আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাতে শেষ হয়েছে প্রচার। তবে এর আগে চেয়ারম্যান পদে নৌকা, স্বতন্ত্র, সাধারণ ও সংরক্ষিত সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীদের বিরুদ্ধে প্রচারবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
বিধি লঙ্ঘন করা প্রার্থীদের একজন হলেন তিলকপুর ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) রেজাউল করিম রেজা। তিনি তাঁর নির্বাচনী এলাকায় পথসভায় একটি প্রচার মাইক যন্ত্রে দুটি হর্ন ব্যবহার করে পথসভায় বক্তব্য দিয়েছেন। অপর দিকে গোপীনাথপুর ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ জোয়ারদারের পোস্টার আবাদপুর গ্রামের বিভিন্ন দেয়ালে সাঁটানো হয়েছে। একই স্থানে তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী আব্দুল খালেক মোল্লার, মোরগ প্রতীকের আকরাম উদ্দীন মণ্ডলের পোস্টার দেয়ালে সাঁটানো হয়েছে। সোনামুখী ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী ডি. এম রাহেল ইমামের পোস্টার অনন্তপুর গ্রামে দেয়ালে সাঁটানো হয়েছে।
একইভাবে বিধি লঙ্ঘন করেছেন রুকিন্দীপুর ইউপির সাত নম্বর সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকের প্রার্থী ফরিদ হায়দার। তিনি তাঁর ওয়ার্ডে ব্যাটারিচালিত ২০০টি অটোভ্যানে ভোটার ও শিশুদের নিয়ে এলাকায় মহড়া এবং রাতে প্রায় ৩০০ মোটরসাইকেলের শো-ডাউন করেছেন।
ইউপি নির্বাচনের আচরণ বিধিমালায় উল্লেখ আছে, নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা কোনোরূপ শো-ডাউন করা যাবে না। এই বিধি কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে লঙ্ঘন করলে অনধিক ৬ (ছয়) মাসের কারাদণ্ড-অথবা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচটি ইউপিতে ৪৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ওই পাঁচ ইউপিতে মোট ভোটার ৯৫ হাজার ৩৪৮ জন। চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত আসনে সদস্য ৬৫, সাধারণ আসনে সদস্য ১৬৯ প্রার্থী রয়েছেন। একজন চেয়ারম্যান ও একজন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গোপীনাথপুর ইউপির স্থানীয় ভোটার আজিম উদ্দিন বলেন, কোনো প্রার্থী নির্বাচনী বিধি মেনে প্রচারণা চালাচ্ছেন না। যে যাঁর মতো করে লোকজন জড়ো করে হইচই করেছেন।
গতকাল মঙ্গলবার জানতে চাইলে সোনামুখী ইউপির নৌকা প্রতীকের প্রার্থী ডি. এম রাহেল ইমাম বলেন, ‘শেষ দিনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। কোথাও প্রচারবিধি ভঙ্গ করা হচ্ছে না। তবে কিছু কিছু জায়গাতে ছোট ছেলেপেলেরা না বুঝে শখের বসে দেয়ালে পোস্টার সাঁটিয়েছে। আমি সেগুলো সরিয়ে ফেলব।’
গোপীনাথপুর ইউপির নৌকার প্রার্থী আবু সাঈদ জোয়ারদার বলেন, ‘নির্বাচনী প্রচারের শেষ দিন রাত ১০টা পর্যন্ত আমার প্রচারণা চলবে। গ্রামের কোথাও দেয়ালে পোস্টার সাঁটানো রয়েছে, সেটি আমার জানা নেই।’
রুকিন্দীপুর ইউপির সাত নম্বর সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকের প্রার্থী ফরিদ হায়দার বলেন, ‘আমাকে গ্রামের লোকজন ভালোবেসে তাঁদের নিজেদের ইচ্ছায় নিজ খরচে এলাকায় ভ্যান ও মোটরসাইকেলে শো-ডাউন করেছেন। সেখানে আমি ছিলাম না, নির্বাচনী বিধি লঙ্ঘন হয়েছে কিনা আমি জানি না।’
তিলকপুর ইউপিতে চেয়ারম্যান পদে (স্বতন্ত্র) ঘোড়া মার্কার প্রার্থী রেজাউল করিম বলেন, ‘ভুল করে নির্বাচনী পথসভায় দুটি হর্ন ব্যবহার করেছি। তবে আজকে (গতকাল মঙ্গলবার) আর কোনো মাইক বের করিনি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা সূদীপ কুমার রায় বলেন, প্রচারবিধি মানাতে প্রার্থীদের নিয়ে একাধিকবার বৈঠক করা হয়েছে। তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে। তবে বিধি মানা হচ্ছে না, এ ধরনের কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।
ইউপি নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার রাত আটটা পর্যন্ত নির্বাচনী প্রচার মাইক চলার কথা। আর রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা তাঁদের নিজ এলাকায় প্রচার চালাতে পারবেন।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাতে শেষ হয়েছে প্রচার। তবে এর আগে চেয়ারম্যান পদে নৌকা, স্বতন্ত্র, সাধারণ ও সংরক্ষিত সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীদের বিরুদ্ধে প্রচারবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
বিধি লঙ্ঘন করা প্রার্থীদের একজন হলেন তিলকপুর ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) রেজাউল করিম রেজা। তিনি তাঁর নির্বাচনী এলাকায় পথসভায় একটি প্রচার মাইক যন্ত্রে দুটি হর্ন ব্যবহার করে পথসভায় বক্তব্য দিয়েছেন। অপর দিকে গোপীনাথপুর ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ জোয়ারদারের পোস্টার আবাদপুর গ্রামের বিভিন্ন দেয়ালে সাঁটানো হয়েছে। একই স্থানে তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী আব্দুল খালেক মোল্লার, মোরগ প্রতীকের আকরাম উদ্দীন মণ্ডলের পোস্টার দেয়ালে সাঁটানো হয়েছে। সোনামুখী ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী ডি. এম রাহেল ইমামের পোস্টার অনন্তপুর গ্রামে দেয়ালে সাঁটানো হয়েছে।
একইভাবে বিধি লঙ্ঘন করেছেন রুকিন্দীপুর ইউপির সাত নম্বর সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকের প্রার্থী ফরিদ হায়দার। তিনি তাঁর ওয়ার্ডে ব্যাটারিচালিত ২০০টি অটোভ্যানে ভোটার ও শিশুদের নিয়ে এলাকায় মহড়া এবং রাতে প্রায় ৩০০ মোটরসাইকেলের শো-ডাউন করেছেন।
ইউপি নির্বাচনের আচরণ বিধিমালায় উল্লেখ আছে, নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা কোনোরূপ শো-ডাউন করা যাবে না। এই বিধি কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে লঙ্ঘন করলে অনধিক ৬ (ছয়) মাসের কারাদণ্ড-অথবা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচটি ইউপিতে ৪৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ওই পাঁচ ইউপিতে মোট ভোটার ৯৫ হাজার ৩৪৮ জন। চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত আসনে সদস্য ৬৫, সাধারণ আসনে সদস্য ১৬৯ প্রার্থী রয়েছেন। একজন চেয়ারম্যান ও একজন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গোপীনাথপুর ইউপির স্থানীয় ভোটার আজিম উদ্দিন বলেন, কোনো প্রার্থী নির্বাচনী বিধি মেনে প্রচারণা চালাচ্ছেন না। যে যাঁর মতো করে লোকজন জড়ো করে হইচই করেছেন।
গতকাল মঙ্গলবার জানতে চাইলে সোনামুখী ইউপির নৌকা প্রতীকের প্রার্থী ডি. এম রাহেল ইমাম বলেন, ‘শেষ দিনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। কোথাও প্রচারবিধি ভঙ্গ করা হচ্ছে না। তবে কিছু কিছু জায়গাতে ছোট ছেলেপেলেরা না বুঝে শখের বসে দেয়ালে পোস্টার সাঁটিয়েছে। আমি সেগুলো সরিয়ে ফেলব।’
গোপীনাথপুর ইউপির নৌকার প্রার্থী আবু সাঈদ জোয়ারদার বলেন, ‘নির্বাচনী প্রচারের শেষ দিন রাত ১০টা পর্যন্ত আমার প্রচারণা চলবে। গ্রামের কোথাও দেয়ালে পোস্টার সাঁটানো রয়েছে, সেটি আমার জানা নেই।’
রুকিন্দীপুর ইউপির সাত নম্বর সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকের প্রার্থী ফরিদ হায়দার বলেন, ‘আমাকে গ্রামের লোকজন ভালোবেসে তাঁদের নিজেদের ইচ্ছায় নিজ খরচে এলাকায় ভ্যান ও মোটরসাইকেলে শো-ডাউন করেছেন। সেখানে আমি ছিলাম না, নির্বাচনী বিধি লঙ্ঘন হয়েছে কিনা আমি জানি না।’
তিলকপুর ইউপিতে চেয়ারম্যান পদে (স্বতন্ত্র) ঘোড়া মার্কার প্রার্থী রেজাউল করিম বলেন, ‘ভুল করে নির্বাচনী পথসভায় দুটি হর্ন ব্যবহার করেছি। তবে আজকে (গতকাল মঙ্গলবার) আর কোনো মাইক বের করিনি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা সূদীপ কুমার রায় বলেন, প্রচারবিধি মানাতে প্রার্থীদের নিয়ে একাধিকবার বৈঠক করা হয়েছে। তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে। তবে বিধি মানা হচ্ছে না, এ ধরনের কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।
ইউপি নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার রাত আটটা পর্যন্ত নির্বাচনী প্রচার মাইক চলার কথা। আর রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা তাঁদের নিজ এলাকায় প্রচার চালাতে পারবেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে