ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করেছেন যশোরের ঝিকরগাছার অদম্য মেধাবী তামান্না নূরা। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের মাধ্যমে তিনি আবেদন করেন। দুই হাত ও এক পাহীন জন্ম নেওয়া তামান্না উপজেলার বাঁকড়া আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পীর মেয়ে।
তামান্না নূরা বলেন, ‘যেহেতু আমি চলাচলে অক্ষম, তাই উচ্চশিক্ষার জন্য ঢাকায় থাকতে হলে আমার পরিবারের সহায়তার প্রয়োজন। বাবা-মাসহ ছোট ভাই-বোনের ঢাকায় থাকা প্রয়োজন। বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকায় বাবার একটি স্থায়ী আয়ের ব্যবস্থা করতে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করেছি। প্রধানমন্ত্রীর কাছে সব সময় সহযোগিতা কামনা করেছি।’
ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজিব হাসান বলেন, ‘তামান্নার আবেদনপত্র হাতে পেয়েছি। ইতিমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে আবেদনটি ফরোয়ার্ড (স্থানান্তর) করা হয়েছে।’
তামান্না নূরা সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষায় বাঁ পা দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছেন। এর আগে তিনি পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষাতেও ধারাবাহিকভাবে জিপিএ-৫ অর্জন করেন।’
সরাসরি সাক্ষাৎ করাসহ দুটি স্বপ্নের কথা জানিয়ে গত ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন তামান্না নূরা। সেই চিঠির পরিপ্রেক্ষিতে গত সোমবার তামান্নাকে মোবাইল ফোনে কল করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। তামান্নাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করতে বলেন। এরই পরিপ্রেক্ষিতে আবেদন করলেন তামান্না।
গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অদম্য শিক্ষার্থী তামান্না নূরাকে ফোন কল করে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি তাঁকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান।
হুইলচেয়ার উপহার ছাত্রলীগের: এদিকে তামান্না নূরাকে হুইলচেয়ার উপহার দিয়েছে যশোর যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। বুধবার সন্ধ্যায় শহরের তামান্নার ভাড়া বাসায় এই হুইলচেয়ার পৌঁছে দেন তিনি।
তানজীব নওশাদ পল্লব বলেন, তামান্নার যেকোনো সহায়তার বিষয়ে আমরা এগিয়ে আসব। তাঁকে বলেছি, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়েস আহমেদ রিমু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিফাতুজ্জামান রিফাত, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্রনেতা মারুফ হোসেন, রাকিবুল আলম হিরণ প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করেছেন যশোরের ঝিকরগাছার অদম্য মেধাবী তামান্না নূরা। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের মাধ্যমে তিনি আবেদন করেন। দুই হাত ও এক পাহীন জন্ম নেওয়া তামান্না উপজেলার বাঁকড়া আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পীর মেয়ে।
তামান্না নূরা বলেন, ‘যেহেতু আমি চলাচলে অক্ষম, তাই উচ্চশিক্ষার জন্য ঢাকায় থাকতে হলে আমার পরিবারের সহায়তার প্রয়োজন। বাবা-মাসহ ছোট ভাই-বোনের ঢাকায় থাকা প্রয়োজন। বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকায় বাবার একটি স্থায়ী আয়ের ব্যবস্থা করতে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করেছি। প্রধানমন্ত্রীর কাছে সব সময় সহযোগিতা কামনা করেছি।’
ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজিব হাসান বলেন, ‘তামান্নার আবেদনপত্র হাতে পেয়েছি। ইতিমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে আবেদনটি ফরোয়ার্ড (স্থানান্তর) করা হয়েছে।’
তামান্না নূরা সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষায় বাঁ পা দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছেন। এর আগে তিনি পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষাতেও ধারাবাহিকভাবে জিপিএ-৫ অর্জন করেন।’
সরাসরি সাক্ষাৎ করাসহ দুটি স্বপ্নের কথা জানিয়ে গত ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন তামান্না নূরা। সেই চিঠির পরিপ্রেক্ষিতে গত সোমবার তামান্নাকে মোবাইল ফোনে কল করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। তামান্নাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করতে বলেন। এরই পরিপ্রেক্ষিতে আবেদন করলেন তামান্না।
গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অদম্য শিক্ষার্থী তামান্না নূরাকে ফোন কল করে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি তাঁকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান।
হুইলচেয়ার উপহার ছাত্রলীগের: এদিকে তামান্না নূরাকে হুইলচেয়ার উপহার দিয়েছে যশোর যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। বুধবার সন্ধ্যায় শহরের তামান্নার ভাড়া বাসায় এই হুইলচেয়ার পৌঁছে দেন তিনি।
তানজীব নওশাদ পল্লব বলেন, তামান্নার যেকোনো সহায়তার বিষয়ে আমরা এগিয়ে আসব। তাঁকে বলেছি, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়েস আহমেদ রিমু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিফাতুজ্জামান রিফাত, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্রনেতা মারুফ হোসেন, রাকিবুল আলম হিরণ প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে