নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০২০ সালের ১৬ নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নড়িয়া স্বাধীনতা ভবনে শওকত আলীর সমাধিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সকাল ১১টায় কর্নেল শওকত আলী ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণ সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর কর্নেল শওকত আলী স্মৃতি পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সুবিধা বঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর সভাপতিত্বে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, কর্নেল শওকত আলীর বড় ছেলে ফিরোজ আলি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, পৌর মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আলমগীর মুন্সি প্রমুখ।
কর্নেল শওকত আলী ১৯৩৭ সালের ২৭ জানুয়ারি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার লোনসিং বাহের দীঘিপার গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নাম মুন্সী মোবারক আলী ও মায়ের নাম মালেকা বেগম। কর্নেল শওকত আলী ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হন ও ১৯৭৮ সালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেন। কর্নেল শওকত আলী ২৪ জানুয়ারি ১৯৫৯ সালে পাকিস্তান সেনাবাহিনীর অর্ডন্যান্স কোর এ কমিশন লাভ করেন। তাঁকে অকাল পাকিস্তান সেনাবাহিনী থেকে ১৯৬৯ সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তিনি ১৯৭১ সালে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর নির্দেশে কর্নেল শওকত আলী বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। কিন্তু ১৯৭৫ সালে বাংলাদেশের শত্রুদের দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর কর্নেল শওকত আলীকে দ্বিতীয়বার বাংলাদেশ সেনাবাহিনী থেকে পুনরায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। কর্নেল শওকত আলী ১৯৭৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এবং ১৯৭৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হন।
সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০২০ সালের ১৬ নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নড়িয়া স্বাধীনতা ভবনে শওকত আলীর সমাধিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সকাল ১১টায় কর্নেল শওকত আলী ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণ সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর কর্নেল শওকত আলী স্মৃতি পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সুবিধা বঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর সভাপতিত্বে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, কর্নেল শওকত আলীর বড় ছেলে ফিরোজ আলি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, পৌর মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আলমগীর মুন্সি প্রমুখ।
কর্নেল শওকত আলী ১৯৩৭ সালের ২৭ জানুয়ারি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার লোনসিং বাহের দীঘিপার গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নাম মুন্সী মোবারক আলী ও মায়ের নাম মালেকা বেগম। কর্নেল শওকত আলী ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হন ও ১৯৭৮ সালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেন। কর্নেল শওকত আলী ২৪ জানুয়ারি ১৯৫৯ সালে পাকিস্তান সেনাবাহিনীর অর্ডন্যান্স কোর এ কমিশন লাভ করেন। তাঁকে অকাল পাকিস্তান সেনাবাহিনী থেকে ১৯৬৯ সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তিনি ১৯৭১ সালে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর নির্দেশে কর্নেল শওকত আলী বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। কিন্তু ১৯৭৫ সালে বাংলাদেশের শত্রুদের দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর কর্নেল শওকত আলীকে দ্বিতীয়বার বাংলাদেশ সেনাবাহিনী থেকে পুনরায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। কর্নেল শওকত আলী ১৯৭৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এবং ১৯৭৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে