পাল্টাপাল্টি হামলায় যুবদলের দুই নেতা আহত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০৯: ৫৪
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ৩২

ফেনীর সোনাগাজীতে কথা-কাটাকাটির জেরে পাল্টাপাল্টি হামলায় ইউনিয়ন যুবদলের দুজন নেতা আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লকুর দোকান নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী শাহ আলম ও ইলিয়াস।

জানা গেছে, মঙ্গলকান্দির ছোট ঈদগা নামক স্থানে গতকাল দুপুরে উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি সুমনের পিতা আব্দুল হকের জানাজা শুরু হয়। এর আগে যুবদল নেতা ইলিয়াস ও সুমনের মধ্যে কথা-কাটাকাটি হয়। জানাজা শেষে ফেরার পথে লকুর দোকানে উভয়ে পুনরায় কথা-কাটাকাটি শুরু করে। এ সময় উভয়ের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় শাহ আলম ও ইলিয়াস আহত হন।

যুবদল নেতা ইলিয়াস বলেন, ‘জানাজা শেষে ফেরার পথে কোনো উসকানি ছাড়া শাহ আলম, তামিম ও সোহেল আমাকে পিটিয়ে হাত ভেঙে দেয়। পরে উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।’

অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা শাহ আলম বলেন, ‘আমরা জানাজায় অংশগ্রহণের জন্য গেলে ইলিয়াস, রাসেল ও করিম আমাদের গালমন্দ করে হামলার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। জানাজা শেষে ফেরার পথে পুনরায় তাঁরা আমাদের হামলার চেষ্টা করলে নেতা-কর্মীদের রোষে পড়ে ইলিয়াস আহত হন।’

উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা বলেন, ‘সংঘর্ষের ঘটনাটি আমরা জেনেছি। দলীয় ভাবে অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত