মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১০ দিনে জ্বর, সর্দিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ১২০ জন। তাঁদের মধ্যে নমুনা দিয়েছেন মাত্র ৩৯ জন। করোনা শনাক্ত হয়েছেন ১৭ জনের। অর্থাৎ উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা ৮৫ শতাংশ রোগীই নমুনা দেননি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১০ দিনে মোট চিকিৎসা নিয়েছেন প্রায় ৩ হাজার রোগী। এর মধ্যে জ্বর, সর্দি, হাঁচি-কাশিসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ১২০ জন। উপসর্গ নিয়ে প্রতিদিন গড়ে চিকিৎসা নিয়েছেন ২১২ জনের বেশি। ওই ২ হাজার ১২০ জনের মধ্যে নমুনা দেন ৩৯ জন। বাকি ২ হাজার ৮১ জনই নমুনা দেননি। নমুনা দেওয়া ৩৯ জনের মধ্যে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৩ দশমিক ৫৮ শতাংশ।
সরেজমিনে স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনে ভিড় বেড়েছে রোগীর। চিকিৎসকদের দেখাতে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককেই। কিন্তু অধিকাংশ মানুষেরই মুখে মাস্ক নেই। ন্যূনতম শারীরিক দূরত্বও মানছেন না কেউ।
উপজেলার মুন্সিরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত উল্লাহ বলেন, ‘মতলব দক্ষিণে কয়েক দিন ধরে লক্ষ করছি জ্বর, সর্দি-কাশি ও মৃদু ডায়রিয়ায় রোগীর সংখ্যা বেড়েছে। আইসিডিডিআরবি ও মতলব সরকারি হাসপাতালেও এ চিত্র দেখা গেছে। এ অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাজীব কিশোর বণিক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ৬৫ শতাংশই জ্বর ও সর্দি-কাশির রোগী। তবে নমুনা পরীক্ষায় অধিকাংশেরই আগ্রহ নেই। এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব গোলাম কাউসার বলেন, সচেতনতার অভাবে উপসর্গ থাকা সত্ত্বেও অধিকাংশ লোকই নমুনা দিচ্ছেন না। এতে তাঁরা বিপদগ্রস্ত হচ্ছেন। অন্যকেও সংক্রমণের ঝুঁকিতে ফেলছেন। করোনা মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষা করাতে হবে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১০ দিনে জ্বর, সর্দিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ১২০ জন। তাঁদের মধ্যে নমুনা দিয়েছেন মাত্র ৩৯ জন। করোনা শনাক্ত হয়েছেন ১৭ জনের। অর্থাৎ উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা ৮৫ শতাংশ রোগীই নমুনা দেননি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১০ দিনে মোট চিকিৎসা নিয়েছেন প্রায় ৩ হাজার রোগী। এর মধ্যে জ্বর, সর্দি, হাঁচি-কাশিসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ১২০ জন। উপসর্গ নিয়ে প্রতিদিন গড়ে চিকিৎসা নিয়েছেন ২১২ জনের বেশি। ওই ২ হাজার ১২০ জনের মধ্যে নমুনা দেন ৩৯ জন। বাকি ২ হাজার ৮১ জনই নমুনা দেননি। নমুনা দেওয়া ৩৯ জনের মধ্যে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৩ দশমিক ৫৮ শতাংশ।
সরেজমিনে স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনে ভিড় বেড়েছে রোগীর। চিকিৎসকদের দেখাতে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককেই। কিন্তু অধিকাংশ মানুষেরই মুখে মাস্ক নেই। ন্যূনতম শারীরিক দূরত্বও মানছেন না কেউ।
উপজেলার মুন্সিরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত উল্লাহ বলেন, ‘মতলব দক্ষিণে কয়েক দিন ধরে লক্ষ করছি জ্বর, সর্দি-কাশি ও মৃদু ডায়রিয়ায় রোগীর সংখ্যা বেড়েছে। আইসিডিডিআরবি ও মতলব সরকারি হাসপাতালেও এ চিত্র দেখা গেছে। এ অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাজীব কিশোর বণিক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ৬৫ শতাংশই জ্বর ও সর্দি-কাশির রোগী। তবে নমুনা পরীক্ষায় অধিকাংশেরই আগ্রহ নেই। এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব গোলাম কাউসার বলেন, সচেতনতার অভাবে উপসর্গ থাকা সত্ত্বেও অধিকাংশ লোকই নমুনা দিচ্ছেন না। এতে তাঁরা বিপদগ্রস্ত হচ্ছেন। অন্যকেও সংক্রমণের ঝুঁকিতে ফেলছেন। করোনা মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষা করাতে হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে