রাজশাহী প্রতিনিধি
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্টকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে ঢাকার সাভারের একটি বেসরকারি স্কুলের দুজন নারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা-পুলিশ গত রোববার রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
আত্মহত্যা করা ব্যক্তির নাম মজিবুর রহমান। রাজশাহীতে তিনি প্লট কেনাবেচা এবং প্রাইভেট কার ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি নগরীর উপশহরের ২ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর ছেলে থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।
এ মামলার তদন্ত করতে গিয়ে দুই নারী শিক্ষকের সম্পৃক্ততার বিষয়টি বেরিয়ে আসে। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মৃত মজিবুর রহমানের মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে গতকাল সোমবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, শিক্ষকতা পেশার আড়ালে গ্রেপ্তার দুই নারী মানুষকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করতেন। জিজ্ঞাসাবাদে একজন জানিয়েছেন, মজিবুর রহমানের সঙ্গে তাঁর অন্তরঙ্গ সম্পর্ক ছিল। ৬ ফেব্রুয়ারি দুই নারী স্বেচ্ছায় মজিবুরের বাড়ি এসেছিলেন। রাতে তাঁরা মজিবুরের পাশের ঘরে শুয়েছিলেন। রাতে মজিবুর রহমান মেসেঞ্জারের মাধ্যমে একজনকে তাঁর ঘরে ডাকেন। তিনি না গেলে মেসেঞ্জারে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। রাত ৩টার মধ্যে ঘরে না গেলে আত্মহত্যার হুমকি দেন মজিবুর। তখন ওই নারী মেসেঞ্জার এবং এসএমএসের মাধ্যমে মজিবুর রহমানকে মরতেই বলেন। অভিমানে মজিবুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে দুই নারী মজিবুরের ঝুলন্ত লাশ দেখেন। যাওয়ার সময় তাঁরা বাড়ি থেকে মজিবুরের মোবাইল ফোন, বাড়ির চাবি এবং নগদ চার লাখ টাকা ও কিছু কাগজপত্র নিয়ে পালিয়ে যান।
সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার বলেছেন, এ দুই নারী ব্ল্যাকমেল চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুজনকে মজিবুরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্টকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে ঢাকার সাভারের একটি বেসরকারি স্কুলের দুজন নারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা-পুলিশ গত রোববার রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
আত্মহত্যা করা ব্যক্তির নাম মজিবুর রহমান। রাজশাহীতে তিনি প্লট কেনাবেচা এবং প্রাইভেট কার ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি নগরীর উপশহরের ২ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর ছেলে থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।
এ মামলার তদন্ত করতে গিয়ে দুই নারী শিক্ষকের সম্পৃক্ততার বিষয়টি বেরিয়ে আসে। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মৃত মজিবুর রহমানের মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে গতকাল সোমবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, শিক্ষকতা পেশার আড়ালে গ্রেপ্তার দুই নারী মানুষকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করতেন। জিজ্ঞাসাবাদে একজন জানিয়েছেন, মজিবুর রহমানের সঙ্গে তাঁর অন্তরঙ্গ সম্পর্ক ছিল। ৬ ফেব্রুয়ারি দুই নারী স্বেচ্ছায় মজিবুরের বাড়ি এসেছিলেন। রাতে তাঁরা মজিবুরের পাশের ঘরে শুয়েছিলেন। রাতে মজিবুর রহমান মেসেঞ্জারের মাধ্যমে একজনকে তাঁর ঘরে ডাকেন। তিনি না গেলে মেসেঞ্জারে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। রাত ৩টার মধ্যে ঘরে না গেলে আত্মহত্যার হুমকি দেন মজিবুর। তখন ওই নারী মেসেঞ্জার এবং এসএমএসের মাধ্যমে মজিবুর রহমানকে মরতেই বলেন। অভিমানে মজিবুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে দুই নারী মজিবুরের ঝুলন্ত লাশ দেখেন। যাওয়ার সময় তাঁরা বাড়ি থেকে মজিবুরের মোবাইল ফোন, বাড়ির চাবি এবং নগদ চার লাখ টাকা ও কিছু কাগজপত্র নিয়ে পালিয়ে যান।
সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার বলেছেন, এ দুই নারী ব্ল্যাকমেল চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুজনকে মজিবুরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১০ দিন আগে