পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিকেল থেকে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে খেটে খাওয়া আর অসহায় পরিবারের মানুষ বিপাকে পড়েছেন।
জেলা সদর থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সীমান্তবর্তী উপজেলা পাটগ্রাম। এই উপজেলা ভারতের হিমালয়ের কাছে হওয়ায় এখানে শীত অনুভূত হয় বেশি। হিমালয় থেকে এই উপজেলার দূরত্ব ৫৫৯ কিলোমিটার। ফলে বিকেল থেকে হিমেল হাওয়া, কুয়াশা আর ঠান্ডার প্রকোপ অব্যাহতভাবে বাড়তে থাকে। প্রতিদিন বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলে না। দিনের বেলায় স্বল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও রোদের তাপ কম রয়েছে। ঠান্ডায় বৃদ্ধ, শিশু ও গৃহপালিত পশু নিয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে।
পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় গ্রামের বিধবা লিপি খাতুন বলেন, ‘ঠান্ডায় খুব কষ্টে আছি। শীত বস্ত্রের অভাবে রাতে শীত নিবারণ করতে পারছি না। কেউ খবর নেয় না।’
একই উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালীরহাট এলাকার দিনমজুর জরিমুদ্দিন বলেন, ‘খুব ঠান্ডায় বুড়িমারীতে পাথর ভাঙার কাজে যেতে পারছি না। পরিবার নিয়ে বাড়িতে খাবারের সমস্যায় আছি। চারদিকে নির্বাচনের লোকজন যাচ্ছে-আসছে ঠান্ডায় থাকতে পারছি না, খেতে সমস্যা এসব কেউ দেখছে না। শুধু ভোট চাইছে।’
প্রতি সপ্তাহে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগ শ্বাসকষ্ট, সর্দি, কাশি ও শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৩০ থেকে ৩৫ জন ভর্তি হচ্ছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিকেল থেকে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে খেটে খাওয়া আর অসহায় পরিবারের মানুষ বিপাকে পড়েছেন।
জেলা সদর থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সীমান্তবর্তী উপজেলা পাটগ্রাম। এই উপজেলা ভারতের হিমালয়ের কাছে হওয়ায় এখানে শীত অনুভূত হয় বেশি। হিমালয় থেকে এই উপজেলার দূরত্ব ৫৫৯ কিলোমিটার। ফলে বিকেল থেকে হিমেল হাওয়া, কুয়াশা আর ঠান্ডার প্রকোপ অব্যাহতভাবে বাড়তে থাকে। প্রতিদিন বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলে না। দিনের বেলায় স্বল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও রোদের তাপ কম রয়েছে। ঠান্ডায় বৃদ্ধ, শিশু ও গৃহপালিত পশু নিয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে।
পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় গ্রামের বিধবা লিপি খাতুন বলেন, ‘ঠান্ডায় খুব কষ্টে আছি। শীত বস্ত্রের অভাবে রাতে শীত নিবারণ করতে পারছি না। কেউ খবর নেয় না।’
একই উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালীরহাট এলাকার দিনমজুর জরিমুদ্দিন বলেন, ‘খুব ঠান্ডায় বুড়িমারীতে পাথর ভাঙার কাজে যেতে পারছি না। পরিবার নিয়ে বাড়িতে খাবারের সমস্যায় আছি। চারদিকে নির্বাচনের লোকজন যাচ্ছে-আসছে ঠান্ডায় থাকতে পারছি না, খেতে সমস্যা এসব কেউ দেখছে না। শুধু ভোট চাইছে।’
প্রতি সপ্তাহে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগ শ্বাসকষ্ট, সর্দি, কাশি ও শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৩০ থেকে ৩৫ জন ভর্তি হচ্ছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে