‘স্বাধীনতা ছাড়া বাঁচা যায়, খাবার ছাড়া নয়’

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ০৯: ০৮
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৯: ৫৯

আফগানিস্তানের নানগারহার প্রদেশের বাসিন্দা ৩২ বছর বয়সী গৃহবধূ জাইগুল। তাঁর স্বামী নাসির কাজ করতেন নির্মাণ শ্রমিক হিসেবে, আর জাইগুল করতেন করতেন গৃহকর্মীর কাজ। এভাবেই ঘরে খাবার আসত তাঁদের সাত সন্তানের জন্য। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। তালেবান ক্ষমতায় আসার পর থেকে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হয়েছে দেশটি। ব্যাংকগুলোতে দেখা দিয়েছে নগদ অর্থের সংকট, বেতন পাচ্ছেন না রাষ্ট্রীয় কর্মচারীরাও। আর বেসরকারি কর্মী এবং শ্রমিকদের অবস্থা আরও করুণ।

অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে যাওয়ায় বেকার হয়ে গেছেন জাইগুলের মতো আরও লাখ লাখ আফগান। বর্তমানে সন্তানদের নিয়ে একটি শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া জাইগুল আল জাজিরাকে বলেন, ‘হাতে কোনো অর্থ না থাকা এবং খাবারের অভাবই এখন আমাদের সবচেয়ে বড় সংকট। স্বাধীনতা ছাড়া বাঁচতে পারবেন, কিন্তু আপনার যদি খাওয়ার কিছু না থাকে তাহলে আপনি বাঁচতে পারবেন না।’

জাইগুল আরও বলেন, ‘আমরা কেউই এখন কোনো কাজ পাচ্ছি না। আগে অনেকে (এনজিও) সাহায্য করত, এখন তা-ও বন্ধ হয়ে গেছে। রাস্তায় গিয়ে ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই।’

জাতিসংঘের তথ্য বলছে, আফগানিস্তানে বর্তমানে ২ কোটি ২০ লাখ মানুষ (মোট জনসংখ্যার অর্ধেকের বেশি) তীব্র ক্ষুধার সম্মুখীন।

তালেবানের স্বীকৃতি

তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত আফগান প্রধানমন্ত্রী মোল্লাহ হাসান আখুন্দ। গতকাল কাবুলে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বের সব দেশের সরকার, বিশেষ করে মুসলিম দেশগুলোর কাছে আমার আবেদন, আপনারা আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়া শুরু করুন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত