ইমতিয়াজ আহমেদ, শিবচর (মাদারীপুর)
ছয়বারের এমপি তিনি। এর মধ্যে ১৯৯১ সাল থেকে টানা পাঁচবার। নূর-ই-আলম চৌধুরী লিটনের কারণেই ৩১ বছর ধরে শিবচর নিয়ে তেমন ভাবতে হয়নি আওয়ামী লীগকে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা জাতীয় সংসদের চিফ হুইপ লিটনকে সামনে রেখেই আগামী জাতীয় নির্বাচনের দল সাজাচ্ছে আওয়ামী লীগ। আর মতভেদের কারণে এখনো দল গোছাতে পারেনি বিএনপি। বাকি দলগুলোকে মাঠেই দেখা যাচ্ছে না।
পদ্মা-আড়িয়াল খাঁ বিধৌত জনপদ শিবচর। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদাভাই) হাত ধরেই এ এলাকায় সাধারণ মানুষের মধ্যে আওয়ামী চেতনা তৈরি হয়। নির্বাচনেও এর প্রভাব পড়ে। এ পর্যন্ত আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ১৯৯১ সালে জাতীয় পার্টি এবং এর পর থেকে এখন পর্যন্ত বিএনপি। তবে বিপুল ভোটের ব্যবধানেই আওয়ামী লীগের কাছে বরাবর পরাজিত হয়েছে তারা।
বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত শিবচরে ইতিপূর্বে জাতীয়ভাবে যে দলই সরকার গঠন করেছে, সব সময় আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, আসনটিতে আওয়ামী লীগের বিকল্প হিসেবে ভোটাররা অন্য কোনো দলকে ভাবতে পারেন না। শিবচরের উন্নয়নের দিক বিবেচনায় দলটির কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
আওয়ামী লীগ থেকে একমাত্র নূর-ই-আলম চৌধুরী লিটনই মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন একাধিক নেতা। বিএনপি এখনো নির্বাচন নিয়ে তেমন তৎপর না হলেও আলোচনায় আছেন বেশ কয়েকজন নেতা। দলীয় মনোনয়ন চাইতে পারেন গত নির্বাচনে অংশ নেওয়া সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, আবু জাফর চৌধুরী ও চৌধুরী নাদিরা আক্তার। জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন চাইতে পারেন মো. জহিরুল ইসলাম মিন্টু।
নূর-ই-আলম চৌধুরী লিটনকে ঘিরেই শিবচর আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে পদ-পদবি নিয়ে কোনো মতবিরোধ নেই। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে দলের জন্য সবাই একত্র হয়ে কাজ করছেন বলে উপজেলা আওয়ামী লীগ সূত্র জানিয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম বলেন, একসময় শিবচরে সরকারি কর্মকর্তারা কেউ আসতে চাইতেন না। রাস্তাঘাট ছিল না। এখন শিবচরে এলেই চোখ জুড়িয়ে যায়।
অন্যদিকে শিবচর উপজেলা বিএনপিতে মতপার্থক্য প্রবলভাবে বিদ্যমান। বেশ কয়েকজন নেতা নিজস্ব মতানুযায়ী দলীয় কর্মসূচি পালন করে থাকেন। মতপার্থক্য থাকার কারণে উপজেলা পর্যায়ে দলটি সুসংগঠিত হতে পারছে না। সম্প্রতি জাতীয় সম্মেলন ঘিরে চাঙা হতে চেষ্টা করছে শিবচর উপজেলা বিএনপি।
তবে দীর্ঘ ছয় বছরেও উপজেলা বিএনপির কোনো কমিটি গঠিত হয়নি। একাধিক ভাগে ভাগ হয়ে দলীয় নানা কর্মসূচি পালনের চেষ্টা করছেন নেতারা। উপজেলায় দলের এই অবস্থা থেকে বের হয়ে এসে আগামী নির্বাচন সামনে রেখে কর্মী-সমর্থকদের নিয়ে কাজ করার প্রত্যাশা একাধিক বিএনপি নেতার।
মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের পরেই বিএনপির অবস্থান। দীর্ঘ ছয় বছর ধরে কমিটিবিহীন উপজেলা বিএনপিতে সভাপতি পদের প্রত্যাশী হিসেবে নাম শোনা যাচ্ছে কমপক্ষে পাঁচজনের। তাঁরাই দলীয় কর্মসূচিসহ বিভিন্ন সময় বিএনপির কর্মসূচি-মিটিং-দিবস উদ্যাপন ভিন্ন ভিন্নভাবে করে থাকেন। প্রত্যেকেরই আলাদা করে কর্মী-সমর্থক রয়েছে।
জানতে চাইলে গত সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপির প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন, ‘উপজেলা বিএনপিসহ সব অঙ্গসংগঠনের কমিটি গঠন খুবই জরুরি। আমরা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছি।’
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা চৌধুরী মিঠুর সহধর্মিণী চৌধুরী নাদিরা আক্তার বলেন, ‘আমি ছয় বছর ধরে কাজ করে যাচ্ছি। তবে উপজেলায় দীর্ঘদিন ধরে বিএনপির কোনো কমিটি নেই। তৃণমূলেও কোনো কমিটি নেই। কমিটি গঠন হলে সবাই একত্র হয়ে কাজ করা যেত।’
জাতীয় পার্টি থেকে গত নির্বাচনে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং মাদারীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মিন্টু। আগামী নির্বাচনেও তিনি এ আসনে নির্বাচনে অংশ নেবেন বলে জানান। জহিরুল ইসলাম মিন্টু বলেন, সবকিছু দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
ছয়বারের এমপি তিনি। এর মধ্যে ১৯৯১ সাল থেকে টানা পাঁচবার। নূর-ই-আলম চৌধুরী লিটনের কারণেই ৩১ বছর ধরে শিবচর নিয়ে তেমন ভাবতে হয়নি আওয়ামী লীগকে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা জাতীয় সংসদের চিফ হুইপ লিটনকে সামনে রেখেই আগামী জাতীয় নির্বাচনের দল সাজাচ্ছে আওয়ামী লীগ। আর মতভেদের কারণে এখনো দল গোছাতে পারেনি বিএনপি। বাকি দলগুলোকে মাঠেই দেখা যাচ্ছে না।
পদ্মা-আড়িয়াল খাঁ বিধৌত জনপদ শিবচর। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদাভাই) হাত ধরেই এ এলাকায় সাধারণ মানুষের মধ্যে আওয়ামী চেতনা তৈরি হয়। নির্বাচনেও এর প্রভাব পড়ে। এ পর্যন্ত আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ১৯৯১ সালে জাতীয় পার্টি এবং এর পর থেকে এখন পর্যন্ত বিএনপি। তবে বিপুল ভোটের ব্যবধানেই আওয়ামী লীগের কাছে বরাবর পরাজিত হয়েছে তারা।
বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত শিবচরে ইতিপূর্বে জাতীয়ভাবে যে দলই সরকার গঠন করেছে, সব সময় আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, আসনটিতে আওয়ামী লীগের বিকল্প হিসেবে ভোটাররা অন্য কোনো দলকে ভাবতে পারেন না। শিবচরের উন্নয়নের দিক বিবেচনায় দলটির কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
আওয়ামী লীগ থেকে একমাত্র নূর-ই-আলম চৌধুরী লিটনই মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন একাধিক নেতা। বিএনপি এখনো নির্বাচন নিয়ে তেমন তৎপর না হলেও আলোচনায় আছেন বেশ কয়েকজন নেতা। দলীয় মনোনয়ন চাইতে পারেন গত নির্বাচনে অংশ নেওয়া সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, আবু জাফর চৌধুরী ও চৌধুরী নাদিরা আক্তার। জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন চাইতে পারেন মো. জহিরুল ইসলাম মিন্টু।
নূর-ই-আলম চৌধুরী লিটনকে ঘিরেই শিবচর আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে পদ-পদবি নিয়ে কোনো মতবিরোধ নেই। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে দলের জন্য সবাই একত্র হয়ে কাজ করছেন বলে উপজেলা আওয়ামী লীগ সূত্র জানিয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম বলেন, একসময় শিবচরে সরকারি কর্মকর্তারা কেউ আসতে চাইতেন না। রাস্তাঘাট ছিল না। এখন শিবচরে এলেই চোখ জুড়িয়ে যায়।
অন্যদিকে শিবচর উপজেলা বিএনপিতে মতপার্থক্য প্রবলভাবে বিদ্যমান। বেশ কয়েকজন নেতা নিজস্ব মতানুযায়ী দলীয় কর্মসূচি পালন করে থাকেন। মতপার্থক্য থাকার কারণে উপজেলা পর্যায়ে দলটি সুসংগঠিত হতে পারছে না। সম্প্রতি জাতীয় সম্মেলন ঘিরে চাঙা হতে চেষ্টা করছে শিবচর উপজেলা বিএনপি।
তবে দীর্ঘ ছয় বছরেও উপজেলা বিএনপির কোনো কমিটি গঠিত হয়নি। একাধিক ভাগে ভাগ হয়ে দলীয় নানা কর্মসূচি পালনের চেষ্টা করছেন নেতারা। উপজেলায় দলের এই অবস্থা থেকে বের হয়ে এসে আগামী নির্বাচন সামনে রেখে কর্মী-সমর্থকদের নিয়ে কাজ করার প্রত্যাশা একাধিক বিএনপি নেতার।
মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের পরেই বিএনপির অবস্থান। দীর্ঘ ছয় বছর ধরে কমিটিবিহীন উপজেলা বিএনপিতে সভাপতি পদের প্রত্যাশী হিসেবে নাম শোনা যাচ্ছে কমপক্ষে পাঁচজনের। তাঁরাই দলীয় কর্মসূচিসহ বিভিন্ন সময় বিএনপির কর্মসূচি-মিটিং-দিবস উদ্যাপন ভিন্ন ভিন্নভাবে করে থাকেন। প্রত্যেকেরই আলাদা করে কর্মী-সমর্থক রয়েছে।
জানতে চাইলে গত সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপির প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন, ‘উপজেলা বিএনপিসহ সব অঙ্গসংগঠনের কমিটি গঠন খুবই জরুরি। আমরা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছি।’
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা চৌধুরী মিঠুর সহধর্মিণী চৌধুরী নাদিরা আক্তার বলেন, ‘আমি ছয় বছর ধরে কাজ করে যাচ্ছি। তবে উপজেলায় দীর্ঘদিন ধরে বিএনপির কোনো কমিটি নেই। তৃণমূলেও কোনো কমিটি নেই। কমিটি গঠন হলে সবাই একত্র হয়ে কাজ করা যেত।’
জাতীয় পার্টি থেকে গত নির্বাচনে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং মাদারীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মিন্টু। আগামী নির্বাচনেও তিনি এ আসনে নির্বাচনে অংশ নেবেন বলে জানান। জহিরুল ইসলাম মিন্টু বলেন, সবকিছু দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে