জাকির হোসেন, সুনামগঞ্জ
সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর। চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা প্রতীক পাওয়ার পরপরই প্রচার প্রচারণায় মাঠে চষে বেড়াচ্ছেন। এই দুই উপজেলার প্রত্যেকটা হাট বাজার থেকে শুরু করে পাড়া মহল্লায় ছেয়ে গেছে পোস্টারে। আর পোস্টার ছাপাতে ব্যস্ত সময় পার করছেন ছাপাখানার কারিগরেরা।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭ ইউনিয়নে ৭৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সুনামগঞ্জ সদরের ৯ ইউপিতে চেয়ারম্যান পদে ৬৩ জন, সাধারণ সদস্য পদে ১১৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে লড়ছেন ৩৯৯ জন। অন্যদিকে শান্তিগঞ্জ উপজেলার আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন, সাধারণ সদস্য পদে ৯৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটের মাঠে আছেন ৩৪৩ জন প্রার্থী।
আর অধিকাংশ প্রার্থীদের পোস্টার লিফলেট ছাপানোর কাজ করছেন সুনামগঞ্জ শহরের সাতটি ছাপাখানার কারিগরেরা।
জেলা শহরের ছোটবাজারে বিভিন্ন কারখানায় গিয়ে দেখা গেছে, কম্পিউটারে ডিজাইন, ছাপানো, কাট-ছাঁট, বাঁধাই নিয়ে ব্যস্ত কারিগরেরা। সুনামগঞ্জ পৌর শহরের এক প্রেসের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৫৫ জন প্রার্থীর পোস্টার লিফলেট ছাপানোর কাজ হাতে নিয়েছি। আরও প্রার্থীরা আসছেন কিন্তু আমরা কাজ নিতে পারছি না। তাঁদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি।’
ওই ছাপাখানার মেশিনম্যান আব্দুল কাদির বলেন, ‘দিন-রাত কাজ করে যাচ্ছি। নির্বাচন উপলক্ষে কারখানায় বাড়তি শ্রমিক আনা হয়েছে। তারপরও অর্ডার শেষ করা যাচ্ছে না। কাজের ব্যস্ততা বেড়েছে দ্বিগুণ।’
পৌর শহরের আরেকটি ব্যস্ত ছাপাখানা অক্ষর মুদ্রণের মালিক পঙ্কজ দে বলেন, ‘এবার প্রার্থীর সংখ্যা বেশি তাই আমাদের কাজের চাপও বেশি। ইতিমধ্যে অনেকের কাজ আমরা ফিরিয়ে দিয়েছি।’
সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর। চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা প্রতীক পাওয়ার পরপরই প্রচার প্রচারণায় মাঠে চষে বেড়াচ্ছেন। এই দুই উপজেলার প্রত্যেকটা হাট বাজার থেকে শুরু করে পাড়া মহল্লায় ছেয়ে গেছে পোস্টারে। আর পোস্টার ছাপাতে ব্যস্ত সময় পার করছেন ছাপাখানার কারিগরেরা।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭ ইউনিয়নে ৭৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সুনামগঞ্জ সদরের ৯ ইউপিতে চেয়ারম্যান পদে ৬৩ জন, সাধারণ সদস্য পদে ১১৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে লড়ছেন ৩৯৯ জন। অন্যদিকে শান্তিগঞ্জ উপজেলার আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন, সাধারণ সদস্য পদে ৯৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটের মাঠে আছেন ৩৪৩ জন প্রার্থী।
আর অধিকাংশ প্রার্থীদের পোস্টার লিফলেট ছাপানোর কাজ করছেন সুনামগঞ্জ শহরের সাতটি ছাপাখানার কারিগরেরা।
জেলা শহরের ছোটবাজারে বিভিন্ন কারখানায় গিয়ে দেখা গেছে, কম্পিউটারে ডিজাইন, ছাপানো, কাট-ছাঁট, বাঁধাই নিয়ে ব্যস্ত কারিগরেরা। সুনামগঞ্জ পৌর শহরের এক প্রেসের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৫৫ জন প্রার্থীর পোস্টার লিফলেট ছাপানোর কাজ হাতে নিয়েছি। আরও প্রার্থীরা আসছেন কিন্তু আমরা কাজ নিতে পারছি না। তাঁদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি।’
ওই ছাপাখানার মেশিনম্যান আব্দুল কাদির বলেন, ‘দিন-রাত কাজ করে যাচ্ছি। নির্বাচন উপলক্ষে কারখানায় বাড়তি শ্রমিক আনা হয়েছে। তারপরও অর্ডার শেষ করা যাচ্ছে না। কাজের ব্যস্ততা বেড়েছে দ্বিগুণ।’
পৌর শহরের আরেকটি ব্যস্ত ছাপাখানা অক্ষর মুদ্রণের মালিক পঙ্কজ দে বলেন, ‘এবার প্রার্থীর সংখ্যা বেশি তাই আমাদের কাজের চাপও বেশি। ইতিমধ্যে অনেকের কাজ আমরা ফিরিয়ে দিয়েছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে