ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
অর্থ আত্মসাতের মামলায় হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা সলিম উল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহারের আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার আদালত পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, সাবেক হেফাজত নেতা সলিম উল্লাহ জামিন নিতে আদালতে হাজির হয়েছিলেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সলিম উল্লাহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব এবং ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বড় মাদ্রাসার সাবেক শিক্ষা পরিচালক। বর্তমানে তিনি উপজেলার নাজিরহাট ফারুকিয়া মাদ্রাসার প্রধান পরিচালক।
আদালত সূত্র জানায়, সলিম উল্লাহর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০১৭ সালে মুহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে মামলা করেন। সে মামলার তদন্ত শেষে গত ৩০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই মামলায় জামিন নিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠান।
মামলার বাদী মো. আসাদুজ্জামান বলেন, মাওলানা সলিম উল্লাহ ২০০৭ সালে নাজিরহাটে এহসান সোসাইটি চালু করেন। এই প্রতিষ্ঠানকে ইসলামি শরিয়াভিত্তিক ও সুদমুক্ত প্রতিষ্ঠান হিসেবে দাবি করে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সুদ না খেয়ে তাঁর প্রতিষ্ঠানে ডিপিএস খোলার জন্য স্থানীয়দের উদ্বুদ্ধ করেন। তিনি আলেম হওয়ায় তাঁর কথায় বিশ্বাস করে সবাই হিসাব খোলেন।
তখন গ্রাহকদের বলা হয়, তাঁদের জমানো টাকা ছয় বছরে দ্বিগুণ বা ইসলামি শরিয়া মোতাবেক কমবেশি হবে। কিন্তু পরবর্তী সময়ে ডিপিএসের মেয়াদ দুই বছর বাড়িয়ে আট বছর করা হয়। তখন শর্ত দেওয়া হয়, মেয়াদপূর্তির আগে কোনো লভ্যাংশ গ্রাহককে দেওয়া হবে না। এভাবে অন্তত আট বছর অর্থ লেনদেন করার পর গ্রাহকদের ডিপিএসের মেয়াদ পূর্ণ হওয়ার শেষ মুহূর্তে তাঁরা গা ঢাকা দেন।
অর্থ আত্মসাতের মামলায় হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা সলিম উল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহারের আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার আদালত পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, সাবেক হেফাজত নেতা সলিম উল্লাহ জামিন নিতে আদালতে হাজির হয়েছিলেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সলিম উল্লাহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব এবং ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বড় মাদ্রাসার সাবেক শিক্ষা পরিচালক। বর্তমানে তিনি উপজেলার নাজিরহাট ফারুকিয়া মাদ্রাসার প্রধান পরিচালক।
আদালত সূত্র জানায়, সলিম উল্লাহর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০১৭ সালে মুহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে মামলা করেন। সে মামলার তদন্ত শেষে গত ৩০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই মামলায় জামিন নিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠান।
মামলার বাদী মো. আসাদুজ্জামান বলেন, মাওলানা সলিম উল্লাহ ২০০৭ সালে নাজিরহাটে এহসান সোসাইটি চালু করেন। এই প্রতিষ্ঠানকে ইসলামি শরিয়াভিত্তিক ও সুদমুক্ত প্রতিষ্ঠান হিসেবে দাবি করে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সুদ না খেয়ে তাঁর প্রতিষ্ঠানে ডিপিএস খোলার জন্য স্থানীয়দের উদ্বুদ্ধ করেন। তিনি আলেম হওয়ায় তাঁর কথায় বিশ্বাস করে সবাই হিসাব খোলেন।
তখন গ্রাহকদের বলা হয়, তাঁদের জমানো টাকা ছয় বছরে দ্বিগুণ বা ইসলামি শরিয়া মোতাবেক কমবেশি হবে। কিন্তু পরবর্তী সময়ে ডিপিএসের মেয়াদ দুই বছর বাড়িয়ে আট বছর করা হয়। তখন শর্ত দেওয়া হয়, মেয়াদপূর্তির আগে কোনো লভ্যাংশ গ্রাহককে দেওয়া হবে না। এভাবে অন্তত আট বছর অর্থ লেনদেন করার পর গ্রাহকদের ডিপিএসের মেয়াদ পূর্ণ হওয়ার শেষ মুহূর্তে তাঁরা গা ঢাকা দেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে