পর্দায় ফিরল ‘৮৩’ বিশ্বকাপ

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০৪: ৪৩
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১০: ২৫

ভারত তখন খুবই সাদামাটা দল। বিশ্বকাপ জয় তো দূরের কথা, দলের বেশির ভাগ সদস্যই নিশ্চিত ছিলেন গ্রুপ পর্ব শেষেই বিদায় নিতে হবে। সেই দলের সাত সদস্য ছুটি কাটাতে যুক্তরাষ্ট্র যাওয়ার টিকিটও কেটে রেখেছিলেন। সেই দলই কি না হলো চ্যাম্পিয়ন! ঘটনাটি যেন একাই ঘটিয়েছিলেন কপিল দেব। তাই অনেকেই বলেন, ১৯৮৩ সালের বিশ্বকাপ কপিল দেবের। তাঁর অপরাজিত ১৭৫ রান, তাঁর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সর্বোপরি অধিনায়কত্বের ক্যারিশমায় প্রথম ক্রিকেট বিশ্বকাপ জেতে ভারত। এমন অবিশ্বাস্য জয়ের ঘটনা নিয়ে নির্মিত ছবি ‘৮৩’। ২০১৭ সালে হয় ছবির ঘোষণা। সব মিলিয়ে পাক্কা পাঁচ বছর লাগল ‘৮৩’ মুক্তি পেতে। আজ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ছবিটি। ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, কপিল দেবের চরিত্রে দারুণ অভিনয় করেছেন রণবীর সিং। বাকিরাও ঠিকঠাক। যেমন রোমি দেবের ভূমিকায় দীপিকা পাড়ুকোন, ম্যানেজার মান সিংহের চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী।

এই ছবির জন্য ওজন বাড়িয়েছেন রণবীর। চণ্ডীগড়ে কপিল দেবের বাড়িতে ১০ দিন থেকে তাঁর বিভিন্ন অভ্যাস রপ্ত করার চেষ্টা করেছেন। ব্যাটিং-বোলিংয়ের মৌলিক ধারণা নিতে হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামে ১৫ দিনের ক্যাম্প করেছেন। স্বয়ং কপিল তাই নিজেই রণবীরকে সনদ দিচ্ছেন, ‘রণবীর একটা চরিত্র বটে। বাপ রে বাপ! ওর এত এনার্জি যে দেখলেই ভালো লাগে। সত্যি সত্যি ও যদি ১৯৮৩-এর বিশ্বকাপ দলে আমার ড্রেসিং রুমে থাকত, সামলানো মুশকিল হতো।’

রণবীর বলেছেন, ‘ব্যাটিং স্টাইল ও বডি ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করার চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল কপিল দেবের মতো বোলিং করা। তাঁর বোলিং অ্যাকশনও অদ্ভুত। আমার তাড়াহুড়ো ছিল না, ধীরেসুস্থে আয়ত্ত করেছি।’

তিরাশি সালের সেই জয়ের মধ্যেই যেন লুকিয়ে ছিল ছবির চিত্রনাট্য। পরিচালক কবির খানকে যেটা করতে হয়েছে, খুঁজে বের করতে হয়েছে জয়ের নেপথ্যের ছোট ছোট ঘটনা। প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে মিলিয়ে অভিনয়শিল্পী বাছাই করতে হয়েছে। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং অ্যাকশনও রাখতে হয়েছে হুবহু এক। সেটা শুধু ভারতীয়দের ক্ষেত্রে নয়, রিচার্ডসের চুইংগাম চিবোনো অবজ্ঞা থেকে ক্লাইভের পাথরের মতো মুখ, মার্শাল-হোল্ডিং-গার্নারদের বোলিং অ্যাকশন—পর্দায় সব ফুটিয়ে তুলতে হয়েছে সঠিকভাবে।

তখন মাঠে এক দিকে ক্যামেরা বসানো থাকত। ছবিতে নাকি কবির সেভাবেই রেখেছেন। যে ফন্ট, স্টাইলে টিভি স্ক্রিনে স্কোর আসত, রেখেছেন সেটাও। খুব ছোট ছোট শটে রয়েছে ফাইনালে শ্রীকান্তের স্কয়ার কাট বা সুনীল গাভাস্কারের ক্যাচ ধরে বল পকেটে রেখে দেওয়া। সেমিফাইনালে শেষ দুই বলের নাটক বা ফাইনালে হোল্ডিংকে আউট করে মহিন্দরের ছুট—এসব ঘটনা ছবিটিকে যেন সেই তিরাশি সালেই নিয়ে গেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত