হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের হয়ে লড়াই করে জীবন বিসর্জন দিয়েছেন মানিকগঞ্জের হরিরামপুরের মাহফুজুর রহমান। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, বীরত্ব প্রদর্শন এবং সাহসিকতার জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন সরকার তাঁকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। তবে এ মহান বীরের নামে নিজ উপজেলায় নেই কোনো স্মৃতিস্তম্ভ।
হরিরামপুরের সচেতন মহল মাহফুজুর রহমানের নামে উপজেলায় স্মৃতিস্তম্ভ করার দাবি করেছে। অনেকে আবার মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীর ওপর নির্মিত বালিরটেক সেতুর নামকরণ তাঁর নামে করার দাবি করেছেন। কেউ কেউ আবার হরিরামপুরের পিপুলিয়ায় মাহফুজুর রহমানের বাড়িতে একটি স্মৃতি পাঠাগার করার দাবি করেছেন।
স্থানীয় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও মাহফুজুর রহমানের পরিবার সূত্রে জানা যায়, হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মাহফুজুর রহমান। বাবা মৃত জিয়াউল হক, মা মৃত শামছুন্নাহার খানম। চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ১৯৭১ সালের ১৩ অক্টোবর হরিরামপুরের লেছড়াগঞ্জের হরিণা যুদ্ধের রণাঙ্গনে গুরুতর আহত হন মাহফুজুর রহমান। ১৬ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।
মাহফুজুর রহমানের ছোট বোন শামীমা বেগম বলেন, ‘এই দেশের জন্য আমার ভাই জীবন দিয়েছেন। স্বাধীনতার এত বছর পার হয়ে গেল কিন্তু এই বাড়িটির আর কেউ খোঁজখবর রাখে না। মনে হয় আমার ভাইয়ের কথাও মানুষ ভুলে গেছে।’
হরিরামপুরের সন্তান, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৈয়বুল আজহার বলেন, ‘হরিরামপুরের মুক্তিযুদ্ধের ইতিহাসে মাহফুজুর রহমান অনন্য একটি নাম। স্বাধীন বাংলাদেশে বিশেষ করে হরিরামপুরে তাঁর আত্মত্যাগকে সম্মান জানিয়ে অদ্যাবধি কোনো স্মৃতিস্তম্ভ আমরা নির্মাণ করতে পারিনি।’
হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হাসান ইমাম বাবু বলেন, ‘বালিরটেক কালীগঙ্গা নদীর ওপর যে সেতুটি হয়েছে, সেটি মাহফুজের নামে নামকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাই।’
মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন বলেন, ‘আমি আর মাহফুজ একসঙ্গে যুদ্ধ করেছি। আমাদের একসঙ্গে অনেক স্মৃতি রয়েছে। শিগগির জেলা পরিষদের পক্ষ থেকে মাহফুজের নামে হরিরামপুরে স্মৃতিস্তম্ভ করা হবে।’
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের হয়ে লড়াই করে জীবন বিসর্জন দিয়েছেন মানিকগঞ্জের হরিরামপুরের মাহফুজুর রহমান। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, বীরত্ব প্রদর্শন এবং সাহসিকতার জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন সরকার তাঁকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। তবে এ মহান বীরের নামে নিজ উপজেলায় নেই কোনো স্মৃতিস্তম্ভ।
হরিরামপুরের সচেতন মহল মাহফুজুর রহমানের নামে উপজেলায় স্মৃতিস্তম্ভ করার দাবি করেছে। অনেকে আবার মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীর ওপর নির্মিত বালিরটেক সেতুর নামকরণ তাঁর নামে করার দাবি করেছেন। কেউ কেউ আবার হরিরামপুরের পিপুলিয়ায় মাহফুজুর রহমানের বাড়িতে একটি স্মৃতি পাঠাগার করার দাবি করেছেন।
স্থানীয় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও মাহফুজুর রহমানের পরিবার সূত্রে জানা যায়, হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মাহফুজুর রহমান। বাবা মৃত জিয়াউল হক, মা মৃত শামছুন্নাহার খানম। চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ১৯৭১ সালের ১৩ অক্টোবর হরিরামপুরের লেছড়াগঞ্জের হরিণা যুদ্ধের রণাঙ্গনে গুরুতর আহত হন মাহফুজুর রহমান। ১৬ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।
মাহফুজুর রহমানের ছোট বোন শামীমা বেগম বলেন, ‘এই দেশের জন্য আমার ভাই জীবন দিয়েছেন। স্বাধীনতার এত বছর পার হয়ে গেল কিন্তু এই বাড়িটির আর কেউ খোঁজখবর রাখে না। মনে হয় আমার ভাইয়ের কথাও মানুষ ভুলে গেছে।’
হরিরামপুরের সন্তান, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৈয়বুল আজহার বলেন, ‘হরিরামপুরের মুক্তিযুদ্ধের ইতিহাসে মাহফুজুর রহমান অনন্য একটি নাম। স্বাধীন বাংলাদেশে বিশেষ করে হরিরামপুরে তাঁর আত্মত্যাগকে সম্মান জানিয়ে অদ্যাবধি কোনো স্মৃতিস্তম্ভ আমরা নির্মাণ করতে পারিনি।’
হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হাসান ইমাম বাবু বলেন, ‘বালিরটেক কালীগঙ্গা নদীর ওপর যে সেতুটি হয়েছে, সেটি মাহফুজের নামে নামকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাই।’
মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন বলেন, ‘আমি আর মাহফুজ একসঙ্গে যুদ্ধ করেছি। আমাদের একসঙ্গে অনেক স্মৃতি রয়েছে। শিগগির জেলা পরিষদের পক্ষ থেকে মাহফুজের নামে হরিরামপুরে স্মৃতিস্তম্ভ করা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে