আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের জামালগঞ্জ রেলস্টেশন। সেখানকার প্ল্যাটফর্মে লোকবলসংকট। তাই ১ নম্বর রেললাইনে যাত্রাবিরতির জন্য এখন আর কোনো ট্রেন দাঁড়ায় না। তবে একটি আন্তনগর ও দুটি লোকাল ট্রেন যাত্রাবিরতির সময় ২ নম্বর রেললাইনে দাঁড়ায়। সেটি প্ল্যাটফর্ম থেকে দূরে এবং এক নম্বর রেললাইন পার হয়ে যেতে হয়। মাটি থেকে ট্রেনের দরজা অনেক উঁচু হওয়ায় ওঠা-নামার কষ্ট সইতে হচ্ছে যাত্রীদের। কেউ বাড়ি থেকে মই আনেন।
অন্যদিকে পুরুষেরা লাফ দিয়ে ট্রেনে উঠতে পারলেও বেশি বেগ পেতে হয় নারী ও বয়স্ক যাত্রীদের। প্রায় সময়ই ট্রেনে উঠতে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটছে।
জামালগঞ্জ রেলস্টেশনে গতকাল গিয়ে দেখা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর আন্তনগর ট্রেনটি যাত্রাবিরতির জন্য জামালগঞ্জ রেলস্টেশনে দাঁড়ায়। ওই সময় ট্রেন থেকে কেউ ঝুলে, কেউবা আবার লাফ দিয়ে নামছেন। কেউ ট্রেনে উঠতে সহযোগিতা করছেন।
আক্কেলপুর রেলস্টেশন মাস্টার কার্যালয় সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের পর থেকে স্টেশনে সকিনা, শ্যাটল, অমনুরা, কলেজ ট্রেন এবং থার্টিন আপ নামে লোকাল ট্রেন যাত্রাবিরতির জন্য দাঁড়াত। বর্তমানে লোকবলসংকটে একটি তিতুমীর আন্তনগর ও একটি রকেট মেইল ও উত্তরা নামে লোকাল ট্রেন চালু রয়েছে। স্টেশনটিতে এই তিনটি ট্রেন এখন যাত্রাবিরতির জন্য দাঁড়ায়। তবে স্টেশনে লোকবলসংকটে প্ল্যাটফর্মের ১ নম্বর লাইনটি এখন আর ব্যবহার করা হয় না। তাই ট্রেন তিনটি কোনো সিগন্যাল ছাড়ায় ২ নম্বর লাইনে দাঁড়ায়। আবার সেখান থেকে চলে যায়। ট্রেনে যাত্রী ওঠা-নামা করার জন্য প্ল্যাটফর্ম না থাকায় উঁচু ট্রেনে ঝুঁকি নিয়ে উঠতে হয় যাত্রীদের।
স্থানীয় বাসিন্দা জুলেখা বেগম বলেন, ‘দীর্ঘদিন থেকে দেখে আসছি, স্টেশনে লোকবল না থাকায় প্ল্যাটফর্মের ১ নম্বর লাইন দিয়ে কোনো ট্রেন চলাচল করে না। তিনটি ট্রেন ২ নম্বর রেললাইনে দাঁড়ায়। স্টেশনের আশপাশের লোকেরা মহিলা ও বৃদ্ধ মানুষকে ট্রেনে উঠতে বাড়ি থেকে মই এনে ট্রেনে উঠতে হয়। প্ল্যাটফর্ম দূরে থাকায় অনেক যাত্রী ট্রেনে ওঠা ও নামার সময় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটে।’
যাত্রী সামিউল ইসলাম বলেন, ‘স্টেশনে প্ল্যাটফর্ম দূরে থাকায় ঝুঁকি নিয়ে ওঠা-নামা করতে হয় আমাদের। সবচেয়ে বিপাকে পড়েন বৃদ্ধ ও নারীরা।’ তাই দ্রুত এই স্টেশনে প্ল্যাটফর্ম করার দাবি জানান তিনি।
রবিউল ইসলাম বলেন, ‘মাটি থেকে ট্রেন অনেক উঁচুতে থাকে। ছেলেরা লাফিয়ে উঠতে পারলেও মেয়েদের বেলায় অনেক সমস্যায় পড়তে হয়। দ্রুত স্টেশনটির কাছে প্ল্যাটফর্মের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।’
জামালগঞ্জ রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার (এসএম গ্রেড-৪) হাসিবুল হাসান বলেন, ‘প্ল্যাটফর্ম কাছাকাছি না থাকায় শিক্ষার্থীসহ নারীরা ট্রেনে উঠতে পারেন না। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। পাশের জেলায় সোমপুর বদ্ধবিহার রয়েছে। প্ল্যাটফর্ম কাছাকাছি না থাকায় অনেক পর্যটন ট্রেন থেকে নামেন না। এ কারণে যাত্রীসংখ্যা কমেছে। সরকার রাজস্ব হারাচ্ছে। আমরা বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি স্টেশনটিতে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য।’
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের জামালগঞ্জ রেলস্টেশন। সেখানকার প্ল্যাটফর্মে লোকবলসংকট। তাই ১ নম্বর রেললাইনে যাত্রাবিরতির জন্য এখন আর কোনো ট্রেন দাঁড়ায় না। তবে একটি আন্তনগর ও দুটি লোকাল ট্রেন যাত্রাবিরতির সময় ২ নম্বর রেললাইনে দাঁড়ায়। সেটি প্ল্যাটফর্ম থেকে দূরে এবং এক নম্বর রেললাইন পার হয়ে যেতে হয়। মাটি থেকে ট্রেনের দরজা অনেক উঁচু হওয়ায় ওঠা-নামার কষ্ট সইতে হচ্ছে যাত্রীদের। কেউ বাড়ি থেকে মই আনেন।
অন্যদিকে পুরুষেরা লাফ দিয়ে ট্রেনে উঠতে পারলেও বেশি বেগ পেতে হয় নারী ও বয়স্ক যাত্রীদের। প্রায় সময়ই ট্রেনে উঠতে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটছে।
জামালগঞ্জ রেলস্টেশনে গতকাল গিয়ে দেখা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর আন্তনগর ট্রেনটি যাত্রাবিরতির জন্য জামালগঞ্জ রেলস্টেশনে দাঁড়ায়। ওই সময় ট্রেন থেকে কেউ ঝুলে, কেউবা আবার লাফ দিয়ে নামছেন। কেউ ট্রেনে উঠতে সহযোগিতা করছেন।
আক্কেলপুর রেলস্টেশন মাস্টার কার্যালয় সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের পর থেকে স্টেশনে সকিনা, শ্যাটল, অমনুরা, কলেজ ট্রেন এবং থার্টিন আপ নামে লোকাল ট্রেন যাত্রাবিরতির জন্য দাঁড়াত। বর্তমানে লোকবলসংকটে একটি তিতুমীর আন্তনগর ও একটি রকেট মেইল ও উত্তরা নামে লোকাল ট্রেন চালু রয়েছে। স্টেশনটিতে এই তিনটি ট্রেন এখন যাত্রাবিরতির জন্য দাঁড়ায়। তবে স্টেশনে লোকবলসংকটে প্ল্যাটফর্মের ১ নম্বর লাইনটি এখন আর ব্যবহার করা হয় না। তাই ট্রেন তিনটি কোনো সিগন্যাল ছাড়ায় ২ নম্বর লাইনে দাঁড়ায়। আবার সেখান থেকে চলে যায়। ট্রেনে যাত্রী ওঠা-নামা করার জন্য প্ল্যাটফর্ম না থাকায় উঁচু ট্রেনে ঝুঁকি নিয়ে উঠতে হয় যাত্রীদের।
স্থানীয় বাসিন্দা জুলেখা বেগম বলেন, ‘দীর্ঘদিন থেকে দেখে আসছি, স্টেশনে লোকবল না থাকায় প্ল্যাটফর্মের ১ নম্বর লাইন দিয়ে কোনো ট্রেন চলাচল করে না। তিনটি ট্রেন ২ নম্বর রেললাইনে দাঁড়ায়। স্টেশনের আশপাশের লোকেরা মহিলা ও বৃদ্ধ মানুষকে ট্রেনে উঠতে বাড়ি থেকে মই এনে ট্রেনে উঠতে হয়। প্ল্যাটফর্ম দূরে থাকায় অনেক যাত্রী ট্রেনে ওঠা ও নামার সময় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটে।’
যাত্রী সামিউল ইসলাম বলেন, ‘স্টেশনে প্ল্যাটফর্ম দূরে থাকায় ঝুঁকি নিয়ে ওঠা-নামা করতে হয় আমাদের। সবচেয়ে বিপাকে পড়েন বৃদ্ধ ও নারীরা।’ তাই দ্রুত এই স্টেশনে প্ল্যাটফর্ম করার দাবি জানান তিনি।
রবিউল ইসলাম বলেন, ‘মাটি থেকে ট্রেন অনেক উঁচুতে থাকে। ছেলেরা লাফিয়ে উঠতে পারলেও মেয়েদের বেলায় অনেক সমস্যায় পড়তে হয়। দ্রুত স্টেশনটির কাছে প্ল্যাটফর্মের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।’
জামালগঞ্জ রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার (এসএম গ্রেড-৪) হাসিবুল হাসান বলেন, ‘প্ল্যাটফর্ম কাছাকাছি না থাকায় শিক্ষার্থীসহ নারীরা ট্রেনে উঠতে পারেন না। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। পাশের জেলায় সোমপুর বদ্ধবিহার রয়েছে। প্ল্যাটফর্ম কাছাকাছি না থাকায় অনেক পর্যটন ট্রেন থেকে নামেন না। এ কারণে যাত্রীসংখ্যা কমেছে। সরকার রাজস্ব হারাচ্ছে। আমরা বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি স্টেশনটিতে প্ল্যাটফর্ম তৈরি করার জন্য।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে