স্বচ্ছ পানিতে ফারুক খানের নৌকা

শেখ জাবেরুল ইসলাম, গোপালগঞ্জ
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ১২

দলে তিনি ছাড়া বিকল্প প্রার্থী নেই। এমনকি দলীয় কোনো নেতারও বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই। বিরোধী শিবির অনেকটাই নিষ্প্রভ। এমতাবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গোপালগঞ্জ-১ আসনে এমনিতে এগিয়ে যাওয়ার পথ বাধাহীন হয়ে আছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের। এ নির্ভার পরিস্থিতির জন্য তাঁর নিজের অবদানও কম নয়। ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত টানা পাঁচবার দখলে রেখেছেন আসনটি।

গোপালগঞ্জ জেলা মানেই আওয়ামী লীগ। ঐতিহাসিক সত্য কথাটি এখনো রাজনীতির মাঠে বিরাজমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মজেলা এটি। আওয়ামী লীগের ঘাঁটি না হয়ে যায় কোথায়! বর্তমানেও জেলার বেশির ভাগ মানুষই আওয়ামী লীগের সমর্থক। ১৯৮৪ সালে গোপালগঞ্জ জেলা হয়। এ জেলায় তিনটি সংসদীয় আসনের মধ্যে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গোপালগঞ্জ-১ আসন। 
আসনের বর্তমান এমপি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান। ১৯৯১ সাল থেকে একটানা আওয়ামী লীগের দখলে রয়েছে আসনটি। ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী আব্দুর রশিদ এ আসন থেকে এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত এমপি হয়ে আসছেন ফারুক খান। আগামী নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচন করবেন, তা প্রায় নিশ্চিত। এখন পর্যন্ত এ আসনে আওয়ামী লীগের মধ্যে প্রকাশ্য বিরোধ দেখা যায়নি। দলটির নেতা-কর্মীরা বলছেন, দলে কোনো কোন্দল নেই। তাঁরা ফারুক খানের নেতৃত্বেই এগিয়ে যাবেন।

গোপালগঞ্জের প্রায় সব আসনেই বিএনপি তেমন পাত্তা পায় না। এ আসনেও সে চিত্রের দেখা মেলে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর আগে আসনটিতে বিএনপির কার্যক্রম তেমন দেখাই যাচ্ছে না। তবে দলটির বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, নির্বাচনে অংশ নিলে দলটির মনোনয়ন পেতে পারেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। আসনে তৎপরতা তেমন না থাকায় কোন্দলও তেমন চোখে পড়ছে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন চাইতে পারেন গোপালগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান ও সভাপতি মো. নুর ইসলাম শেখ লেলিন। জাতীয় পার্টি থেকে দলের পক্ষে মনোনয়নপ্রত্যাশী জাতীয় যুব সংহতির ত্রাণবিষয়ক সম্পাদক ও কাশিয়ানী থানা কমিটির সাধারণ সম্পাদক শেখ মান্নান মুন্নু।

এককথায় বলতে গেলে, নির্বাচনে এমন সাদামাটা আসন খুব কমই আছে। স্থানীয় একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী নির্বাচনেও আওয়ামী লীগই বাজিমাত করবে। যদিও দলটি এ আসনে এখনো নির্বাচনী কার্যক্রম শুরুই করেনি। তবে দিবসকেন্দ্রিক কর্মসূচিতে সরকারের উন্নয়নের বার্তা দিচ্ছেন স্থানীয় নেতারা। বর্তমান এমপির পক্ষ থেকে চলছে এ কার্যক্রম। স্বচ্ছ পানিতে এগিয়ে যাচ্ছে ফারুক খানের নৌকা।

নির্বাচনী পরিসংখ্যান বলছে, বেশির ভাগ সময় নির্বাচনে জিতে এমপি হতে তেমন বেগ পেতে হয়নি ফারুক খানকে। ২০০১ সাল বাদে প্রতিবারই তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্বাচনী জামানত হারানোর মতো পরিস্থিতিতে পড়েন। গত নির্বাচনে তো একাই তিন লাখ ভোট পেয়েছেন তিনি। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ—কোনো দল তাঁর কাছে ভিড়তেই পারেনি। বইঠা চালিয়ে দ্রুতলয়ে এগিয়ে গেছেন এ নেতা।

বেশির ভাগ আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলছেন, এবারও তার ব্যতিক্রম হবে না। এ আসনে সুষ্ঠু ভোটের দাবির কথাও শোনা যাচ্ছে না বিরোধী নেতা-কর্মীদের মুখে। বিএনপির অনেক নেতা-কর্মীর সঙ্গে তো যোগাযোগও করতে পারছেন না এলাকার কর্মীরা। দিশেহারা হয়ে মাঠের বাইরে নিশ্চুপ তাঁরা। তবে এ সংকট কাটিয়ে দল গোছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন কয়েকজন নেতা।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, তাঁদের ভাবনা এখন আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে। এ জন্য নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম তেমন দেখা যাচ্ছে না। বিএনপি ছাড়া বাকিদের মাঠে উপস্থিতি থাকলেও দেখা যাচ্ছে খুব কম।

মুকসুদপুর এবং সিঙ্গা, হাতিয়াড়া, পুইশুর, বেথুড়ী, নিজামকান্দি, ওড়াকান্দি, ফুকরা ইউনিয়ন ব্যতীত কাশিয়ানী উপজেলা রয়েছে এ আসনের আওতায়। মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৬৫৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৬৬৬ জন এবং নারী ভোটার ২ লাখ ২ হাজার ৯৮৯ জন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত