সংবাদকর্মীদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০৯: ৫৪
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১১: ৪৫

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর প্রায় দুই বছর ঘরবন্দী জীবন। বাসা থেকে অফিস আর অফিস থেকে অ্যাসাইনমেন্ট—এই নিয়মে কাটছে সংবাদকর্মীদের সময়। চট্টগ্রামের সংবাদকর্মীদের মানসিক অবসাদ থেকে মুক্তি দিতে আয়োজন করা হয়েছে একটি ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) আয়োজনে আজ রোববার থেকে মাঠে নামছে ৬টি দল।

এর নাম দেওয়া হয়েছে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ফুটবল টুর্নামেন্ট। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স হলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টিসিজেএ সভাপতি এনামুল হক।

এটি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের সুস্থ ও সম্প্রীতির বন্ধন আরও মজবুত করবে বলে আশা প্রকাশ করেছেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. আলী আকবর।

চট্টগ্রামের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ভাগ হয়ে এই ৬ দলের হয়ে খেলবেন। দুটি গ্রুপে চ্যানেল আই, বৈশাখী টেলিভিশন, সময় টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন, গাজী টিভি ও চ্যানেল ২৪-এর নামে অংশ নিচ্ছেন তাঁরা।

গ্রুপ ‘এ’-তে রয়েছে চ্যানেল আই, বৈশাখী টিভি ও গাজী টিভি। গ্রুপ ‘বি’-তে পড়েছে মাছরাঙ্গা টিভি, চ্যানেল ২৪ ও সময় টিভি।

আজ রোববার সকাল ৭টা ৩০ মিনিটে এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম খেলার মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন হবে। এতে অতিথি থাকছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

খেলা পরিচালিত হবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও আয়োজক কমিটির আইন অনুযায়ী। প্রতি দলে ১২ জন করে খেলোয়াড় থাকবেন। খেলায় অংশ নেবেন ৯ জন করে। প্রতি দল ইচ্ছেমতো খেলোয়াড় বদল করতে পারবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত