জসিম উদ্দিন, নীলফামারী
নীলফামারীতে এবার পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠেনি নীলসাগর। বিগত বছরগুলোতে পরিযায়ী পাখিকে উত্ত্যক্ত এবং খাবার সংকটের কারণে এমনটি হয়েছে বলে জানান স্থানীয়রা। তবে পাখিদের নির্বিঘ্নে নীলসাগরে থাকার পরিবেশ তৈরিতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী জানান, শীতের শুরু থেকে নীলসাগরসহ জেলার বিভিন্ন স্থানে পরিযায়ী পাখি এসেছে। এবারে নীলসাগরের ভেতরে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া জেলার কোথাও অতিথি পাখি যেন কেউ শিকার করতে না পারে, সে জন্য প্রশাসনের পক্ষে নজরদারি বাড়ানো হয়েছে। তিনি জানান, নীলসাগরের সীমানাপ্রাচীরসহ দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জানা যায়, জেলা শহর থেকে ১৪ কিলোমিটার দূরে গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা মৌজায় ৫৩ দশমিক ৬০ একর জমিতে নীলসাগর। উত্তর-দক্ষিণে লম্বা এ দিঘি ঘিরে রয়েছে বহু উপাখ্যান ও রূপকথা। কথিত আছে, তৎকালীন বিরাট রাজা নামের এক রাজার বসবাস ছিল এখানে। তাঁর বিপুলসংখ্যক গবাদিপশু ছিল। এসব পশুকে গোসল ও পানি খাওয়ানোর জন্য একটি দিঘি খনন করেন। রাজার নামানুসারে দিঘির নামকরণ করা হয় বিরাট দিঘি। কালের বিবর্তনে বিরাট দিঘি বিন্নাদীঘি নাম ধারণ করে।
নীলফামারীর নামানুসারে ১৯৯৮ সালে এ দিঘির নামকরণ করা হয় নীলসাগর। প্রতিবছরের শীত মৌসুমে সুদূর সাইবেরিয়া থেকে হাজারো অতিথি পাখির আগমন ঘটে এখানে। এ সময় পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে নীলসাগর। পাখির কিচিরমিচির আর পানিতে ডানা ঝাপটানোর শব্দ নীরব নিথর গ্রামের নির্জনতা ভেঙে দেয়। সবুজ বৃক্ষরাজিতে চারদিক শোভিত এই নীলসাগর অতিথি পাখির নৈসর্গিক সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এ সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আগমন ঘটে অনেক দর্শনার্থীর।
স্বেচ্ছাসেবী আলমগীর হোসেন জানান, প্রতিবছরের মতো এবার পরিযায়ী পাখি তেমন আসেনি। সীমানাপ্রাচীর ভেঙে গিয়ে দীর্ঘ এক যুগ ধরে অরক্ষিত হয়ে পড়েছে দিঘিটি। এ পথ দিয়ে স্থানীয় লোকজন ইচ্ছেমতো ঢুকে পড়ে দিঘিতে গোসলসহ হইহুল্লোড় করে। এতে পাখিগুলো বিরক্ত হয়।
নীলফামারীতে এবার পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠেনি নীলসাগর। বিগত বছরগুলোতে পরিযায়ী পাখিকে উত্ত্যক্ত এবং খাবার সংকটের কারণে এমনটি হয়েছে বলে জানান স্থানীয়রা। তবে পাখিদের নির্বিঘ্নে নীলসাগরে থাকার পরিবেশ তৈরিতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী জানান, শীতের শুরু থেকে নীলসাগরসহ জেলার বিভিন্ন স্থানে পরিযায়ী পাখি এসেছে। এবারে নীলসাগরের ভেতরে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া জেলার কোথাও অতিথি পাখি যেন কেউ শিকার করতে না পারে, সে জন্য প্রশাসনের পক্ষে নজরদারি বাড়ানো হয়েছে। তিনি জানান, নীলসাগরের সীমানাপ্রাচীরসহ দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জানা যায়, জেলা শহর থেকে ১৪ কিলোমিটার দূরে গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা মৌজায় ৫৩ দশমিক ৬০ একর জমিতে নীলসাগর। উত্তর-দক্ষিণে লম্বা এ দিঘি ঘিরে রয়েছে বহু উপাখ্যান ও রূপকথা। কথিত আছে, তৎকালীন বিরাট রাজা নামের এক রাজার বসবাস ছিল এখানে। তাঁর বিপুলসংখ্যক গবাদিপশু ছিল। এসব পশুকে গোসল ও পানি খাওয়ানোর জন্য একটি দিঘি খনন করেন। রাজার নামানুসারে দিঘির নামকরণ করা হয় বিরাট দিঘি। কালের বিবর্তনে বিরাট দিঘি বিন্নাদীঘি নাম ধারণ করে।
নীলফামারীর নামানুসারে ১৯৯৮ সালে এ দিঘির নামকরণ করা হয় নীলসাগর। প্রতিবছরের শীত মৌসুমে সুদূর সাইবেরিয়া থেকে হাজারো অতিথি পাখির আগমন ঘটে এখানে। এ সময় পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে নীলসাগর। পাখির কিচিরমিচির আর পানিতে ডানা ঝাপটানোর শব্দ নীরব নিথর গ্রামের নির্জনতা ভেঙে দেয়। সবুজ বৃক্ষরাজিতে চারদিক শোভিত এই নীলসাগর অতিথি পাখির নৈসর্গিক সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এ সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আগমন ঘটে অনেক দর্শনার্থীর।
স্বেচ্ছাসেবী আলমগীর হোসেন জানান, প্রতিবছরের মতো এবার পরিযায়ী পাখি তেমন আসেনি। সীমানাপ্রাচীর ভেঙে গিয়ে দীর্ঘ এক যুগ ধরে অরক্ষিত হয়ে পড়েছে দিঘিটি। এ পথ দিয়ে স্থানীয় লোকজন ইচ্ছেমতো ঢুকে পড়ে দিঘিতে গোসলসহ হইহুল্লোড় করে। এতে পাখিগুলো বিরক্ত হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে