জমি বিরোধের জেরে নারীকে কুপিয়ে জখম

মুলাদী প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ০৭: ০৪
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১০: ৪৯

মুলাদীতে জমি বিরোধের কারণে এক নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নারী রানু বেগম (৫৫) কাজিরচর কৃষ্ণরুদ্র গ্রামের ইসাহাক খন্দকারের স্ত্রী। তিনি বাবার বাড়িতে এসে প্রতিপক্ষের হামলায় আহত হন। চরকমিশনার গ্রামের হাকিম মল্লিকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ওই নারী।

রানু বেগম জানান, চরকমিশনার মৌজার তাঁর বাবার ১০-১২ বিঘা জমি রয়েছে। সম্প্রতি হাকিম মল্লিক, তাঁর ভাই হাবিব মল্লিক ও তাঁদের লোকজন ৪ বিঘা জমির মালিকানা দাবি করে দখলের চেষ্টা চালায়। রানু বেগমের লোকজন ওই জমির ধান তুলে নিয়েছেন এবং ধানের খড় কেটে জমিতে রেখে দেন। সোমবার বিকেলে হাকিম মল্লিকের লোকজন জমি থেকে খড় বাড়িতে নেওয়া শুরু করেন। ওই সময় রানু বেগম খড় নিতে নিষেধ করলে তারা হামলা চালিয়ে কুপিয়ে তাকে জখম করে।

রানু বেগমের চিৎকারে পার্শ্ববর্তী এলাকার লোকজন এসে তাঁকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রানু বেগমের স্বামী বাদী হয়ে মুলাদী থানায় অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে হাকিম মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, থানার উপপরিদর্শক বি এম সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত