কেউ নির্বাচনে এল কি না, দেখার বিষয় না

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ০৬: ৪৪
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৩: ৪৬

‘তত্ত্বাবধায়ক সরকার এ দেশে আর আসবে না। নির্বাচন হবে, যাঁরা নির্বাচিত প্রতিনিধি, যারা সরকার গঠন করেছেন, সেই সরকারের অধীনই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচনে এল কি না, সেটা দেখার বিষয় না। আওয়ামী লীগ সরকার নির্ধারিত সময়েই নির্বাচন দেবে।’

গতকাল সোমবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক চিফ হুইপ ও সাংসদ আ স ম ফিরোজ।

কর্মিসভায় ফিরোজ আরও বলেন, ‘খালেদা জিয়া ও তারেক জিয়া দুজনই সাজাপ্রাপ্ত আসামি। নির্বাচনী বিধি অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিরা নির্বাচন করতে পারবেন না। তাই বিএনপি অগণতান্ত্রিক পথে এসে দেশে অপশক্তি উত্থানের চেষ্টা করছে।’

কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নেছার উদ্দিন সিকদারের সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সামসুল আলম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম ফারুক, আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এরপর বেলা ৩টায় কালিশুরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত