স্যাট নিয়ে যত জিজ্ঞাসা

মুসাররাত আবির
প্রকাশ : ১৫ জুলাই ২০২২, ০৬: ২৮
আপডেট : ১৫ জুলাই ২০২২, ১২: ৪৫

বিদেশে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডার কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে যাঁরা পড়তে যেতে আগ্রহী, স্যাট (SAT) তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ার প্রস্তুতি যাচাই করা হয়। যুক্তরাষ্ট্রের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সঙ্গে স্যাট স্কোর জমা দিতে হয়। এ ছাড়া শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য স্যাট পরীক্ষার স্কোর বেশ কাজে দেয়। স্যাট নিয়ে আরও অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন স্যাটে ১৪০০ স্কোরধারী আয়শা সিদ্দিকা।

প্রশ্ন: স্যাট কী, কেন দেবেন?
উত্তর: স্যাট (SAT = Scholastic Assessment Test)। বিদেশে স্নাতক পড়তে যাওয়ার জন্য স্যাট দিতে হয়। কেবল ভর্তির বিজ্ঞপ্তিতে বলা থাকলেই তখন স্যাট স্কোর জমা দিতে হবে। স্কলারশিপ পাওয়ার জন্যও স্যাট স্কোর গুরুত্বপূর্ণ।

প্রশ্ন: কোথায়, কখন স্যাট টেস্ট হয়?
উত্তর: বাংলাদেশে ৫টি জায়গায় স্যাট পরীক্ষা হয়ে থাকে। এর মধ্যে ৪টি রাজধানী ঢাকায় এবং ১টি চট্টগ্রামে অবস্থিত। সাধারণত মার্চ, মে, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বরে স্যাট পরীক্ষা হয়ে থাকে।

প্রশ্ন: স্যাট দেওয়ার শিক্ষাগত যোগ্যতা ও বয়স কী?
উত্তর: সাধারণত যাঁরা বিদেশে স্নাতক পড়তে চান, তাঁদেরকেই এই পরীক্ষাটা দিতে হয়। সে ক্ষেত্রে আপনি এসএসসির পর বা উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে থাকা অবস্থাতেই স্যাট দিতে পারবেন।

প্রশ্ন: স্যাটে কটি দক্ষতা যাচাই করা হয় এবং কী কী?
উত্তর: মূলত ২টি জিনিস যাচাই করা হয়। ইংরেজি ও গণিত। এর মধ্যে ইংরেজিতে রিডিং ও রাইটিং অংশ থাকে। রিডিংয়ে ৫-৬টা প্যাসেজ থাকে, যা পড়ে ছোট ছোট এমসিকিউর উত্তর দিতে হয়। রাইটিংয়েও প্যাসেজ থাকে, সেখান থেকে গ্রামার ও ইনফরমেশন বেইজড প্রশ্ন থাকে। গণিতে ক্যালকুলেটর ও নন-ক্যালকুলেটর সেকশন আছে। এক জায়গায় এমসিকিউ থাকে, আরেক জায়গায় গ্রিড ইন প্রশ্ন থাকে।

প্রশ্ন: একজন শিক্ষার্থী কবার স্যাট দিতে পারবেন?
উত্তর: যতবার ইচ্ছে ততবার। তবে স্যাট বেশ খরুচে একটা পরীক্ষা। তাই প্রথমবারই ভালোমতো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়া উচিত।

প্রশ্ন: স্যাট কোন বিভাগের জন্য প্রযোজ্য?
উত্তর: স্যাট সায়েন্স, কমার্স ও আর্টসের সবাই দিতে পারেন। স্যাটের বিকল্প এসিটি স্কোর অনেক জায়গায় গ্রহণ করা হয়। এটাও অনেকটা স্যাটের মতোই।

প্রশ্ন: কোন কোন দেশ স্যাট স্কোর নেয়?
উত্তর: যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ আরও অনেক দেশ স্যাট স্কোর গ্রহণ করে। বিশেষ করে স্কলারশিপের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানদণ্ড।

প্রশ্ন: হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার করা যায় কি?
উত্তর: এটা টেস্ট সেন্টারের ওপর নির্ভর করে। সাধারণত অ্যানালগ ঘড়ি ব্যবহার করা যায়। কোনো ধরনের স্মার্টওয়াচ, অ্যালার্ম ঘড়ি ব্যবহার করা যাবে না। আর কোন মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তা প্রতিনিয়ত স্যাটের অফিশিয়াল ওয়েবসাইটে হালনাগাদ করা হয়। তাই পরীক্ষা দেওয়ার আগে সেখানে চোখ বুলিয়ে নিতে হবে।

প্রশ্ন: ফলাফল পেতে কত সময় লাগে?
উত্তর: স্যাটের ফলাফল দিতে সাধারণত এক মাসের মতো সময় লাগে।

প্রশ্ন: কেউ যদি দুবার পরীক্ষা দেয়, সে ক্ষেত্রে কোন স্কোর গণ্য করা হবে?
উত্তর: আপনি যতবার ইচ্ছে ততবার পরীক্ষা দিতে পারবেন। আর কোন স্কোরটা জমা দেবেন সেটা আপনার ওপরই নির্ভর করবে। অর্থাৎ সবচেয়ে বেশি যেবার স্কোর করেছেন, সেটাই পাঠাতে পারবেন।

প্রশ্ন: স্যাটে কীভাবে স্কোর নির্ধারণ করা হয়?
উত্তর: স্যাটে স্কিলবেজড নাম্বারিং করা হয়। একেক প্রশ্নে একেক ধরনের নম্বর থাকে। যেহেতু প্রতিটা প্রশ্নেরই সাব-ক্যাটাগরি রয়েছে। সব প্রশ্নে বরাদ্দকৃত নম্বর এক না।

প্রশ্ন: বিভিন্ন কলেজে আবেদন করার জন্য ন্যূনতম কত স্যাট স্কোর প্রয়োজন?
উত্তর: প্রতিটা বিশ্ববিদ্যালয় ন্যূনতম একটা স্কোর দিয়ে দেয়। সাধারণত প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড বা ৯০ শতাংশ স্কলারশিপ নিয়ে পড়তে চাইলে ১৫০০-এর বেশি স্কোর থাকতে হবে। এ ছাড়া অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় ১৪০০-এর বেশি স্কোর গ্রহণ করে। ১৩০০ দিয়েও আপনি ভালো জায়গায় ভর্তি হতে পারবেন। এটা বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করে।

প্রশ্ন: স্যাটে কোনো বিরতি আছে?
উত্তর: স্যাটের প্রতিটা সেকশনের পরে একটা বিরতি দেয়। এর মাঝে আপনি চাইলে অন্য রুমে বসে খাবার খেতে পারবেন। তবে টেস্ট সেন্টার থেকে আগেই এসব প্রশ্ন জিজ্ঞেস করে নেবেন। কারও যদি কিছু প্রয়োজন হয়, তা যেন ইনভিজিলেটরকে আগেই জানানো হয় ৷

প্রশ্ন: কলম ব্যবহার করা যাবে?
উত্তর: না, শুধু পেনসিল ব্যবহার করতে পারবেন।

প্রশ্ন: স্যাটের আবেদন ফি কত?
উত্তর: সব মিলিয়ে প্রায় ১০১ ডলার। তবে এটা যেহেতু প্রায়শই হালনাগাদ করা হয়, তাই ওয়েবসাইট থেকে সঠিক তথ্য জানতে পারবেন।

প্রশ্ন: কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে?
উত্তর: এর জন্য প্রথমেই স্যাটের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কলেজ বোর্ড অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর নির্দিষ্ট ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরীক্ষার কমপক্ষে এক মাস আগে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনের জন্য যা যা প্রয়োজন:

  • পাসপোর্ট
  • পিপি ছবির ডিজিটাল কপি
  • পাসপোর্ট ছাড়া অন্য কোনো ধরনের শনাক্তকারী পরিচয়পত্র গ্রহণযোগ্য হবে না।

স্যাটের রেজিস্ট্রেশন করার পর প্রত্যেক পরীক্ষার্থীকে একটি করে অ্যাডমিশন টিকিট দেওয়া হবে। এটা পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন করার প্রমাণপত্র। রেজিস্ট্রেশনের পেমেন্ট সম্পন্ন করার পর একটা নতুন পেজ আসবে। এই পেজটি-ই অ্যাডমিশন টিকিট। টিকিটটি প্রিন্ট করে নিতে হবে। অ্যাডমিশন টিকিটের মধ্যে যা যা থাকবে–

  • শিক্ষার্থীর ছবি
  • শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য
  • পরীক্ষার দিন, সময় ও কেন্দ্র
  • শিক্ষার্থীর জন্য নোট
  • সুপারভাইজারের দিকনির্দেশনা

পরীক্ষার দিন পরীক্ষার্থীকে প্রয়োজনীয় আরও কী কী নিয়ে যেতে হবে তাও বলা থাকবে প্রবেশপত্রে।

প্রশ্ন: কী কী বই পড়ব?
উত্তর: অফিশিয়াল স্যাট স্টাডি গাইড, ব্যারন’স, প্রিন্সটন রিভিউ, কাপলান, গ্রুবার’স, ম্যাকগ্র-হিল ইত্যাদি বইয়ের সাহায্য নিয়ে স্যাট পরীক্ষার জন্য নিজেকে তৈরি করা যায়।

অনুলিখন: মুসাররাত আবির

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত