মেয়াদ শেষের ৩ বছর পর ছাত্রলীগের কমিটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০৮: ৫৮
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৩: ০৬

মেয়াদ শেষ হওয়ার প্রায় ৩৩ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। গত শনিবার ২৯৫ সদস্যের পূর্ণাঙ্গ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে গত রোববার রাতে কমিটি অনুমোদনের বিষয়টি জানাজানি হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত কমিটিতে তারিখ হিসেবে ৩০ অক্টোবর উল্লেখ করা আছে। তবে পরদিন রোববার সেটি প্রকাশ পায়। কমিটি যখন প্রকাশিত হলো, তখন ছাত্রলীগের কেন্দ্রীয় এ দুই নেতাই দেশের বাইরে অবস্থান করছেন।

২০১৮ সালের ২ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। পরে ওই বছরের ১১ ফেব্রুয়ারি রবিউল হোসেন রুবেলকে সভাপতি ও শাহাদাৎ হোসেন শোভনকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। এ কমিটিতে সুজন দত্ত সিনিয়র সহসভাপতি ও শামীম হোসেনকে সহসভাপতি, মো. মোমিন মিয়া ও নাঈম বিল্লাহকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং শহিদুল ইসলাম রুবেলকে প্রচার সম্পাদক করা হয়।

মোট ১৩ পৃষ্ঠায় কমিটির সদস্যদের নাম উল্লেখ রয়েছে। এর মধ্যে সভাপতি ও সম্পাদক বাদে সহসভাপতি পদে ৯০ জন, যুগ্ম সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন, অন্যান্য সম্পাদক পদে ৩১ জন, বিভিন্ন উপসম্পাদক পদে ১০৫ জন, সহসম্পাদক পদে ২৭ জন, সদস্য রয়েছেন ১৮ জন। কমিটিতে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার বেশ কয়েকজন নেতার নামও রয়েছে।

ঘোষিত ওই ‘ঢাউস’ কমিটিতে বিবাহিত, অছাত্র, মাদকসেবী, নিষ্ক্রিয়রাও রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘আমরা অনেক আগেই কমিটি জমা দিয়েছিলাম। কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটির পালাবাদল, করোনাভাইরাস ও হেফাজত ইসলামের তাণ্ডবসহ বিভিন্ন কারণে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে দেরি হয়েছে। তবে এবারের কমিটিতে নিয়মিত ছাত্রদের রাখা হয়েছে।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এ প্রতিবেদককে বলেন, কেন্দ্রীয়ভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে থাকা কারও বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত