বেলাব (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর বাজারের চালপট্টি এলাকার অটোরিকশা স্ট্যান্ড থেকে কলেজ হয়ে খেলার মাঠ পর্যন্ত রাস্তাটি বেহাল। ইট বিছানো এই রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙে গেছে। তৈরি হয়েছে ছোট বড় গর্ত। তা ছাড়া ওই বাজারে কোনো নালা ব্যবস্থাপনা নেই। তাই সামান্য বৃষ্টিতেই এই সব গর্তে পানি জমে যায় এবং তলিয়ে যায় রাস্তা। এতে দুর্ভোগে পড়ে স্থানীয় মানুষ। স্থানীয় বাসিন্দারা বলছেন জলাবদ্ধতা নিরসনের জন্য বাজারের নালা ব্যবস্থাপনা তৈরি করা দরকার এবং মেরামত করা দরকার রাস্তাটি।
সরেজমিনে দেখা যায়, রাস্তাটির একাংশ পানিতে ডুবে আছে। তা ছাড়া কর্দমাক্ত রাস্তায় অনেক কষ্টে চলাচল করছে পথচারীরা। বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন এই রাস্তায় ২০০ থেকে ৩০০ যানবাহন চলাচল করে। এর মধ্যে রয়েছে ব্যাটারিচালিত ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা রয়েছে।
এ রাস্তায় রয়েছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। যেমন নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণপুর সরাফত উল্লাহ্ উচ্চবিদ্যালয়, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়। রয়েছে প্রায় ২ শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান। তাই এই পথে প্রতিদিন ব্যবসায়ী, চাকরিজীবী ও শিক্ষার্থীরা চলাচল করে।
নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র মো. রনি বলেন, ‘আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে কলেজে আসা যাওয়া করি। রাস্তায় জলাবদ্ধতার কারণে আমাদের হাঁটাচলা করতে সমস্যা হয়। মাঝেমধ্যে পা ফসকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে। আমরা এই পরিস্থিতির পরিবর্তন চাই।’
ইলেকট্রিক ও হার্ডওয়্যার ব্যবসায়ী আরিফুল হক নাদিম বলেন, ‘রাস্তায় জলাবদ্ধতার কারণে আমাদের ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে। এভাবে পানি জমে থাকলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে।’
নারায়ণপুর সরাফত উল্লাহ্ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান বলেন, ‘রাস্তাটির অবস্থা অনেক খারাপ। রাস্তাটা দিয়ে ছাত্র ছাত্রী সহ জনগণের চলাচলের একেবারে অনুপযোগী। এই রাস্তায় হেঁটে যাতায়াত করাও কষ্টকর। আমাদের স্কুলেরই অনেক ছাত্র-ছাত্রী এই পথে যাওয়া আসা করে। রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি।’
নারায়ণপুর বাজার সমবায় (বণিক) সমিতি সভাপতি মো. খায়রুল মিয়া বলেন, ‘দ্রুত এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেব।’
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন খান সেন্টু বলেন, রাস্তাটির অবস্থা অনেক খারাপ। তা ছাড়া এই রাস্তা কিছুটা ঢালু। তাই রাস্তা থেকে পানি সরতে পারে না এবং পানি জমে থাকে। তাই দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে রাস্তাটি সংস্কার করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, ‘দ্রুত নালার ব্যবস্থা করে দেব যেন রাস্তায় পানি না জমে এবং চলাচলের উপযোগী হয়।’
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর বাজারের চালপট্টি এলাকার অটোরিকশা স্ট্যান্ড থেকে কলেজ হয়ে খেলার মাঠ পর্যন্ত রাস্তাটি বেহাল। ইট বিছানো এই রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙে গেছে। তৈরি হয়েছে ছোট বড় গর্ত। তা ছাড়া ওই বাজারে কোনো নালা ব্যবস্থাপনা নেই। তাই সামান্য বৃষ্টিতেই এই সব গর্তে পানি জমে যায় এবং তলিয়ে যায় রাস্তা। এতে দুর্ভোগে পড়ে স্থানীয় মানুষ। স্থানীয় বাসিন্দারা বলছেন জলাবদ্ধতা নিরসনের জন্য বাজারের নালা ব্যবস্থাপনা তৈরি করা দরকার এবং মেরামত করা দরকার রাস্তাটি।
সরেজমিনে দেখা যায়, রাস্তাটির একাংশ পানিতে ডুবে আছে। তা ছাড়া কর্দমাক্ত রাস্তায় অনেক কষ্টে চলাচল করছে পথচারীরা। বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন এই রাস্তায় ২০০ থেকে ৩০০ যানবাহন চলাচল করে। এর মধ্যে রয়েছে ব্যাটারিচালিত ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা রয়েছে।
এ রাস্তায় রয়েছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। যেমন নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণপুর সরাফত উল্লাহ্ উচ্চবিদ্যালয়, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়। রয়েছে প্রায় ২ শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান। তাই এই পথে প্রতিদিন ব্যবসায়ী, চাকরিজীবী ও শিক্ষার্থীরা চলাচল করে।
নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র মো. রনি বলেন, ‘আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে কলেজে আসা যাওয়া করি। রাস্তায় জলাবদ্ধতার কারণে আমাদের হাঁটাচলা করতে সমস্যা হয়। মাঝেমধ্যে পা ফসকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে। আমরা এই পরিস্থিতির পরিবর্তন চাই।’
ইলেকট্রিক ও হার্ডওয়্যার ব্যবসায়ী আরিফুল হক নাদিম বলেন, ‘রাস্তায় জলাবদ্ধতার কারণে আমাদের ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে। এভাবে পানি জমে থাকলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে।’
নারায়ণপুর সরাফত উল্লাহ্ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান বলেন, ‘রাস্তাটির অবস্থা অনেক খারাপ। রাস্তাটা দিয়ে ছাত্র ছাত্রী সহ জনগণের চলাচলের একেবারে অনুপযোগী। এই রাস্তায় হেঁটে যাতায়াত করাও কষ্টকর। আমাদের স্কুলেরই অনেক ছাত্র-ছাত্রী এই পথে যাওয়া আসা করে। রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি।’
নারায়ণপুর বাজার সমবায় (বণিক) সমিতি সভাপতি মো. খায়রুল মিয়া বলেন, ‘দ্রুত এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেব।’
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন খান সেন্টু বলেন, রাস্তাটির অবস্থা অনেক খারাপ। তা ছাড়া এই রাস্তা কিছুটা ঢালু। তাই রাস্তা থেকে পানি সরতে পারে না এবং পানি জমে থাকে। তাই দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে রাস্তাটি সংস্কার করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, ‘দ্রুত নালার ব্যবস্থা করে দেব যেন রাস্তায় পানি না জমে এবং চলাচলের উপযোগী হয়।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে