রস্তুতি হয়েছে। সবাই ফিট এবং খেলতে তৈরি। আমার মতে, নিউজিল্যান্ডে খেলা চার ম্যাচ আমাদের সহায়তা করবে। বিশেষ করে হোবার্টের আবহাওয়া অনেকটা ক্রাইস্টচার্চের মতো। সবাই প্রস্তুত এবং আগামীকালের (আজ) ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।’
সঠিক একাদশ কি পেয়েছে বাংলাদেশ
‘এখানে ১৫ জন খেলতে এসেছে। সবাই তৈরি এবং ফিট। প্রতিটা পজিশনে মানিয়ে নেওয়ার মতো সক্ষমতা রাখে। আমি চাই সবাই সেটা পারবে। দলের প্রয়োজনে যাকে যখন যেখানে খেলতে হয় বা যে ওভার বোলিং করা লাগে, যে জায়গায় ফিল্ডিং করা লাগে, সবাই সেটার জন্য প্রস্তুত থাকবে। টি-টোয়েন্টিতে ওই দলগুলো ভালো করে, যাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশি।’
নেদারল্যান্ডস কি স্বস্তিদায়ক প্রতিপক্ষ
‘বিশ্বকাপে আমাদের নিশ্চিত যে পাঁচটা ম্যাচ আছে, এই পাঁচটা ম্যাচের প্রস্তুতি নিয়ে এসেছি। এখানে যার সঙ্গেই খেলি, আমাদের প্রস্তুতি একই রকম থাকবে। সেটা নেদারল্যান্ডস, পাকিস্তান, ভারত, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা—সবার সঙ্গে একই থাকবে। নেদারল্যান্ডস বাছাই পেরিয়ে যোগ্য দল হিসেবেই এসেছে। এই ধারণাও হয়তো আপনারা তৈরি করেছেন যে নেদারল্যান্ডস আসায় হয়তো বাংলাদেশ স্বস্তি বোধ করছে। আমাদের দলের যে ধরনের চিন্তাভাবনা, আমরা এভাবে কখনো প্রস্তুতি নিই না; আমার মনেও হয় না কোনো দল এমন চিন্তা করে, কে এলে ভালো, কে এলে খারাপ। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এলে আমরা যে প্রস্তুতি নিতাম, অন্য যে দলের সঙ্গেও একই প্রস্তুতি থাকবে। আর স্বস্তির কি না, দেশে এ রকম ইয়ে চলছে, সেটা অবশ্যই মিডিয়ার তৈরি করা।’
খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে চ্যালেঞ্জ
‘এটা একটা মজার বিষয় যে একটা চ্যালেঞ্জ... আপনার কথামতো একটা চ্যালেঞ্জ আছে। যদিও এ ধরনের কখনো কোনো চিন্তা করিনি যে আমার কোনো চ্যালেঞ্জ আছে এবং চ্যালেঞ্জটা আমার নিতে হবে বা আমার কিছু প্রমাণ করতে হবে। এখানে আমরা একটা বিশ্বকাপ খেলতে এসেছি। এমন একটা ফরম্যাট, যেখানে আমরা কখনো অত একটা ভালো করিনি। তবে বিশ্বাস করি, এই বিশ্বকাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে, যেটা আমরা এর আগে কোনো বিশ্বকাপে করিনি।’
হোবার্টে খেলার ব্যক্তিগত অভিজ্ঞতা
‘(হোবার্টে) অনেক আগে একটা ম্যাচ খেলেছি। সেটা খুব বেশি একটা সহায়তা করবে বলে মনে হয় না। অবশ্যই মাঠে যদি একটু ফিল্ডিং করতে পারতাম বা ট্রেনিং করতে পারতাম, ভালো হতো। কিন্তু সেটা সম্ভব হয়নি যেহেতু আজ (গতকাল) একটা ম্যাচও আছে ওই মাঠে। প্রথম রাউন্ডের ম্যাচ হয়েছে, এসব থেকে বেশ একটা ভালো ধারণা পাওয়া সম্ভব বলে মনে করি। টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, এখানে আপনি যত বেশি ওপেন মাইন্ডেড থাকবেন এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন যত তাড়াতাড়ি... কারণ, খেলাটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, আপনার ঘন ঘন মানিয়ে নিতে হয়।’
সংবাদমাধ্যমও কি বাংলাদেশের প্রতিপক্ষ
‘এটা আপনারা ভালো বলতে পারবেন, মানুষকে বিচার করতে দেন, আমি জাজ না হই। আমি খুব বেশি কিছু জাজ করতে আসলে পছন্দ করি না। আমার মনোযোগ হচ্ছে দলকে নিয়ে, কালকের (আজ) ম্যাচ নিয়ে, কীভাবে ভালো করতে পারি ও জিততে পারি।’
গত কিছুদিনে ইতিবাচক কী ছিল
‘ইতিবাচক আর নেতিবাচক বিষয় নিয়ে আমরা সারাক্ষণই কথা বলতে থাকি। এগুলো নিয়ে আসলে খুব বেশি কথা বলার ইচ্ছা আমার নেই। যেটা বারবার বলছি, আমাদের মনোযোগ হলো পরের পাঁচটা ম্যাচ। আমরা একই প্রস্তুতি ও মানসিকতা নিয়ে নামব এবং সেটা জেতার জন্যই। হয়তো কোনো ম্যাচে আমরা সফল হব, কোনো ম্যাচে সফল হব না। তবে এতে আমাদের যে প্রস্তুতি বলেন বা যে চিন্তা আমরা করি, তার কোনো পরিবর্তন আসবে না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলটা পুরোই সাকিব আল হাসানকেন্দ্রিক। দুবাইয়ে এশিয়া কাপের পর বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক আসেননি সংবাদমাধ্যমের সামনে। আজ হোবার্টে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরুর আগে গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সংবাদ সম্মেলনের বেশির ভাগ প্রসঙ্গই থাকল এখানে—
দলের প্রস্তুতি
‘খুব ভালো প্রস্তুতি হয়েছে। সবাই ফিট এবং খেলতে তৈরি। আমার মতে, নিউজিল্যান্ডে খেলা চার ম্যাচ আমাদের সহায়তা করবে। বিশেষ করে হোবার্টের আবহাওয়া অনেকটা ক্রাইস্টচার্চের মতো। সবাই প্রস্তুত এবং আগামীকালের (আজ) ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।’
সঠিক একাদশ কি পেয়েছে বাংলাদেশ
‘এখানে ১৫ জন খেলতে এসেছে। সবাই তৈরি এবং ফিট। প্রতিটা পজিশনে মানিয়ে নেওয়ার মতো সক্ষমতা রাখে। আমি চাই সবাই সেটা পারবে। দলের প্রয়োজনে যাকে যখন যেখানে খেলতে হয় বা যে ওভার বোলিং করা লাগে, যে জায়গায় ফিল্ডিং করা লাগে, সবাই সেটার জন্য প্রস্তুত থাকবে। টি-টোয়েন্টিতে ওই দলগুলো ভালো করে, যাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশি।’
নেদারল্যান্ডস কি স্বস্তিদায়ক প্রতিপক্ষ
‘বিশ্বকাপে আমাদের নিশ্চিত যে পাঁচটা ম্যাচ আছে, এই পাঁচটা ম্যাচের প্রস্তুতি নিয়ে এসেছি। এখানে যার সঙ্গেই খেলি, আমাদের প্রস্তুতি একই রকম থাকবে। সেটা নেদারল্যান্ডস, পাকিস্তান, ভারত, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা—সবার সঙ্গে একই থাকবে। নেদারল্যান্ডস বাছাই পেরিয়ে যোগ্য দল হিসেবেই এসেছে। এই ধারণাও হয়তো আপনারা তৈরি করেছেন যে নেদারল্যান্ডস আসায় হয়তো বাংলাদেশ স্বস্তি বোধ করছে। আমাদের দলের যে ধরনের চিন্তাভাবনা, আমরা এভাবে কখনো প্রস্তুতি নিই না; আমার মনেও হয় না কোনো দল এমন চিন্তা করে, কে এলে ভালো, কে এলে খারাপ। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এলে আমরা যে প্রস্তুতি নিতাম, অন্য যে দলের সঙ্গেও একই প্রস্তুতি থাকবে। আর স্বস্তির কি না, দেশে এ রকম ইয়ে চলছে, সেটা অবশ্যই মিডিয়ার তৈরি করা।’
খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে চ্যালেঞ্জ
‘এটা একটা মজার বিষয় যে একটা চ্যালেঞ্জ... আপনার কথামতো একটা চ্যালেঞ্জ আছে। যদিও এ ধরনের কখনো কোনো চিন্তা করিনি যে আমার কোনো চ্যালেঞ্জ আছে এবং চ্যালেঞ্জটা আমার নিতে হবে বা আমার কিছু প্রমাণ করতে হবে। এখানে আমরা একটা বিশ্বকাপ খেলতে এসেছি। এমন একটা ফরম্যাট, যেখানে আমরা কখনো অত একটা ভালো করিনি। তবে বিশ্বাস করি, এই বিশ্বকাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে, যেটা আমরা এর আগে কোনো বিশ্বকাপে করিনি।’
হোবার্টে খেলার ব্যক্তিগত অভিজ্ঞতা
‘(হোবার্টে) অনেক আগে একটা ম্যাচ খেলেছি। সেটা খুব বেশি একটা সহায়তা করবে বলে মনে হয় না। অবশ্যই মাঠে যদি একটু ফিল্ডিং করতে পারতাম বা ট্রেনিং করতে পারতাম, ভালো হতো। কিন্তু সেটা সম্ভব হয়নি যেহেতু আজ (গতকাল) একটা ম্যাচও আছে ওই মাঠে। প্রথম রাউন্ডের ম্যাচ হয়েছে, এসব থেকে বেশ একটা ভালো ধারণা পাওয়া সম্ভব বলে মনে করি। টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, এখানে আপনি যত বেশি ওপেন মাইন্ডেড থাকবেন এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন যত তাড়াতাড়ি... কারণ, খেলাটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, আপনার ঘন ঘন মানিয়ে নিতে হয়।’
সংবাদমাধ্যমও কি বাংলাদেশের প্রতিপক্ষ
‘এটা আপনারা ভালো বলতে পারবেন, মানুষকে বিচার করতে দেন, আমি জাজ না হই। আমি খুব বেশি কিছু জাজ করতে আসলে পছন্দ করি না। আমার মনোযোগ হচ্ছে দলকে নিয়ে, কালকের (আজ) ম্যাচ নিয়ে, কীভাবে ভালো করতে পারি ও জিততে পারি।’
গত কিছুদিনে ইতিবাচক কী ছিল
‘ইতিবাচক আর নেতিবাচক বিষয় নিয়ে আমরা সারাক্ষণই কথা বলতে থাকি। এগুলো নিয়ে আসলে খুব বেশি কথা বলার ইচ্ছা আমার নেই। যেটা বারবার বলছি, আমাদের মনোযোগ হলো পরের পাঁচটা ম্যাচ। আমরা একই প্রস্তুতি ও মানসিকতা নিয়ে নামব এবং সেটা জেতার জন্যই। হয়তো কোনো ম্যাচে আমরা সফল হব, কোনো ম্যাচে সফল হব না। তবে এতে আমাদের যে প্রস্তুতি বলেন বা যে চিন্তা আমরা করি, তার কোনো পরিবর্তন আসবে না।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে