রাস্তার মধ্যে খুঁটি চলাচল ব্যাহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ১০: ২০
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৭: ২৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মাস্টারপাড়ায় রাস্তার মধ্যে বিদ্যুতের খুঁটি থাকায় যানবাহনসহ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটছে।

জানা গেছে, পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার রাস্তাটি ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অবৈধ দখল সরিয়ে প্রশস্ত করা হয়। ওই সময়ে বিদ্যুতের খুঁটিটি রাস্তার মাঝখানে থেকে যায়। তিন বছর আগে রাস্তার ওই খুঁটি থেকে ৭ ফুট দূরে নতুন খুঁটি স্থাপন করা হয়। এর এক বছর পর পুরোনো খুঁটি থেকে লাইন ও বৈদ্যুতিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হলেও খুঁটিটি সরানো হয়নি। ফলে মাস্টারপাড়া আঞ্চলিক পাকা রাস্তা দিয়ে চলাচলরত প্রাইভেট কার, মাইক্রো, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মাস্টারপাড়া এলাকার আলমগীর কবির প্রধান বলেন, ‘এ বৈদ্যুতিক খুঁটির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।’

পাটগ্রাম উপজেলার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, ‘এখানে বেশিদিন হয়নি আমি যোগদান করেছি। রাস্তার মাঝখানে খুঁটি এটা আমার জানা ছিল না। খবর নিয়ে সরাতে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত