চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান। চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বরদার হাট সেতুর কাছে ৬৩ নম্বর আয়শাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩টি আধাপাকা ভবনে ফাটল ধরেছে। খসে পড়ছে ভবনের পলেস্তারা। ক্লাসে পাঠদান চলাকালে পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থীরা আতঙ্কে থাকে বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকেরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার ৬৩ নম্বর আয়শাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ে ১৯৯০ সালে চার কক্ষের একটি আধা পাকা ও ২০০০ সালে চার কক্ষের এক তলা একটি ভবন, ২০০৫ সালে দুই কক্ষের প্রাথমিক বিদ্যালয় কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে ভবনটি নির্মাণ করা হয়। এই বিদ্যালয়ে প্রায় ৭১৮ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টিতে প্রাক প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪৮৫ জন ও ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ২৩৩ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টিতে ২০১৪ সালে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক সলিম উল্লাহ বলেন, ‘বিদ্যালয় ভবনের ছাদ, পিলার ও বিম ফেটে গেছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা আতঙ্কে থাকে। পর্যাপ্ত বেঞ্চ ও আসবাবপত্র না থাকায় পাশের একটি বিদ্যালয় থেকে পুরোনো বেঞ্চ এনে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করেছি।’ তিনি বলেন, ‘ভবনগুলোকে পরিত্যক্ত ঘোষণার জন্য কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।’
শিক্ষকেরা জানায়, বিদ্যালয়টি সেতুর ঢালে হওয়ায় ট্রাক, ট্রলিসহ বিভিন্ন যানবাহনে দুর্ঘটনার আশঙ্কার মধ্যেই শিক্ষার্থীদের পাঠদান করা হয়।
শিক্ষার্থীদের একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়টি জরাজীর্ণ হওয়া। এ ছাড়া সড়ক ও সেতুর ঢালে হওয়ায় শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে তাঁরা দুর্ঘটনার আশঙ্কায় দুশ্চিন্তায় থাকেন।
চরফ্যাশন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমরা বিদ্যালয়টির নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চাহিদাপত্র পাঠিয়েছি। আশা করি, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন।’
ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান। চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বরদার হাট সেতুর কাছে ৬৩ নম্বর আয়শাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩টি আধাপাকা ভবনে ফাটল ধরেছে। খসে পড়ছে ভবনের পলেস্তারা। ক্লাসে পাঠদান চলাকালে পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থীরা আতঙ্কে থাকে বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকেরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার ৬৩ নম্বর আয়শাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ে ১৯৯০ সালে চার কক্ষের একটি আধা পাকা ও ২০০০ সালে চার কক্ষের এক তলা একটি ভবন, ২০০৫ সালে দুই কক্ষের প্রাথমিক বিদ্যালয় কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে ভবনটি নির্মাণ করা হয়। এই বিদ্যালয়ে প্রায় ৭১৮ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টিতে প্রাক প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪৮৫ জন ও ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ২৩৩ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টিতে ২০১৪ সালে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক সলিম উল্লাহ বলেন, ‘বিদ্যালয় ভবনের ছাদ, পিলার ও বিম ফেটে গেছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা আতঙ্কে থাকে। পর্যাপ্ত বেঞ্চ ও আসবাবপত্র না থাকায় পাশের একটি বিদ্যালয় থেকে পুরোনো বেঞ্চ এনে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করেছি।’ তিনি বলেন, ‘ভবনগুলোকে পরিত্যক্ত ঘোষণার জন্য কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।’
শিক্ষকেরা জানায়, বিদ্যালয়টি সেতুর ঢালে হওয়ায় ট্রাক, ট্রলিসহ বিভিন্ন যানবাহনে দুর্ঘটনার আশঙ্কার মধ্যেই শিক্ষার্থীদের পাঠদান করা হয়।
শিক্ষার্থীদের একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়টি জরাজীর্ণ হওয়া। এ ছাড়া সড়ক ও সেতুর ঢালে হওয়ায় শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে তাঁরা দুর্ঘটনার আশঙ্কায় দুশ্চিন্তায় থাকেন।
চরফ্যাশন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমরা বিদ্যালয়টির নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চাহিদাপত্র পাঠিয়েছি। আশা করি, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে