ট্রেতে ধানের চারা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২২, ০৭: ১০
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১: ৫৫

প্রথমবারের মতো দিনাজপুরের খানসামা উপজেলায় আধুনিক পদ্ধতিতে ট্রেতে ধানের চারা উৎপাদন শুরু হয়েছে। গত বুধবার উপজেলার পূর্ব গোবিন্দপুর এলাকায় অটোমেটিক রাইস সিটলিং প্লান্টারের চারা উৎপাদন উদ্বোধন করেন কৃষি কর্মকর্তা বাসুদেব রায়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার।

কৃষি অফিস সূত্র জানায়, কৃষি বিভাগের সহায়তায় চলতি মৌসুমে পূর্ব গোবিন্দপুর এলাকায় ৫০ একর জমিতে ব্রি-ধান ৮৯ জাতের চাষ করা হবে। এ কারণে মাঠে ২ হাজার ২০০ ট্রেতে বীজ বপন করা হয়েছে। এ বছর ট্রেতে বীজতলা, যন্ত্রের মাধ্যমে চারা রোপণ, কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটা ও মাড়াই হবে। অর্থাৎ আধুনিক পদ্ধতিতেই কৃষিকাজ সম্পন্ন হবে। এ পদ্ধতিতে চাষিরা কম খরচে সহজে ধান ঘরে তুলতে পারবেন। আধুনিক পদ্ধতিতে এই প্রথমবার চারা তৈরির কাজ সার্বিক তত্ত্বাবধান করছে কৃষি বিভাগ।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার আজকের পত্রিকাকে জানান, সনাতন পদ্ধতিতে ৩৫-৪০ দিনের চারা রোপণ করতে হয়। আর ট্রেতে পরিমাণমতো জৈব সার ব্যবহার করে বীজতলা তৈরির ২৫-৩০ দিন পর চারা মাদুরের মতো করে তোলা যায়। এরপর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে মাঠে রোপণ করা হয়। এই পদ্ধতিতে দুজন শ্রমিক একটি রোপণ মেশিন দিয়ে দিনে প্রায় ১৫ বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে পারেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায় জানান, সহজে ফসল উৎপাদনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এটি বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া এ কার্যক্রমে সহজে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের অধিক ফলন কম খরচে ঘরে তোলা সম্ভব।

ট্রে পদ্ধতিতে চারা কুয়াশা বা শৈত্যপ্রবাহে নষ্ট হয় না, বরং তা সুস্থ ও সবল হয়। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির ফলে যেভাবে ফসলি জমি কমতে শুরু করেছে, এ অবস্থায় ট্রে পদ্ধতি সময়োপযোগী। এই আধুনিক প্রযুক্তি প্রসারে ট্রেতে চারা উৎপাদনের ফলে ধানের উৎপাদন খরচ কম, শ্রমিকসংকট দূর এবং সময় সাশ্রয় হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত