নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে দুদিন পর ফের গণপরিবহন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে নির্ধারিত রুটে চলাচলকারী বাস, মিনিবাস, হিউম্যান হলার, টেম্পোসহ বিভিন্ন গণপরিবহন রাস্তায় নেমেছে। তবে ভাড়া আগের থেকে ১০ টাকা বেশি হারে ভাড়া আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।
গতকাল রোববার নগরীর ব্যস্ততম সড়ক বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড়, চকবাজার, টাইগারপাস মোড় ঘুরে যানবাহন চলাচল স্বাভাবিক থাকতে দেখা গেছে। তবে প্রত্যেকটি রুটে বিশেষ করে বাস, মিনিবাস ও হিউম্যান হলারের সংখ্যা তুলনামূলক কম চলেছে। তবে যানবাহনের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজটও তৈরি হয়।
গতকাল নগরীতে বিশেষ করে মেট্রোপলিটন সড়ক পরিবহন মালিক গ্রুপের মেট্রো প্রভাতি, চট্টলা পরিবহনসহ বিভিন্ন মালিক সংগঠনের বাস রাস্তায় চলতে দেখা গেছে। এ ছাড়া রোববার কর্মদিবস খোলা থাকায় সকাল থেকে বিভিন্ন যানবাহনে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এতে যাত্রীদের কাছ থেকে ভাড়া ১০ টাকা বেশি হারে আদায় করতে দেখা যায়। গণপরিবহনের পাশাপাশি কিছু পণ্যবাহী যানবাহনও চলেছে। তবে দূরপাল্লার গণপরিবহনগুলোর চলাচল বন্ধ ছিল।
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, আমরা বাস মালিকেরা কিন্তু কোনো ধর্মঘট আহ্বান করিনি। সরকার ডিজেলের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে সেটার প্রতিবাদে কিছু বাস মালিক লোকসানের মুখে পড়ায় গাড়ি চালাচ্ছেন না। কিন্তু কাউকে বাস চালানোর বিষয়ে বাধা দেওয়া হচ্ছে না।
মঞ্জুরুল আলম বলেন সিটিতে যেসব বাস চলাচল করছে সেগুলো কিন্তু যাত্রীদের কাছ থেকে ইচ্ছে মতো ভাড়া আদায় করছে। আমরা এভাবে না গিয়ে একটা সুনির্দিষ্ট ভাড়া কাঠামো তৈরির বিষয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছি।
এদিকে গতকাল রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে দূরপাল্লার বাস ভাড়া প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি সিদ্ধান্ত হয়েছে। এর ফলে বুধবার থেকে শুরু হওয়া অঘোষিত গণপরিবহন ধর্মঘট রাতে উঠে যাচ্ছে মনে করা হচ্ছে।
চট্টগ্রামে দুদিন পর ফের গণপরিবহন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে নির্ধারিত রুটে চলাচলকারী বাস, মিনিবাস, হিউম্যান হলার, টেম্পোসহ বিভিন্ন গণপরিবহন রাস্তায় নেমেছে। তবে ভাড়া আগের থেকে ১০ টাকা বেশি হারে ভাড়া আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।
গতকাল রোববার নগরীর ব্যস্ততম সড়ক বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড়, চকবাজার, টাইগারপাস মোড় ঘুরে যানবাহন চলাচল স্বাভাবিক থাকতে দেখা গেছে। তবে প্রত্যেকটি রুটে বিশেষ করে বাস, মিনিবাস ও হিউম্যান হলারের সংখ্যা তুলনামূলক কম চলেছে। তবে যানবাহনের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজটও তৈরি হয়।
গতকাল নগরীতে বিশেষ করে মেট্রোপলিটন সড়ক পরিবহন মালিক গ্রুপের মেট্রো প্রভাতি, চট্টলা পরিবহনসহ বিভিন্ন মালিক সংগঠনের বাস রাস্তায় চলতে দেখা গেছে। এ ছাড়া রোববার কর্মদিবস খোলা থাকায় সকাল থেকে বিভিন্ন যানবাহনে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এতে যাত্রীদের কাছ থেকে ভাড়া ১০ টাকা বেশি হারে আদায় করতে দেখা যায়। গণপরিবহনের পাশাপাশি কিছু পণ্যবাহী যানবাহনও চলেছে। তবে দূরপাল্লার গণপরিবহনগুলোর চলাচল বন্ধ ছিল।
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, আমরা বাস মালিকেরা কিন্তু কোনো ধর্মঘট আহ্বান করিনি। সরকার ডিজেলের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে সেটার প্রতিবাদে কিছু বাস মালিক লোকসানের মুখে পড়ায় গাড়ি চালাচ্ছেন না। কিন্তু কাউকে বাস চালানোর বিষয়ে বাধা দেওয়া হচ্ছে না।
মঞ্জুরুল আলম বলেন সিটিতে যেসব বাস চলাচল করছে সেগুলো কিন্তু যাত্রীদের কাছ থেকে ইচ্ছে মতো ভাড়া আদায় করছে। আমরা এভাবে না গিয়ে একটা সুনির্দিষ্ট ভাড়া কাঠামো তৈরির বিষয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছি।
এদিকে গতকাল রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে দূরপাল্লার বাস ভাড়া প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি সিদ্ধান্ত হয়েছে। এর ফলে বুধবার থেকে শুরু হওয়া অঘোষিত গণপরিবহন ধর্মঘট রাতে উঠে যাচ্ছে মনে করা হচ্ছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে