ডিজেলের দাম বৃদ্ধি, বোরো আবাদ কমার আশঙ্কা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ০৬: ৪৬
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৬: ২২

ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বেড়ে যাওয়ায় চলতি মৌসুমে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী কৃষকেরা। ডিজেলের দাম বাড়ায় বোরোর উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কা করছেন তাঁরা। এতে অনেক চাষি বোরো আবাদ কমিয়ে দেওয়ার চিন্তা করছেন।

এদিকে কৃষি বিভাগ বলছে কৃষির যান্ত্রিকীকরণ ও পর্যায়ক্রমে ভেজানো এবং শুকানো পদ্ধতির ব্যবহারে বোরো চাষের সেচ খরচ কমাবে।

ভূরুঙ্গামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ১৬ হাজার ২১২ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে ১ হাজার ৮৬টি বৈদ‍্যুতিক সেচ পাম্প ও ৪ হাজার ৮৫৫টি ইঞ্জিন চালিত সেচ পাম্প ব্যবহার করে বোরো চাষ করা হবে।

দুধকুমার নদের তীরবর্তী এলাকার কৃষকেরা জানান, বোরো মৌসুমে চরাঞ্চলের প্রতি বিঘা জমিতে ধান চাষ করতে ডিজেল চালিত সেচ পাম্প দিয়ে গড়ে ৪৫ থেকে ৫০ বার সেচ দিতে হয়। এতে গড়ে ৫০ লিটার ডিজেলের প্রয়োজন হয়। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় চলতি বছর বিঘা প্রতি প্রায় ১ হাজার টাকা বাড়তি খরচ হবে। এতে অনেক কৃষক বোরো চাষ কমিয়ে দেবেন।

পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, ‘দুধকুমার নদের বুকে জেগে ওঠা জমিতে বোরো ধান চাষের প্রস্তুতি চলছে। চরের জমিতে সকালে সেচ দিলে বিকেলে শুকিয়ে যায়। প্রায় প্রতিদিন সেচ দিতে হয়।’

ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের কৃষক শাহাদত ব্যাপারী জানান, ‘ডিজেলের দাম বেড়ে যাওয়ায় জমি চাষ করার খরচ বেড়ে গেছে। আগে পাওয়ার টিলার দিয়ে এক বিঘা জমি চাষ করাতে ৮০০ টাকা লাগত। এখন ১ হাজার টাকা লাগছে।’

কুড়িগ্রামের মেসার্স সাহা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রিনটু সাহা জানান, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় ডিজেল ৬৫ দশমিক ৫২ টাকার পরিবর্তে ৮০ দশমিক ৫২ টাকায় বিক্রি করা হচ্ছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘কৃষির যান্ত্রিকীকরণ, সেচের পানির অপচয় রোধ ও পর্যায়ক্রমে ভেজানো এবং শুকানো পদ্ধতির ব্যবহার বোরো চাষের সেচ ব্যয় কমাতে সাহায্য করবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত