নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালানোর সময় নদীতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের অভিযোগ, পিটিয়ে জখম করার পর নদীতে ফেলে দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
মারা যাওয়া ওই আসামির নাম সুজন দাস (২৬)। তিনি সদর উপজেলার হাজীপুর এলাকার অজিত দাসের ছেলে।
পুলিশ সূত্র জানায়, সুজন দাসের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাঁর সাজা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। গতকাল মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে শহরতলির হাজিপুর এলাকার একটি চানাচুর কারখানায় অভিযান চালায় সদর মডেল থানার পুলিশ। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে এক হাতে হাতকড়া লাগানোর সঙ্গে সঙ্গে তিনি পকেট থেকে ছুরি বের করে দায়িত্বরত পুলিশকে আঘাত করেন। এরপর পালানোর জন্য পাশের হাড়িধোয়া নদীতে ঝাঁপ দেন এবং নদী পার হওয়ার সময় মাঝ নদীতে আটকে যান। পরে পুলিশ নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তবে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগ পুলিশ ও চানাচুর ফ্যাক্টরির শ্রমিকেরা মিলে তাঁকে পিটিয়ে আহত করে নদীতে ফেলে হত্যা করেছে। সুজনের মা অজান্তা সাহা ও বোন পিংকি সাহা বলেন, শহরের ব্রাহ্মন্দী এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করে হাজিপুর এলাকায় নিয়ে যায় পুলিশ। সেখানে পূর্বশত্রুতার জের ধরে একটি চানাচুর ফ্যাক্টরির শ্রমিকেরা পুলিশের সহযোগিতায় তাঁকে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়। তাঁরা এই হত্যার বিচার চান।
তবে এ অভিযোগ অস্বীকার করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের সময় আসামি সুজন দাসের ছুরিকাঘাতে একজন উপপরিদর্শক ও একজন কনস্টেবল আহত হয়েছেন। পালানোর সময় নদীর মাঝখানে কোনো কিছুতে আটকা পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
নরসিংদী সদর উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালানোর সময় নদীতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারের অভিযোগ, পিটিয়ে জখম করার পর নদীতে ফেলে দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
মারা যাওয়া ওই আসামির নাম সুজন দাস (২৬)। তিনি সদর উপজেলার হাজীপুর এলাকার অজিত দাসের ছেলে।
পুলিশ সূত্র জানায়, সুজন দাসের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাঁর সাজা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। গতকাল মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে শহরতলির হাজিপুর এলাকার একটি চানাচুর কারখানায় অভিযান চালায় সদর মডেল থানার পুলিশ। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে এক হাতে হাতকড়া লাগানোর সঙ্গে সঙ্গে তিনি পকেট থেকে ছুরি বের করে দায়িত্বরত পুলিশকে আঘাত করেন। এরপর পালানোর জন্য পাশের হাড়িধোয়া নদীতে ঝাঁপ দেন এবং নদী পার হওয়ার সময় মাঝ নদীতে আটকে যান। পরে পুলিশ নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তবে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগ পুলিশ ও চানাচুর ফ্যাক্টরির শ্রমিকেরা মিলে তাঁকে পিটিয়ে আহত করে নদীতে ফেলে হত্যা করেছে। সুজনের মা অজান্তা সাহা ও বোন পিংকি সাহা বলেন, শহরের ব্রাহ্মন্দী এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করে হাজিপুর এলাকায় নিয়ে যায় পুলিশ। সেখানে পূর্বশত্রুতার জের ধরে একটি চানাচুর ফ্যাক্টরির শ্রমিকেরা পুলিশের সহযোগিতায় তাঁকে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়। তাঁরা এই হত্যার বিচার চান।
তবে এ অভিযোগ অস্বীকার করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের সময় আসামি সুজন দাসের ছুরিকাঘাতে একজন উপপরিদর্শক ও একজন কনস্টেবল আহত হয়েছেন। পালানোর সময় নদীর মাঝখানে কোনো কিছুতে আটকা পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে