‘আমাদের স্বপ্নগুলো অধরাই রয়ে যাবে’

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ১৩: ১৯
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮: ০৪

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ই-কমার্স সাইটে প্রতারিত হওয়া ভুক্তভোগীর অভাব নেই। ভুক্তভোগী সবাই এখন হতাশায় দিন কাটাচ্ছেন। ই-কমার্স সাইটের মধ্যে সম্প্রতি খুব অল্প সময়ে দ্রুত জনপ্রিয়তা পাওয়া ইভ্যালি, এসপিসি, রিং আইডির ভুক্তভোগীর সংখ্যাই বেশি।

এসব ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিকে লোভনীয় অফার এবং সঠিকভাবে গ্রাহকদের পণ্য সরবরাহ ও মুনাফা দিয়ে আসছিল প্রতিষ্ঠানগুলো। হঠাৎ প্রতিশ্রুতি মোতাবেক তাঁরা সময়মতো পণ্য সরবরাহ দিচ্ছিল না। তবে গ্রাহকেরা এখনো আশা করছেন প্রতিষ্ঠানগুলো আইনি জটিলতা কাটিয়ে আবার ফিরে আসবে।

ভুক্তভোগী ওমর ফারুক বলেন, ‘করোনার মধ্যে বেকার হয়ে পড়েছিলাম। ১৫ হাজার টাকা দিয়ে রিং আইডি খুলে কাজ শুরু করি। এরপর এসপিসি আইডিও খুলি। রিং আইডির কিছু টাকা তুলতে পারলেও এসপিসি আইডির টাকা উত্তোলন করতে পারছি না। এসপিসিতে ৯০ হাজার টাকার মতো আটকে গেছে। এদিকে রিং আইডিতেও একই অবস্থা।’

ওমর ফারুক আরও বলেন, ‘প্রথমে আমার মতো হাজারো বেকার যুবক স্বপ্ন দেখছিলেন রিং আইডিকে ঘিরে। নিয়মিতই চলছিল সবকিছু। হঠাৎ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান ওপর অভিযোগ ওঠে। সেই পরিপ্রেক্ষিতে রিং আইডির ওপরে নজর পড়ে প্রশাসনের। গ্রেপ্তার করা হয় পরিচালককে এবং রিং আইডি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাখা হয়েছে।’ যার কারণে তাঁরা এখন মুনাফা পাচ্ছেন না। আশা করছেন সরকার তদন্ত করে রিং আইডির পরিচালককে মুক্তি দেবেন এবং ব্যাংক হিসাব খুলে দেবেন। না হলে তাঁদের স্বপ্নগুলো অধরাই রয়ে যাবে।

উপজেলার নান্দিনাকামালিয়া শহিদুল ইসলাম বলেন, ‘আমাদের গ্রাম থেকেই গ্রাহকের প্রায় ১৫ লাখ টাকার মতো রিং আইডির টাকা আটকে গেছে। আমার নিজেরও ২০ হাজার টাকার মতো আটকে আছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীদের দাবি, সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের ইনভেস্ট করা টাকা যেন সরকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত