কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি কমিউনিটি ক্লিনিকের ভবনের পুনঃসংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলাপুর ক্লিনিকের সংস্কারকাজ শেষ হতে না হতেই টাইলস উঠে গেছে। অন্যান্য কাজও নিম্নমানের হওয়ায় সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছে ক্লিনিক কর্তৃপক্ষ।
সরেজমিনে হেলাপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে হেলাপুর কমিউনিটি ক্লিনিকটি পুনঃসংস্কারে সাড়ে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাওন এন্টারপ্রাইজ।
ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় দুই মাস আগে কাজ শুরু করে। কাজের মধ্যে ছিল ক্লিনিক ভবনের রং করা, ইলেকট্রিক, স্যানিটারি, ফ্লোর, দেয়াল ও বাথরুম টাইলস, দরজা-জানালা মেরামত, ভবনের ছাদে নেট ফেডেন স্টোনসহ পুরো ক্লিনিককে ব্যবহার উপযোগী করা।
ক্লিনিকের দায়িত্বরত হেলথ প্রোভাইডার তাহমিনা ওয়াহিদ বলেন, ফলস ছাদে যে পরিমাণ ফিটনেস দেওয়ার কথা ছিল, তা পরিমাণমতো দেওয়া হয়নি। ভবনের রং ঠিকমতো করা হয়নি। পুরোনো ভবনের রং করা দেয়াল থেকে রং না ছাড়িয়ে কোনো ধরনের ক্লিপিং ছাড়াই সামান্য সিমেন্ট ও বালুর পরিমাণ বেশি দিয়ে টাইলস লাগানো হয়। ফলে এক মাসের মাথায় মেঝে ও দেয়ালের টাইলস উঠে যাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য ও কমিউনিটি ক্লিনিকের সভাপতি মো. ফজলুর রহমান বলেন, ক্লিনিকের সংস্কারকাজের মান খুবই খারাপ। পরিমাণমতো সিমেন্ট না দিয়ে অতিরিক্ত বালু ব্যবহার করে টাইলস লাগানোর কারণে তা উঠে গেছে। এ কারণে স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দেন।
কাজে অনিয়মের বিষয়টি অস্বীকার করে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি সঠিকভাবে কাজ করেছি। কেউ যদি ইচ্ছে করে টাইলস তুলে নেয়, তাহলে আমি কী করব? কাজের জন্য আমার এক বছরের সিকিউরিটি জমা আছে। অনিয়ম হলে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সেটি দেখবে। কোনো অনিয়ম হলে আমি অবশ্যই তা মেরামত করে দেব।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ফেরদৌস আক্তার বলেন, ‘পুনঃসংস্কার কাজে ঠিকাদারের অনিয়মের অভিযোগ পেয়েছি। আমরা সরেজমিনে পরিদর্শন করে কাজে অনিয়মের সত্যতাও পেয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি সঠিকভাবে করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এখনো ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি। বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানিয়েছি।’
মৌলভীবাজার জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুল হক বলেন, ‘কাজ বন্ধের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের জানিয়েছে। সরেজমিনে ক্লিনিকটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাজে কোনো অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি কমিউনিটি ক্লিনিকের ভবনের পুনঃসংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলাপুর ক্লিনিকের সংস্কারকাজ শেষ হতে না হতেই টাইলস উঠে গেছে। অন্যান্য কাজও নিম্নমানের হওয়ায় সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছে ক্লিনিক কর্তৃপক্ষ।
সরেজমিনে হেলাপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে হেলাপুর কমিউনিটি ক্লিনিকটি পুনঃসংস্কারে সাড়ে ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাওন এন্টারপ্রাইজ।
ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় দুই মাস আগে কাজ শুরু করে। কাজের মধ্যে ছিল ক্লিনিক ভবনের রং করা, ইলেকট্রিক, স্যানিটারি, ফ্লোর, দেয়াল ও বাথরুম টাইলস, দরজা-জানালা মেরামত, ভবনের ছাদে নেট ফেডেন স্টোনসহ পুরো ক্লিনিককে ব্যবহার উপযোগী করা।
ক্লিনিকের দায়িত্বরত হেলথ প্রোভাইডার তাহমিনা ওয়াহিদ বলেন, ফলস ছাদে যে পরিমাণ ফিটনেস দেওয়ার কথা ছিল, তা পরিমাণমতো দেওয়া হয়নি। ভবনের রং ঠিকমতো করা হয়নি। পুরোনো ভবনের রং করা দেয়াল থেকে রং না ছাড়িয়ে কোনো ধরনের ক্লিপিং ছাড়াই সামান্য সিমেন্ট ও বালুর পরিমাণ বেশি দিয়ে টাইলস লাগানো হয়। ফলে এক মাসের মাথায় মেঝে ও দেয়ালের টাইলস উঠে যাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য ও কমিউনিটি ক্লিনিকের সভাপতি মো. ফজলুর রহমান বলেন, ক্লিনিকের সংস্কারকাজের মান খুবই খারাপ। পরিমাণমতো সিমেন্ট না দিয়ে অতিরিক্ত বালু ব্যবহার করে টাইলস লাগানোর কারণে তা উঠে গেছে। এ কারণে স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দেন।
কাজে অনিয়মের বিষয়টি অস্বীকার করে মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি সঠিকভাবে কাজ করেছি। কেউ যদি ইচ্ছে করে টাইলস তুলে নেয়, তাহলে আমি কী করব? কাজের জন্য আমার এক বছরের সিকিউরিটি জমা আছে। অনিয়ম হলে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সেটি দেখবে। কোনো অনিয়ম হলে আমি অবশ্যই তা মেরামত করে দেব।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ফেরদৌস আক্তার বলেন, ‘পুনঃসংস্কার কাজে ঠিকাদারের অনিয়মের অভিযোগ পেয়েছি। আমরা সরেজমিনে পরিদর্শন করে কাজে অনিয়মের সত্যতাও পেয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি সঠিকভাবে করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এখনো ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি। বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানিয়েছি।’
মৌলভীবাজার জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুল হক বলেন, ‘কাজ বন্ধের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের জানিয়েছে। সরেজমিনে ক্লিনিকটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাজে কোনো অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে