পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে সিলোনিয়া নদীর সেতুর পাশ থেকে বেড়িবাঁধের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। উপজেলার মির্জানগর ইউনিয়নের জঙ্গলঘোনা গ্রামে প্রায়ই এই ঘটনা ঘটছে। তাতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
উপজেলার ভক্ত মজুমদারের ছেলে হাবিবুর রহমানের নেতৃত্বে একদল মাটি ব্যবসায়ী এই কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মির্জানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য জানান, সিলোনীয়া নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের মাটি কাটার কারণে বর্ষা মৌসুমে পাঁচ গ্রামের মানুষ বন্যাকবলিত হবে। বেড়িবাঁধটি ধসে পড়লে ঘরবাড়িসহ আবাদি জমির ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। বেড়িবাঁধের মাটি অবৈধভাবে কেটে বিক্রি বন্ধের ব্যাপারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, একাধিক ইটভাটার মালিক ও কতিপয় মাটি ব্যবসায়ী খননযন্ত্র দিয়ে এসব মাটি কেটে নিয়ে যাচ্ছে। মাটি ব্যবসায় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকায় এই সিন্ডিকেট চক্রের ভয়ে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পায় না। বেড়িবাঁধের উপরিভাগের মাটি কেটে নেওয়ার ফলে নদীর পাড়ে গভীর গর্ত হচ্ছে। সেখান থেকে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে বর্ষা মৌসুমে বেড়িবাঁধে ভাঙনের কারণে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. শাহ আলম ভূঁইয়া জানান, সেতুর নিচ থেকে মাটি কাটার বিষয়টি তিনি শুনেছেন। সরেজমিন দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত হাবিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই বেড়িবাঁধের মাটি কাটার সঙ্গে জড়িত নন। তিনি শুধু উপজেলা প্রশাসন থেকে অনুমোদিত বিভিন্ন ব্যক্তির পুকুর ও ফসলি জমির মাটি কাটেন। তাঁর কাছে ছয়টি খননযন্ত্র রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দত্ত বলেন, যারা বিধিনিষেধ উপেক্ষা করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে উপজেলার কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। বেড়িবাঁধের মাটি কাটার বিষয়টি তিনি খতিয়ে দেখে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেবেন।
ফেনীর পরশুরামে সিলোনিয়া নদীর সেতুর পাশ থেকে বেড়িবাঁধের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। উপজেলার মির্জানগর ইউনিয়নের জঙ্গলঘোনা গ্রামে প্রায়ই এই ঘটনা ঘটছে। তাতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
উপজেলার ভক্ত মজুমদারের ছেলে হাবিবুর রহমানের নেতৃত্বে একদল মাটি ব্যবসায়ী এই কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মির্জানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য জানান, সিলোনীয়া নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের মাটি কাটার কারণে বর্ষা মৌসুমে পাঁচ গ্রামের মানুষ বন্যাকবলিত হবে। বেড়িবাঁধটি ধসে পড়লে ঘরবাড়িসহ আবাদি জমির ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। বেড়িবাঁধের মাটি অবৈধভাবে কেটে বিক্রি বন্ধের ব্যাপারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, একাধিক ইটভাটার মালিক ও কতিপয় মাটি ব্যবসায়ী খননযন্ত্র দিয়ে এসব মাটি কেটে নিয়ে যাচ্ছে। মাটি ব্যবসায় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকায় এই সিন্ডিকেট চক্রের ভয়ে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পায় না। বেড়িবাঁধের উপরিভাগের মাটি কেটে নেওয়ার ফলে নদীর পাড়ে গভীর গর্ত হচ্ছে। সেখান থেকে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে বর্ষা মৌসুমে বেড়িবাঁধে ভাঙনের কারণে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. শাহ আলম ভূঁইয়া জানান, সেতুর নিচ থেকে মাটি কাটার বিষয়টি তিনি শুনেছেন। সরেজমিন দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত হাবিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই বেড়িবাঁধের মাটি কাটার সঙ্গে জড়িত নন। তিনি শুধু উপজেলা প্রশাসন থেকে অনুমোদিত বিভিন্ন ব্যক্তির পুকুর ও ফসলি জমির মাটি কাটেন। তাঁর কাছে ছয়টি খননযন্ত্র রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দত্ত বলেন, যারা বিধিনিষেধ উপেক্ষা করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে উপজেলার কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। বেড়িবাঁধের মাটি কাটার বিষয়টি তিনি খতিয়ে দেখে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেবেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে