দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে বিএনপিতে চাঞ্চল্য

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০৮: ০২
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৫

দীর্ঘ পাঁচ বছর পর তৃণমূলে সাংগঠনিক গতি ফেরাতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিন ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি ৪ ইউপিতে ৫১ সদস্যের ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আজ ১৪ ডিসেম্বর বাটনাতলী, ১৭ ডিসেম্বর যোগ্যাছোলা, ১৯ ডিসেম্বর তিনটহরী ও ২০ ডিসেম্বর মানিকছড়ি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন ঘিরে বিএনপিতে ফিরেছে প্রাণচাঞ্চল্য।

জানা গেছে, ২০১৬ সালের পর মানিকছড়িতে বিএনপির তৃণমূলে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ৪ ইউপির মধ্যে সদরে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সিনিয়র সহসভাপতি, সম্পাদক ও সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন। অপর তিন ইউনিয়নে গুরুত্বপূর্ণ পদগুলোতে একাধিক প্রার্থী হওয়ায় ভোটাভুটিতে যেতে হয়েছে দলকে।

উপজেলা বিএনপির সহসভাপতি মো. মুজিবুল হক বাহার আজকের পত্রিকাকে জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ইতিমধ্যে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে অসংখ্য মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

বিক্রীত মনোনয়নপত্র অনুযায়ী বাটনাতলীতে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে সভাপতি পদে ৩, সিনিয়র সহসভাপতি পদে ২, সম্পাদক পদে ২, সাংগঠনিক পদে ৩টি। যোগ্যাছোলা ইউপিতে সভাপতি পদে ৩, সিনিয়র সহসভাপতি পদে ২, সম্পাদক পদে ২, সাংগঠনিক পদে ২টি। তিনটহরী ইউপিতে সভাপতি পদে ২, সিনিয়র সহসভাপতি পদে ২, সম্পাদক পদে ২, সাংগঠনিক পদে ২ জন মনোনয়ন ফরম নিয়েছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, নানা কারণে বিএনপি তৃণমূলে সুসংহত হতে বাধাগ্রস্ত হচ্ছে। ঝিমিয়ে পড়ায় দল গোছানোর উদ্দেশ্যে ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলন শুরু হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত