নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থী অনশন শুরু করেছিলেন। সেখান থেকে একজন বাড়ি যাওয়ার পর যোগ দিয়েছিলেন আরও পাঁচজন। অনশনকারীদের মধ্যে অসুস্থ হয়ে ২০ শিক্ষার্থী এখন হাসপাতালে। উপাচার্যের পদত্যাগের দাবিতে এখন আটজন শিক্ষার্থী অনশনে থাকলেও তাঁর পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তাঁর পদত্যাগ চেয়েছে।
এ দিকে শাবির আন্দোলনের ঘটনা নতুন মোড় নিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য টাকা পাঠানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সাবেক পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, শিক্ষার্থীদের অ্যাকাউন্টে সাড়ে ১১ লাখ টাকা লেনদেনের তথ্য তারা পেয়েছে, এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে। ‘ফান্ড ফর সাস্ট’ গ্রুপের মাধ্যমে যেসব অ্যাকাউন্টে টাকা সংগ্রহ করা হচ্ছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
শাবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীরা আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশ তাঁকে উদ্ধার করে। এরপর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হলে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে উপাচার্যের বাসভবনের সামনে অনশনে বসেন তারা।
আজকের পত্রিকার শাবিপ্রবি প্রতিনিধি জানান, পুলিশ ও সাংবাদিক বাদে অন্য কাউকে উপাচার্যের বাসভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে কার্যত অবরুদ্ধ হয়ে আছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাশের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে দেখা করতে এলেও তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তবে শিক্ষকদের সঙ্গে আনা খাবার পরীক্ষার পর পুলিশের মাধ্যমে ভেতরে পাঠানো হয়েছে।
অনশনে থাকা ২৮ শিক্ষার্থীর মধ্যে ২০ জনের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। এখন আটজন অনশনে রয়েছেন। উপাচার্যের বাড়ির সামনে ২৫-৩০ জন পুলিশ মোতায়েন রয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টও পুলিশ মোতায়েন করা আছে।
আন্দোলনকারীদের একজন মুখপাত্র আরিফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার বিকেল থেকে ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের একটি দল অনশনকারীদের চিকিৎসা সেবা দিতে ক্যাম্পাসে ছিলেন। কিন্তু গত সোমবার দুপুর থেকে তাঁরা অনশনকারীদের আর কোনো সেবা দিচ্ছেন না। ক্যাম্পাসে ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের নেতৃত্বে থাকা মো. নাজমুল হাসান বলেন, ‘শিক্ষার্থী ও আমাদের চিকিৎসকদের মধ্য থেকে কয়েকজনের করোনার উপসর্গ দেখা দেওয়ায় আমরা আপাতত তাদের চিকিৎসা সেবা বন্ধ রেখেছি।’
সিলেট-২-এর সাংসদ মোকাব্বির খান অনশনরত শিক্ষার্থীদের দেখতে গতকাল ক্যাম্পাসে যান। শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাদের দুরবস্থা ও দাবিগুলো আমি সংসদে তুলে ধরব। ড. কামাল হোসেনের পক্ষ থেকে আমি এখানে এসেছি।’
সাড়ে ১১ লাখ টাকা
গত সোমবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়টির সাবেক পাঁচজন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে এদের গ্রেপ্তার দেখিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থ সহায়তার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ‘ফান্ড ফর সাস্ট’ গ্রুপের আড়ালে আন্দোলনরতরা অর্থ সংগ্রহ করছিলেন, এর পেছনে রাজনীতিক ইন্ধন রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ আজকের পত্রিকাকে বলেন, প্রাক্তন এই শিক্ষার্থীদের ওপর নজর রাখছিলেন সিআইডির সাইবার ক্রাইম ইউনিট। অস্বাভাবিক অর্থায়নের প্রমাণ পাওয়ায় গত সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে শাহজালাল থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
শাবির গ্রেপ্তার সাবেক শিক্ষার্থীরা হলেন হাবিবুর রহমান স্বপন, রেজা নূর মঈন দীপ, নাজমুস সাকিব, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ। ঢাকার সাইবার পুলিশ সেন্টারের ঊর্ধ্বতন এক কর্মকর্তারা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার হওয়া মারুফ হোসেন ১০ হাজার ২৫০ টাকা, ফয়সাল আহমেদ ৫ হাজার ১০০ টাকা, রেজা নূর মঈন দীপ আড়াই হাজার টাকা এবং নাজমুস সাকিব তিন হাজার টাকা পাঠিয়েছেন। হাবিবুর রহমান খান নামে শাবিপ্রবির আরেকজন সাবেক শিক্ষার্থী ৫ হাজার ১০০ টাকা পাঠিয়েছেন।
আন্দোলন চলমান রাখতে শিক্ষার্থীদের ফান্ডে সাড়ে ১১ লাখ টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে সাইবার পুলিশ সেন্টার। এই সেন্টারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ২৩৭টি বিকাশ, ২৩টি রকেট ও ১৭টি নগদ অ্যাকাউন্টের পাশাপাশি ৪১টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ৩৯টি বিদেশি অ্যাকাউন্ট থেকে এসব টাকা লেনদেন হয়েছে। তবে আজকের পত্রিকা এসব অর্থ লেনদেনের বিষয়টি নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হতে পারেনি।
যেসব অ্যাকাউন্টে শিক্ষার্থীরা অর্থ সংগ্রহ করছিলেন, গত সোমবার দুপুরের পর থেকে সেসব অ্যাকাউন্ট বন্ধ দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। এসব মোবাইল নম্বর থেকে ফোনও করা যাচ্ছে না বলে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র সাদিয়া আফরিন জানিয়েছেন। তিনি বলেন, ‘এসব ষড়যন্ত্রের অংশ। এভাবে ষড়যন্ত্র করে কেউ আমাদের আন্দোলন বন্ধ করতে পারবে না।’
উপাচার্যের অপসারণ দাবি
শিক্ষার্থীদের আন্দোলনে নৈতিক সমর্থন জানিয়ে অবিলম্বে উপাচার্যকে অপসারণের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেছে দলটি। গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা থেকে শিক্ষার্থীদের আন্দোলনে নৈতিক সমর্থন জানানো হয় বলে গতকাল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।
উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক ঘণ্টা প্রতীকী অনশন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে অনশন বন্ধ করার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
শাবিপ্রবির সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অনশনরত শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করা হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থী অনশন শুরু করেছিলেন। সেখান থেকে একজন বাড়ি যাওয়ার পর যোগ দিয়েছিলেন আরও পাঁচজন। অনশনকারীদের মধ্যে অসুস্থ হয়ে ২০ শিক্ষার্থী এখন হাসপাতালে। উপাচার্যের পদত্যাগের দাবিতে এখন আটজন শিক্ষার্থী অনশনে থাকলেও তাঁর পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তাঁর পদত্যাগ চেয়েছে।
এ দিকে শাবির আন্দোলনের ঘটনা নতুন মোড় নিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য টাকা পাঠানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সাবেক পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, শিক্ষার্থীদের অ্যাকাউন্টে সাড়ে ১১ লাখ টাকা লেনদেনের তথ্য তারা পেয়েছে, এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে। ‘ফান্ড ফর সাস্ট’ গ্রুপের মাধ্যমে যেসব অ্যাকাউন্টে টাকা সংগ্রহ করা হচ্ছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
শাবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীরা আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশ তাঁকে উদ্ধার করে। এরপর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হলে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে উপাচার্যের বাসভবনের সামনে অনশনে বসেন তারা।
আজকের পত্রিকার শাবিপ্রবি প্রতিনিধি জানান, পুলিশ ও সাংবাদিক বাদে অন্য কাউকে উপাচার্যের বাসভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে কার্যত অবরুদ্ধ হয়ে আছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাশের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে দেখা করতে এলেও তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তবে শিক্ষকদের সঙ্গে আনা খাবার পরীক্ষার পর পুলিশের মাধ্যমে ভেতরে পাঠানো হয়েছে।
অনশনে থাকা ২৮ শিক্ষার্থীর মধ্যে ২০ জনের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। এখন আটজন অনশনে রয়েছেন। উপাচার্যের বাড়ির সামনে ২৫-৩০ জন পুলিশ মোতায়েন রয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টও পুলিশ মোতায়েন করা আছে।
আন্দোলনকারীদের একজন মুখপাত্র আরিফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার বিকেল থেকে ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের একটি দল অনশনকারীদের চিকিৎসা সেবা দিতে ক্যাম্পাসে ছিলেন। কিন্তু গত সোমবার দুপুর থেকে তাঁরা অনশনকারীদের আর কোনো সেবা দিচ্ছেন না। ক্যাম্পাসে ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের নেতৃত্বে থাকা মো. নাজমুল হাসান বলেন, ‘শিক্ষার্থী ও আমাদের চিকিৎসকদের মধ্য থেকে কয়েকজনের করোনার উপসর্গ দেখা দেওয়ায় আমরা আপাতত তাদের চিকিৎসা সেবা বন্ধ রেখেছি।’
সিলেট-২-এর সাংসদ মোকাব্বির খান অনশনরত শিক্ষার্থীদের দেখতে গতকাল ক্যাম্পাসে যান। শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাদের দুরবস্থা ও দাবিগুলো আমি সংসদে তুলে ধরব। ড. কামাল হোসেনের পক্ষ থেকে আমি এখানে এসেছি।’
সাড়ে ১১ লাখ টাকা
গত সোমবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়টির সাবেক পাঁচজন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে এদের গ্রেপ্তার দেখিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থ সহায়তার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ‘ফান্ড ফর সাস্ট’ গ্রুপের আড়ালে আন্দোলনরতরা অর্থ সংগ্রহ করছিলেন, এর পেছনে রাজনীতিক ইন্ধন রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ আজকের পত্রিকাকে বলেন, প্রাক্তন এই শিক্ষার্থীদের ওপর নজর রাখছিলেন সিআইডির সাইবার ক্রাইম ইউনিট। অস্বাভাবিক অর্থায়নের প্রমাণ পাওয়ায় গত সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে শাহজালাল থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
শাবির গ্রেপ্তার সাবেক শিক্ষার্থীরা হলেন হাবিবুর রহমান স্বপন, রেজা নূর মঈন দীপ, নাজমুস সাকিব, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ। ঢাকার সাইবার পুলিশ সেন্টারের ঊর্ধ্বতন এক কর্মকর্তারা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার হওয়া মারুফ হোসেন ১০ হাজার ২৫০ টাকা, ফয়সাল আহমেদ ৫ হাজার ১০০ টাকা, রেজা নূর মঈন দীপ আড়াই হাজার টাকা এবং নাজমুস সাকিব তিন হাজার টাকা পাঠিয়েছেন। হাবিবুর রহমান খান নামে শাবিপ্রবির আরেকজন সাবেক শিক্ষার্থী ৫ হাজার ১০০ টাকা পাঠিয়েছেন।
আন্দোলন চলমান রাখতে শিক্ষার্থীদের ফান্ডে সাড়ে ১১ লাখ টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে সাইবার পুলিশ সেন্টার। এই সেন্টারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ২৩৭টি বিকাশ, ২৩টি রকেট ও ১৭টি নগদ অ্যাকাউন্টের পাশাপাশি ৪১টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ৩৯টি বিদেশি অ্যাকাউন্ট থেকে এসব টাকা লেনদেন হয়েছে। তবে আজকের পত্রিকা এসব অর্থ লেনদেনের বিষয়টি নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হতে পারেনি।
যেসব অ্যাকাউন্টে শিক্ষার্থীরা অর্থ সংগ্রহ করছিলেন, গত সোমবার দুপুরের পর থেকে সেসব অ্যাকাউন্ট বন্ধ দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। এসব মোবাইল নম্বর থেকে ফোনও করা যাচ্ছে না বলে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র সাদিয়া আফরিন জানিয়েছেন। তিনি বলেন, ‘এসব ষড়যন্ত্রের অংশ। এভাবে ষড়যন্ত্র করে কেউ আমাদের আন্দোলন বন্ধ করতে পারবে না।’
উপাচার্যের অপসারণ দাবি
শিক্ষার্থীদের আন্দোলনে নৈতিক সমর্থন জানিয়ে অবিলম্বে উপাচার্যকে অপসারণের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেছে দলটি। গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা থেকে শিক্ষার্থীদের আন্দোলনে নৈতিক সমর্থন জানানো হয় বলে গতকাল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।
উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক ঘণ্টা প্রতীকী অনশন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে অনশন বন্ধ করার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
শাবিপ্রবির সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অনশনরত শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করা হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে