ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছার পুরন্দরপুরের ‘দুঃখ’ কৈখালী বিলের জলাবদ্ধতা নিরসনে সেখানে সরকারিভাবে খাল খননের সুপারিশ করেছে তদন্ত কমিটি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসানের দপ্তরে গদখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়ুব আলী এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।
গতকাল রোববার কাজী নাজিব হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
সমস্যার সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবে) চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক।
বছর দশেক আগেও রবিশস্য ফলত কৈখালী মাঠে। কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় এক দশক ধরে ২০০ বিঘা জমি জলমগ্ন অবস্থায় পড়ে আছে। কোনো ফসল ফলছে না এখানে। দীর্ঘদিন জলাবদ্ধ থাকায় ফসলের মাঠটি এখন বিল হিসেবে পরিচিত এলাকাবাসীর কাছে। এখানের দুই শতাধিক কৃষক এই জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ নিয়ে গত ২৫ নভেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘সোনা ফলা মাঠ এখন জলাভূমি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে সমস্যার প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাবুবুল হক বরাবর আবেদন করেন।
বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসান সরেজমিন তদন্ত করে প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তা আয়ুব আলীকে দায়িত্ব দেন।
ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কৈখালী বিলটি সরকারি নয়, ব্যক্তিমালিকানাধীন। এসব নিচু জমির পানি পুরন্দরপুর মৌজার পশ্চিম পাশে সরকারি রাস্তাসংলগ্ন খাল দিয়ে কপোতাক্ষ নদে প্রবাহিত হতো। ফলে সে সময় বর্ষা মৌসুমে যথাসময়ে কৈখালী বিলের পানি নদে যাওয়ায় এখানে রবিশস্য ফলানো সম্ভব হতো। কিন্তু খালের মধ্যবর্তী নিচু জমিতে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নওশের আলীর ছেলে পুকুর খনন করায় খালের পানি যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। ফলে জলাবদ্ধতায় ফসল ফলাতে পারেন না কৃষকেরা।
যশোরের ঝিকরগাছার পুরন্দরপুরের ‘দুঃখ’ কৈখালী বিলের জলাবদ্ধতা নিরসনে সেখানে সরকারিভাবে খাল খননের সুপারিশ করেছে তদন্ত কমিটি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসানের দপ্তরে গদখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়ুব আলী এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।
গতকাল রোববার কাজী নাজিব হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
সমস্যার সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবে) চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক।
বছর দশেক আগেও রবিশস্য ফলত কৈখালী মাঠে। কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় এক দশক ধরে ২০০ বিঘা জমি জলমগ্ন অবস্থায় পড়ে আছে। কোনো ফসল ফলছে না এখানে। দীর্ঘদিন জলাবদ্ধ থাকায় ফসলের মাঠটি এখন বিল হিসেবে পরিচিত এলাকাবাসীর কাছে। এখানের দুই শতাধিক কৃষক এই জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ নিয়ে গত ২৫ নভেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘সোনা ফলা মাঠ এখন জলাভূমি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে সমস্যার প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাবুবুল হক বরাবর আবেদন করেন।
বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসান সরেজমিন তদন্ত করে প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তা আয়ুব আলীকে দায়িত্ব দেন।
ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কৈখালী বিলটি সরকারি নয়, ব্যক্তিমালিকানাধীন। এসব নিচু জমির পানি পুরন্দরপুর মৌজার পশ্চিম পাশে সরকারি রাস্তাসংলগ্ন খাল দিয়ে কপোতাক্ষ নদে প্রবাহিত হতো। ফলে সে সময় বর্ষা মৌসুমে যথাসময়ে কৈখালী বিলের পানি নদে যাওয়ায় এখানে রবিশস্য ফলানো সম্ভব হতো। কিন্তু খালের মধ্যবর্তী নিচু জমিতে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নওশের আলীর ছেলে পুকুর খনন করায় খালের পানি যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। ফলে জলাবদ্ধতায় ফসল ফলাতে পারেন না কৃষকেরা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে