বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলুর বাজারে ধস নেমেছে। ১৫ দিনের ব্যবধানে প্রতি কেজিতে ১২ টাকা থেকে দাম কমে ৫ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ২০ হাজার টাকা লোকসান হচ্ছে চাষিদের।
তিন মণ আলুর বর্তমান বাজার মূল্য ৬০০ টাকা। আর বাজারে গরুর মাংসের কেজি ৫৫০ টাকা। খেত থেকে ৩ মণ আলু তোলার পর বাজারে বিক্রি করে মজুরি ও গাড়ি ভাড়া দেওয়ার পর অবশিষ্ট টাকা দিয়ে ১ কেজি মাংস পাওয়া যাচ্ছে।
গতকাল বুধবার সকালে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে ৩ মণ আলু বিক্রি করে বড়বাড়ী ইউনিয়নের ধনিবস্তী গ্রামের আলু চাষি আবুল কাসেম ১ কেজি মাংস কিনেছেন। তিনি জানান, আলুর দাম এত কম যে,১ কেজি গরুর মাংস কিনতে ৩ মণ আলু বিক্রি করতে হচ্ছে। অথচ গেল বছর এমন সময়ে আলু বাজারে বিক্রি হচ্ছিল ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। এমন বাজার দর থাকলে আগামীতে আলু চাষে বিমুখ হবে কৃষক, এমনটাই মনে করেন তিনি।
উপজেলার বড়বাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলু চাষি সামশুল আলম জানান, চার বিঘা জমিতে ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে আলু উৎপাদন করেছেন। ৫ টাকা কেজি আলু দাম দেখে তিনি এখন পর্যন্ত কোনো আলু তোলেননি। এমন দামে আলু বিক্রি করার চেয়ে গরুকে খাওয়ানো অনেক ভালো বলে মনে করছেন তিনি। কারণ বাজারে গরুর খাবারের মূল্যও বেশি।
গত সোমবার একই গ্রামের আলু চাষি আব্দুল জব্বার ২৫ শতক জমিতে ৫০ বস্তা আলু তুলে বাজারে বিক্রি করেছেন ৫টা কেজি দরে। ৫০ বস্তা আলুর দাম পেয়েছেন ১৫ হাজার টাকা। অথচ সেই আলু উৎপাদনে খরচ হয়েছে ৩৪ হাজার টাকা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি বছর উপজেলায় ৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উৎপাদন হয়েছে ৪ হাজার হেক্টর জমিতে। যা গেল বছরের তুলনায় প্রায় ৫০০ হেক্টর বেশি।
আলু ব্যবসায়ী দুলাল চৌধুরী আজকের পত্রিকাকে জানান, গতকাল বুধবার ৫ দশমিক ২৫ পয়সা কেজি দরে আলু কিনেছেন ৮ গাড়ি। গত এক সপ্তাহ ধরে ৫ থেকে ৬ টাকা কেজি দরে আলু কিনছেন তাঁরা।
বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, আলুর ফলন ভালো হয়েছে। চলতি বছর আলুর উৎপাদন বেড়েছে। অসময়ে বৃষ্টি এবং সব আলু একসঙ্গে বাজারে আসায় দাম কিছুটা কম।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলুর বাজারে ধস নেমেছে। ১৫ দিনের ব্যবধানে প্রতি কেজিতে ১২ টাকা থেকে দাম কমে ৫ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ২০ হাজার টাকা লোকসান হচ্ছে চাষিদের।
তিন মণ আলুর বর্তমান বাজার মূল্য ৬০০ টাকা। আর বাজারে গরুর মাংসের কেজি ৫৫০ টাকা। খেত থেকে ৩ মণ আলু তোলার পর বাজারে বিক্রি করে মজুরি ও গাড়ি ভাড়া দেওয়ার পর অবশিষ্ট টাকা দিয়ে ১ কেজি মাংস পাওয়া যাচ্ছে।
গতকাল বুধবার সকালে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে ৩ মণ আলু বিক্রি করে বড়বাড়ী ইউনিয়নের ধনিবস্তী গ্রামের আলু চাষি আবুল কাসেম ১ কেজি মাংস কিনেছেন। তিনি জানান, আলুর দাম এত কম যে,১ কেজি গরুর মাংস কিনতে ৩ মণ আলু বিক্রি করতে হচ্ছে। অথচ গেল বছর এমন সময়ে আলু বাজারে বিক্রি হচ্ছিল ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। এমন বাজার দর থাকলে আগামীতে আলু চাষে বিমুখ হবে কৃষক, এমনটাই মনে করেন তিনি।
উপজেলার বড়বাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলু চাষি সামশুল আলম জানান, চার বিঘা জমিতে ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে আলু উৎপাদন করেছেন। ৫ টাকা কেজি আলু দাম দেখে তিনি এখন পর্যন্ত কোনো আলু তোলেননি। এমন দামে আলু বিক্রি করার চেয়ে গরুকে খাওয়ানো অনেক ভালো বলে মনে করছেন তিনি। কারণ বাজারে গরুর খাবারের মূল্যও বেশি।
গত সোমবার একই গ্রামের আলু চাষি আব্দুল জব্বার ২৫ শতক জমিতে ৫০ বস্তা আলু তুলে বাজারে বিক্রি করেছেন ৫টা কেজি দরে। ৫০ বস্তা আলুর দাম পেয়েছেন ১৫ হাজার টাকা। অথচ সেই আলু উৎপাদনে খরচ হয়েছে ৩৪ হাজার টাকা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি বছর উপজেলায় ৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও উৎপাদন হয়েছে ৪ হাজার হেক্টর জমিতে। যা গেল বছরের তুলনায় প্রায় ৫০০ হেক্টর বেশি।
আলু ব্যবসায়ী দুলাল চৌধুরী আজকের পত্রিকাকে জানান, গতকাল বুধবার ৫ দশমিক ২৫ পয়সা কেজি দরে আলু কিনেছেন ৮ গাড়ি। গত এক সপ্তাহ ধরে ৫ থেকে ৬ টাকা কেজি দরে আলু কিনছেন তাঁরা।
বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, আলুর ফলন ভালো হয়েছে। চলতি বছর আলুর উৎপাদন বেড়েছে। অসময়ে বৃষ্টি এবং সব আলু একসঙ্গে বাজারে আসায় দাম কিছুটা কম।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে