বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ১৫ জুন। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ১৪ ইউপির মধ্যে ১৩টিতে বিদ্রোহী প্রার্থী থাকায় দুশ্চিন্তায় পড়েছে আওয়ামী লীগ। বিতর্কিত ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেওয়া এবং দলীয় কোন্দলকে দুষছেন বিদ্রোহী প্রার্থী ও নেতা-কর্মীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচন করলেও বিএনপি দলীয়ভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। তবে দলীয়ভাবে নির্বাচন না করলেও উপজেলার প্রায় সব ইউপিতে বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বলতে গেলে প্রতিদ্বন্দ্বিতামূলক ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে। নিজেদের স্বতন্ত্র প্রার্থী নিয়ে বিএনপি, জামায়াত সুবিধাজনক অবস্থানে থাকলেও দলের বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আওয়ামী লীগ। শেখেরখীল ইউপি ছাড়া বাকি ১৩টি ইউপিতে আওয়ামী লীগের এক থেকে একাধিক বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এই বিদ্রোহী প্রার্থী নিয়েই দুশ্চিন্তায় পড়েছে আওয়ামী লীগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধারণা, বিগত কয়েক বছরে বাঁশখালী উপজেলায় আওয়ামী লীগ নেতাদের কোন্দল জিইয়ে রাখতেই মূলত বিভিন্ন ইউনিয়নে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অনেকে বিদ্রোহ করছেন।
রাজনৈতিক কোন্দলের বাইরে স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার করাই অনেক বিদ্রোহী প্রার্থীর নির্বাচন করার উদ্দেশ্য বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নেতা-কর্মীরা বলছেন, তৃণমূলের জনপ্রিয় অনেকেই মনোনয়নবঞ্চিত হয়েছেন। যার কারণে এই বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। এই ভুলের খেসারত ভোটের দিনে দিতে হতে পারে।
চাম্বল ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক চৌধুরী বলেন, ‘আমরা যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছি, আমরা লিখিত অঙ্গীকার করেছি, দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেব। দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব। কিন্তু মনোনয়ন না পেয়ে দলের সঙ্গে করা সেই অঙ্গীকার ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়া দুঃখজনক।’
ছনুয়া ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘ছনুয়া ইউপির নৌকার প্রার্থীর জনসমর্থন না থাকায় চেয়ারম্যান পদ যেন অন্য দলের কাছে চলে না যায় সে জন্য এলাকার মানুষের সমর্থন নিয়ে আমি স্বতন্ত্র থেকে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি গত নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবারও মানুষের ভালোবাসা নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান হব।’
বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। এরপর বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত ভোটের মাঠে থেকে গেলে দলীয় প্রার্থীদের ভোটে প্রভাব পড়তে পারে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাঁরা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন, তাঁরা যদি ২৬ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করেন, তাঁদের দল থেকে আজীবন বহিষ্কার করা হবে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ১৫ জুন। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ১৪ ইউপির মধ্যে ১৩টিতে বিদ্রোহী প্রার্থী থাকায় দুশ্চিন্তায় পড়েছে আওয়ামী লীগ। বিতর্কিত ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেওয়া এবং দলীয় কোন্দলকে দুষছেন বিদ্রোহী প্রার্থী ও নেতা-কর্মীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচন করলেও বিএনপি দলীয়ভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। তবে দলীয়ভাবে নির্বাচন না করলেও উপজেলার প্রায় সব ইউপিতে বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বলতে গেলে প্রতিদ্বন্দ্বিতামূলক ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে। নিজেদের স্বতন্ত্র প্রার্থী নিয়ে বিএনপি, জামায়াত সুবিধাজনক অবস্থানে থাকলেও দলের বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আওয়ামী লীগ। শেখেরখীল ইউপি ছাড়া বাকি ১৩টি ইউপিতে আওয়ামী লীগের এক থেকে একাধিক বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এই বিদ্রোহী প্রার্থী নিয়েই দুশ্চিন্তায় পড়েছে আওয়ামী লীগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধারণা, বিগত কয়েক বছরে বাঁশখালী উপজেলায় আওয়ামী লীগ নেতাদের কোন্দল জিইয়ে রাখতেই মূলত বিভিন্ন ইউনিয়নে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অনেকে বিদ্রোহ করছেন।
রাজনৈতিক কোন্দলের বাইরে স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার করাই অনেক বিদ্রোহী প্রার্থীর নির্বাচন করার উদ্দেশ্য বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নেতা-কর্মীরা বলছেন, তৃণমূলের জনপ্রিয় অনেকেই মনোনয়নবঞ্চিত হয়েছেন। যার কারণে এই বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। এই ভুলের খেসারত ভোটের দিনে দিতে হতে পারে।
চাম্বল ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক চৌধুরী বলেন, ‘আমরা যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছি, আমরা লিখিত অঙ্গীকার করেছি, দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেব। দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব। কিন্তু মনোনয়ন না পেয়ে দলের সঙ্গে করা সেই অঙ্গীকার ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়া দুঃখজনক।’
ছনুয়া ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘ছনুয়া ইউপির নৌকার প্রার্থীর জনসমর্থন না থাকায় চেয়ারম্যান পদ যেন অন্য দলের কাছে চলে না যায় সে জন্য এলাকার মানুষের সমর্থন নিয়ে আমি স্বতন্ত্র থেকে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি গত নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবারও মানুষের ভালোবাসা নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান হব।’
বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। এরপর বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত ভোটের মাঠে থেকে গেলে দলীয় প্রার্থীদের ভোটে প্রভাব পড়তে পারে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাঁরা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন, তাঁরা যদি ২৬ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করেন, তাঁদের দল থেকে আজীবন বহিষ্কার করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে