বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারকে নির্বাচনের মাঠে স্বাগত জানিয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘আমি তৈমূর কাকাকে স্বাগত জানাই। আগামী ১৬ জানুয়ারি চাচা ভাতিজি নির্বাচন করব। এটা হবে চাচা-ভাতিজির নির্বাচন।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন আইভী। শহরের শেখ রাসেল নগর পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তৈমূর আলম খন্দকারের উদ্দেশে করে আইভী বলেন, ‘মানুষ যাঁকে চয়েজ করে তিনিই নির্বাচিত হবেন। তাঁরপরও আমি বলব, আপনি আলী আহাম্মদ চুনকার শিষ্য ছিলেন। আমি সব সময় সত্যের পক্ষে আছি, সত্য বলি। আপনিও সত্য কথা বলবেন। মিথ্যা অভিযোগ দেবেন না। রাসেল পার্ক, বাবুরাইল খাল, কোথাও টাকা বাড়ানো হয়নি। অন্যের কথা শুনে কথা বলবেন না। কেউ কেউ বলছেন বাবুরাইল খাল করে আমি জনদুর্ভোগ সৃষ্টি করেছি। আপনারা দেখেন এবং বলেন। এখানে কতগুলো বস্তি ছিল। এখানে কত অসামাজিক কাজ হতো। আজ এখানে রাসেল পার্ক হয়েছে। এখানকার পানি ও পরিবেশ অত্যন্ত মনোরম।’
আইভী নিজ এলাকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি যখন প্রথম ২০০৩ সালে নির্বাচন করেছিলাম তখন দেওভোগবাসী আমার পাশে ছিলেন। ফলে আমি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হতে পেরেছিলাম। দলমত-নির্বিশেষে বৃহত্তর দেওভোগের সবাই এক হয়ে আমার পক্ষে নির্বাচন করেছিল। ২০১১ সালে আমি সন্ত্রাস ও খুনিদের বিরুদ্ধে নির্বাচন করেছিলাম। ওই সময়েও সমগ্র দেওভোগবাসী এক হয়ে আমাকে সাপোর্ট দিয়েছিল, যার ফলে আমি জয় পেয়েছি। আমি ২৭টি ওয়ার্ডে কাজ করেছি। কিন্তু দেওভোগ সর্বক্ষণ আমাকে সাহস দিয়েছে।’
এদিকে নাসিক নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনী স্লোগান নির্ধারণ করেছে। এবার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর স্লোগান হবে ‘সবুজ শ্যামল জনপদ, নগর গড়ি নিরাপদ’। গত বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তনে এই স্লোগান প্রকাশ করা হয়। জেলার ১৪ দলীয় জোটের আয়োজিত সমাবেশে আইভীকে নৌকা তুলে দেন জোটের নেতারা।
এ সময় আইভী বলেন, ‘২০১১ সালে যখন মেয়র প্রার্থী হই তখন ১৪ দলের নেতারা আমাকে প্রথমে সমর্থন দিয়ে কাজ করেছিল। আমি তখন সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম। তখন স্লোগান ছিল ‘‘নয় শঙ্কা নয় ভয়, শহর হবে শান্তিময়’’। এবার আমি নারায়ণগঞ্জের নগরকে সবুজায়ন করতে কাজ করছি। মাঠ দখলমুক্ত করে বাবুরাইল খালসহ অনেক কিছু করছি। আশা করছি নারায়ণগঞ্জবাসী আমাকে আবারও উন্নয়নের সুযোগ দেবেন।’
ওই সভায় সভাপতিত্ব করেন ১৪ দলের সমন্বয়ক আনোয়ার হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, ন্যাপের জেলা সম্পাদক আওলাদ হোসেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত।
আরে আগে বুধবার মনোনয়নপত্র দাখিল শেষে আইভী তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী বিষয়ে নানান মন্তব্য করেন। এ সময় তৈমূর আলম খন্দকারের নির্বাচনে আসা নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও জানিয়ে দেন।
বুধবার মনোনয়নপত্র দাখিলের সময়সূচি শেষে মেয়র পদে সর্বমোট নাম এসেছে ৮ জনের। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ, খেলাফত মজলিশের প্রার্থী সিরাজুল মামুন, স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ, খেলাফত আন্দোলনের প্রার্থী জসীম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম ও কল্যাণ পার্টির প্রার্থী রাশেদ ফেরদৌস। ২০ ডিসেম্বর এই ৮ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করা হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারকে নির্বাচনের মাঠে স্বাগত জানিয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘আমি তৈমূর কাকাকে স্বাগত জানাই। আগামী ১৬ জানুয়ারি চাচা ভাতিজি নির্বাচন করব। এটা হবে চাচা-ভাতিজির নির্বাচন।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন আইভী। শহরের শেখ রাসেল নগর পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তৈমূর আলম খন্দকারের উদ্দেশে করে আইভী বলেন, ‘মানুষ যাঁকে চয়েজ করে তিনিই নির্বাচিত হবেন। তাঁরপরও আমি বলব, আপনি আলী আহাম্মদ চুনকার শিষ্য ছিলেন। আমি সব সময় সত্যের পক্ষে আছি, সত্য বলি। আপনিও সত্য কথা বলবেন। মিথ্যা অভিযোগ দেবেন না। রাসেল পার্ক, বাবুরাইল খাল, কোথাও টাকা বাড়ানো হয়নি। অন্যের কথা শুনে কথা বলবেন না। কেউ কেউ বলছেন বাবুরাইল খাল করে আমি জনদুর্ভোগ সৃষ্টি করেছি। আপনারা দেখেন এবং বলেন। এখানে কতগুলো বস্তি ছিল। এখানে কত অসামাজিক কাজ হতো। আজ এখানে রাসেল পার্ক হয়েছে। এখানকার পানি ও পরিবেশ অত্যন্ত মনোরম।’
আইভী নিজ এলাকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি যখন প্রথম ২০০৩ সালে নির্বাচন করেছিলাম তখন দেওভোগবাসী আমার পাশে ছিলেন। ফলে আমি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হতে পেরেছিলাম। দলমত-নির্বিশেষে বৃহত্তর দেওভোগের সবাই এক হয়ে আমার পক্ষে নির্বাচন করেছিল। ২০১১ সালে আমি সন্ত্রাস ও খুনিদের বিরুদ্ধে নির্বাচন করেছিলাম। ওই সময়েও সমগ্র দেওভোগবাসী এক হয়ে আমাকে সাপোর্ট দিয়েছিল, যার ফলে আমি জয় পেয়েছি। আমি ২৭টি ওয়ার্ডে কাজ করেছি। কিন্তু দেওভোগ সর্বক্ষণ আমাকে সাহস দিয়েছে।’
এদিকে নাসিক নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনী স্লোগান নির্ধারণ করেছে। এবার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর স্লোগান হবে ‘সবুজ শ্যামল জনপদ, নগর গড়ি নিরাপদ’। গত বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তনে এই স্লোগান প্রকাশ করা হয়। জেলার ১৪ দলীয় জোটের আয়োজিত সমাবেশে আইভীকে নৌকা তুলে দেন জোটের নেতারা।
এ সময় আইভী বলেন, ‘২০১১ সালে যখন মেয়র প্রার্থী হই তখন ১৪ দলের নেতারা আমাকে প্রথমে সমর্থন দিয়ে কাজ করেছিল। আমি তখন সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম। তখন স্লোগান ছিল ‘‘নয় শঙ্কা নয় ভয়, শহর হবে শান্তিময়’’। এবার আমি নারায়ণগঞ্জের নগরকে সবুজায়ন করতে কাজ করছি। মাঠ দখলমুক্ত করে বাবুরাইল খালসহ অনেক কিছু করছি। আশা করছি নারায়ণগঞ্জবাসী আমাকে আবারও উন্নয়নের সুযোগ দেবেন।’
ওই সভায় সভাপতিত্ব করেন ১৪ দলের সমন্বয়ক আনোয়ার হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, ন্যাপের জেলা সম্পাদক আওলাদ হোসেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত।
আরে আগে বুধবার মনোনয়নপত্র দাখিল শেষে আইভী তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী বিষয়ে নানান মন্তব্য করেন। এ সময় তৈমূর আলম খন্দকারের নির্বাচনে আসা নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও জানিয়ে দেন।
বুধবার মনোনয়নপত্র দাখিলের সময়সূচি শেষে মেয়র পদে সর্বমোট নাম এসেছে ৮ জনের। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ, খেলাফত মজলিশের প্রার্থী সিরাজুল মামুন, স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ, খেলাফত আন্দোলনের প্রার্থী জসীম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম ও কল্যাণ পার্টির প্রার্থী রাশেদ ফেরদৌস। ২০ ডিসেম্বর এই ৮ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে