আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বের সব প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় রাঙামাটির বিভিন্ন বৌদ্ধবিহারে উদ্যাপিত হচ্ছে কঠিন চীবর দানোৎসব। গত সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হওয়া দুই দিনব্যাপী দানোৎসব গতকাল মঙ্গলবার বিকেলে শেষ হয়। দানোৎসব ঘিরে পুণ্যার্থীদের আগমন ঘটে বিহার এলাকায়। অনুষ্ঠানে মহামারি করোনা থেকে পরিত্রাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
কর্মসূচির মধ্যে বুদ্ধপূজাদান, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কারদান, কঠিন চীবরদান, পঞ্চশীল প্রার্থনা, হাজার বাতিদান, ধর্মীয় দেশনা, কল্পতরু প্রদক্ষিণ ও উৎসর্গসহ নানাবিধ দান উল্লেখযোগ্য। শেষে পুণ্যার্থীরা হাজার বাতি প্রজ্বালন করেন ও ফানুস উড়ান।
লংগদু তিনটিলা বনবিহারে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, তিনটিলা বনবিহার পরম শ্রদ্ধেয় ভান্তের স্মৃতিবিজড়িত স্থান। এখানে অবস্থান করে তিনি সাধনা লাভ করেছিলেন। তিনটিলা বিহার থেকেই ভান্তে ধর্ম প্রচার করেছেন। এই জায়গাকে সংরক্ষণ করা প্রয়োজন। এর জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব।
রাঙামাটি: জেলার সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে নির্বাণপুর বনভাবনা কেন্দ্রে উদ্যাপিত হয়েছে ২৪তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব। এ জন্য দূর-দূরান্ত থেকে হাজারো পুণ্যার্থীর ঢল নামে নির্বাণপুর বনভাবনা কেন্দ্রে। এতে পুণ্যার্থীদের পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান বনভান্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাস্থবির। সূত্র পাঠ করেন নির্বাণপুর বনভাবনা কেন্দ্রের অধ্যক্ষ জ্যোতিসার মহাস্থবির। ধর্মদেশনা দেন ধর্মসভায় সংঘপ্রধান প্রিয়দর্শী মহাস্থবির, বোধিপুর বনবিহার অধ্যক্ষ জিনোবধি মহাস্থবিরসহ অন্যরা।
লংগদু: রাঙামাটির লংগদু উপজেলার তিনটিলা বনবিহারে ২৩তম কঠিন চীবর দানোৎসব গতকাল মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে। এদিন প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। মান্টি চাকমা ও চম্পা চাকমার অনুষ্ঠান পরিচালনায় পঞ্চশীল প্রার্থন পাঠ করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোনা মিত্র চাকমা। স্বাগত বক্তব্য দেন চীবরদান উদ্যাপন কমিটির আহ্বায়ক রকি চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদিন। ধর্মীয় দেশনা দেন তিনটিলা বনবিহার অধ্যক্ষ ধর্মলোক স্থবির, কাটাছড়ি বনভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ইন্দ্র গুপ্ত মহাস্থবির, ফুরোমন আন্তর্জাতিক বনভাবনা কেন্দ্র ভান্তে বৃগুমহাস্থবির।
বরকল: রাঙামাটি বরকল উপজেলায় আইমাছড়া শাখা বিহারে কঠিন চীবরদান উদ্যাপিত হয়েছে। বনবিহার অধ্যক্ষ জ্যোতিপাল ভিক্ষুর সভাপতিত্বে সভায় ধর্মদেশনা দেন প্রধান ভান্তে জিনপ্রিয় মহাস্থবির, বিমলানন্দ মহাস্থবির, সুদ্ধমানন্দ মহাস্থবির প্রমুখ।
আইমাছড়া শাখা বনবিহার বুড্ডিস্ট সোসাইটি ঐক্য পরিষদের সদস্য লিটন চাকমা ও রত্নাবতী চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আইমাছড়া বনবিহার পরিচালনা কমিটির সভাপতি মঙ্গলেশ্বর চাকমা। এ সময় আর্যবোধি মহাস্থবির, ভদ্দিয় মহাস্থবির, কল্যাণমিত্র মহাস্থবির প্রমুখ।
বিশ্বের সব প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় রাঙামাটির বিভিন্ন বৌদ্ধবিহারে উদ্যাপিত হচ্ছে কঠিন চীবর দানোৎসব। গত সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হওয়া দুই দিনব্যাপী দানোৎসব গতকাল মঙ্গলবার বিকেলে শেষ হয়। দানোৎসব ঘিরে পুণ্যার্থীদের আগমন ঘটে বিহার এলাকায়। অনুষ্ঠানে মহামারি করোনা থেকে পরিত্রাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
কর্মসূচির মধ্যে বুদ্ধপূজাদান, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কারদান, কঠিন চীবরদান, পঞ্চশীল প্রার্থনা, হাজার বাতিদান, ধর্মীয় দেশনা, কল্পতরু প্রদক্ষিণ ও উৎসর্গসহ নানাবিধ দান উল্লেখযোগ্য। শেষে পুণ্যার্থীরা হাজার বাতি প্রজ্বালন করেন ও ফানুস উড়ান।
লংগদু তিনটিলা বনবিহারে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, তিনটিলা বনবিহার পরম শ্রদ্ধেয় ভান্তের স্মৃতিবিজড়িত স্থান। এখানে অবস্থান করে তিনি সাধনা লাভ করেছিলেন। তিনটিলা বিহার থেকেই ভান্তে ধর্ম প্রচার করেছেন। এই জায়গাকে সংরক্ষণ করা প্রয়োজন। এর জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব।
রাঙামাটি: জেলার সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে নির্বাণপুর বনভাবনা কেন্দ্রে উদ্যাপিত হয়েছে ২৪তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব। এ জন্য দূর-দূরান্ত থেকে হাজারো পুণ্যার্থীর ঢল নামে নির্বাণপুর বনভাবনা কেন্দ্রে। এতে পুণ্যার্থীদের পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান বনভান্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাস্থবির। সূত্র পাঠ করেন নির্বাণপুর বনভাবনা কেন্দ্রের অধ্যক্ষ জ্যোতিসার মহাস্থবির। ধর্মদেশনা দেন ধর্মসভায় সংঘপ্রধান প্রিয়দর্শী মহাস্থবির, বোধিপুর বনবিহার অধ্যক্ষ জিনোবধি মহাস্থবিরসহ অন্যরা।
লংগদু: রাঙামাটির লংগদু উপজেলার তিনটিলা বনবিহারে ২৩তম কঠিন চীবর দানোৎসব গতকাল মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে। এদিন প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। মান্টি চাকমা ও চম্পা চাকমার অনুষ্ঠান পরিচালনায় পঞ্চশীল প্রার্থন পাঠ করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোনা মিত্র চাকমা। স্বাগত বক্তব্য দেন চীবরদান উদ্যাপন কমিটির আহ্বায়ক রকি চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদিন। ধর্মীয় দেশনা দেন তিনটিলা বনবিহার অধ্যক্ষ ধর্মলোক স্থবির, কাটাছড়ি বনভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ইন্দ্র গুপ্ত মহাস্থবির, ফুরোমন আন্তর্জাতিক বনভাবনা কেন্দ্র ভান্তে বৃগুমহাস্থবির।
বরকল: রাঙামাটি বরকল উপজেলায় আইমাছড়া শাখা বিহারে কঠিন চীবরদান উদ্যাপিত হয়েছে। বনবিহার অধ্যক্ষ জ্যোতিপাল ভিক্ষুর সভাপতিত্বে সভায় ধর্মদেশনা দেন প্রধান ভান্তে জিনপ্রিয় মহাস্থবির, বিমলানন্দ মহাস্থবির, সুদ্ধমানন্দ মহাস্থবির প্রমুখ।
আইমাছড়া শাখা বনবিহার বুড্ডিস্ট সোসাইটি ঐক্য পরিষদের সদস্য লিটন চাকমা ও রত্নাবতী চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আইমাছড়া বনবিহার পরিচালনা কমিটির সভাপতি মঙ্গলেশ্বর চাকমা। এ সময় আর্যবোধি মহাস্থবির, ভদ্দিয় মহাস্থবির, কল্যাণমিত্র মহাস্থবির প্রমুখ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৭ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১১ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১১ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১১ দিন আগে