তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালার বাজারগুলোতে শাক-সবজি সরবরাহের কোনো কমতি না থাকলেও সেসবের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
তালা বাজারের ব্যবসায়ী সুমন আহম্মেদ, আলতাফ হোসেন, শেখ মফিজুল ইসলাম, তপন পাল জানান, মনে করেছিলাম শীতের মৌসুমে সবজির দাম কমবে। অথচ এখনো কমেনি। কিছু ব্যবসায়ীদের কারণে সবজি বাজার এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। তাঁদের কাছে আমরা জিম্মি হয়ে আছি।
তালা উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বিভিন্ন প্রকার সবজি উঠেছে। বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ঢেড়শ, বরবটি, কুমড়া, কলাসহ বিভিন্ন প্রকার সবজি। কাঁচা বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও চড়া দামে বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি। প্রতি কেজি ফুলকপি ৪০-৫০ টাকায় কাঁচা পেঁপে ২৫ টাকায়। শিম ৪০ টাকা, বরবটি ৩০ টাকা, ঢ্যাঁড়স ৩০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৩০-৪০ টাকা, টমেটো ৬০-৮০ টাকা, মুলা ২৫-৩০ টাকা, শসা ৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, লাউ ৪০ টাকা, লাল শাক ও সবুজ শাক ২০ টাকা, পালং শাক ৩০ টাকা, পুঁই শাক ২৫ টাকা হচ্ছে। গরুর মাংস কেজি প্রতি ৫৫০ টাকা বিক্রি হচ্ছে। এ ছাড়া খাসি ৭০০-৭৫০ টাকা, প্রতি কেজি রুই আকৃতিভেদে ১৬০-৩০০ টাকা, তেলাপিয়া ৮০-১৬০, সিলভার কার্প ১০০-১৫০ টাকা, দরে বিক্রি হচ্ছে। এদিকে চালের বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে।
বাজারে আসা ক্রেতা কামরুল সরদার বলেন, ‘আমরা মধ্যবিত্ত মানুষ। বাজারের দাম যে পরিমাণ বাড়ছে সেই অনুযায়ী আমাদের পরিমাণমতো বাজার করা সম্ভব হচ্ছে না। বাজার শীতের সবজিতে সয়লাব। কিন্তু সে অনুযায়ী দাম কমেনি। এখন দেখছি আমাদের চাহিদা মেটানো দায় হয়ে পড়েছে।’
মনিরুজ্জামান বলেন, অনেক কিছু কিনতে মনে চাইলেও টাকার কথা চিন্তা করে কিনতে পারি না। প্রতিদিন বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে।’
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘বিভিন্ন সময় সরকারের নির্দেশনা থাকলে আমরা বাজার মনিটরিং করে থাকি। প্রশাসনের পক্ষ থেকে বিক্রেতাদের পণ্যের মূল্য লিখে দোকানে টানিয়ে রাখতে বলা হয়েছে।’
সাতক্ষীরার তালার বাজারগুলোতে শাক-সবজি সরবরাহের কোনো কমতি না থাকলেও সেসবের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
তালা বাজারের ব্যবসায়ী সুমন আহম্মেদ, আলতাফ হোসেন, শেখ মফিজুল ইসলাম, তপন পাল জানান, মনে করেছিলাম শীতের মৌসুমে সবজির দাম কমবে। অথচ এখনো কমেনি। কিছু ব্যবসায়ীদের কারণে সবজি বাজার এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। তাঁদের কাছে আমরা জিম্মি হয়ে আছি।
তালা উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বিভিন্ন প্রকার সবজি উঠেছে। বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ঢেড়শ, বরবটি, কুমড়া, কলাসহ বিভিন্ন প্রকার সবজি। কাঁচা বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও চড়া দামে বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি। প্রতি কেজি ফুলকপি ৪০-৫০ টাকায় কাঁচা পেঁপে ২৫ টাকায়। শিম ৪০ টাকা, বরবটি ৩০ টাকা, ঢ্যাঁড়স ৩০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৩০-৪০ টাকা, টমেটো ৬০-৮০ টাকা, মুলা ২৫-৩০ টাকা, শসা ৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, লাউ ৪০ টাকা, লাল শাক ও সবুজ শাক ২০ টাকা, পালং শাক ৩০ টাকা, পুঁই শাক ২৫ টাকা হচ্ছে। গরুর মাংস কেজি প্রতি ৫৫০ টাকা বিক্রি হচ্ছে। এ ছাড়া খাসি ৭০০-৭৫০ টাকা, প্রতি কেজি রুই আকৃতিভেদে ১৬০-৩০০ টাকা, তেলাপিয়া ৮০-১৬০, সিলভার কার্প ১০০-১৫০ টাকা, দরে বিক্রি হচ্ছে। এদিকে চালের বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে।
বাজারে আসা ক্রেতা কামরুল সরদার বলেন, ‘আমরা মধ্যবিত্ত মানুষ। বাজারের দাম যে পরিমাণ বাড়ছে সেই অনুযায়ী আমাদের পরিমাণমতো বাজার করা সম্ভব হচ্ছে না। বাজার শীতের সবজিতে সয়লাব। কিন্তু সে অনুযায়ী দাম কমেনি। এখন দেখছি আমাদের চাহিদা মেটানো দায় হয়ে পড়েছে।’
মনিরুজ্জামান বলেন, অনেক কিছু কিনতে মনে চাইলেও টাকার কথা চিন্তা করে কিনতে পারি না। প্রতিদিন বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে।’
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘বিভিন্ন সময় সরকারের নির্দেশনা থাকলে আমরা বাজার মনিটরিং করে থাকি। প্রশাসনের পক্ষ থেকে বিক্রেতাদের পণ্যের মূল্য লিখে দোকানে টানিয়ে রাখতে বলা হয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে