সনি আজাদ, চারঘাট
চারঘাট উপজেলার রেলওয়ে স্টেশনের আশপাশের জায়গা দিন দিন প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। এসব জায়গা দখল করে দোকানপাট নির্মাণসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। তবে দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চারঘাট উপজেলায় সরদহ স্টেশন ও নন্দনগাছী স্টেশন নামে দুটি রেলস্টেশন রয়েছে। স্টেশন দুটি ১৯৩০ সালে চালু করা হয়। উপজেলায় রেল বিভাগের প্রায় ৬০০ বিঘা জমি রয়েছে। কিন্তু বর্তমানে রেলের জমিতে গড়ে উঠছে নতুন নতুন পাকা ইমারত। স্টেশনসংলগ্ন এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। রেলওয়ের পশ্চিম অঞ্চলের পাকশী ভূসম্পত্তি কার্যালয়ের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে উৎকোচের মাধ্যমে নামকাওয়াস্তে লিজ ও ভুয়া কাগজপত্র তৈরি করে এসব জমি দখল করে নিয়েছে স্থানীয় দালাল চক্র।
গত বৃহস্পতিবার রেলস্টেশন দুটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, রেলওয়ের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে দখল করে শতাধিক পাকা দোকানঘরসহ তিন শতাধিক স্থাপনা গড়ে তুলেছে দখলদারেরা। নন্দনগাছী স্টেশনের রেললাইনের দক্ষিণ পাশে মিজানুর রহমান ও তাহাজ উদ্দিন নামের দুই ব্যক্তি রেলের জমিতে পাকা মার্কেট নির্মাণ করছেন। রেললাইনের উত্তর পাশে সানাউল্লাহ ও মুকুল ইসলাম নির্মাণ করছেন আরও ছয়টি দোকান। সরদহ স্টেশনেও একই অবস্থা। হলিদাগাছী রেলগেটসহ আশপাশে মতিউর রহমান, জয়নাল হোসেন, মানিকসহ একাধিক ব্যক্তি রেলের জমিতে মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়েছেন। কিন্তু তাতে রেল বিভাগ নিশ্চুপ রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও কার্যত কোনো সফলতা আসে না। রাজনৈতিক নেতা ও স্থানীয় প্রভাবশালী অসাধু সিন্ডিকেট মাসোয়ারা নিয়ে স্থায়ীভাবে দখলদারিত্ব টিকিয়ে রেখেছে। সন্ধ্যা হলেই স্টেশনের এসব অবৈধ দোকানগুলোতে চলে মাদকসেবীদের আড্ডা। এতে সাধারণ যাত্রীরা পড়েন বিপাকে।
রেলওয়ের জমিতে মার্কেট নির্মাণে রেল দপ্তরের অনুমতি আছে কি না জানতে চাইলে নির্মাণকারী মিজানুর রহমান বলেন, ‘অনেকেই রেলের জমিতে দোকানঘর নির্মাণ করেছে, সে জন্য আমিও করছি। রেল দপ্তরের অনুমতি এখনো নেওয়া হয়নি। তবে মার্কেট নির্মাণের কাজ শেষ করে অনুমতির জন্য আবেদন করব।’
রেলের জমিতে পাকা দোকান নির্মাণকারী সানাউল্লাহ বলেন, ‘ধানি জমি হিসেবে লিজ নিয়েছি অনেক আগে। পরে আর মেয়াদ বাড়ানো হয়নি। ধানের আবাদ হচ্ছে না, সে জন্য দোকান নির্মাণ করে ভাড়া দেব। অনুমতির জন্য রেল দপ্তরে আবেদন করেছি, আশা করছি অনুমতি পাব।’
সরদহ স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল কবির বলেন, ‘রেলের জমি নানাভাবে প্রভাবশালীরা দখল করে আছে। আমরা বাধা দিলেও তারা শোনে না। এ ব্যাপারে রেলের ভূসম্পত্তি বিভাগ তদারকি করে। তাদের আমরা বিষয়টা জানিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের পশ্চিম অঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান বলেন, ‘সরদহ ও নন্দনগাছী এলাকায় রেলের সম্পত্তি দখলের বিষয়টি শুনেছি। দ্রুততম সময়ে রেলওয়ের পক্ষ থেকে নকশা অনুযায়ী জমি জরিপ করে দখলদারদের উচ্ছেদ করতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চারঘাট উপজেলার রেলওয়ে স্টেশনের আশপাশের জায়গা দিন দিন প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। এসব জায়গা দখল করে দোকানপাট নির্মাণসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। তবে দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চারঘাট উপজেলায় সরদহ স্টেশন ও নন্দনগাছী স্টেশন নামে দুটি রেলস্টেশন রয়েছে। স্টেশন দুটি ১৯৩০ সালে চালু করা হয়। উপজেলায় রেল বিভাগের প্রায় ৬০০ বিঘা জমি রয়েছে। কিন্তু বর্তমানে রেলের জমিতে গড়ে উঠছে নতুন নতুন পাকা ইমারত। স্টেশনসংলগ্ন এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। রেলওয়ের পশ্চিম অঞ্চলের পাকশী ভূসম্পত্তি কার্যালয়ের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে উৎকোচের মাধ্যমে নামকাওয়াস্তে লিজ ও ভুয়া কাগজপত্র তৈরি করে এসব জমি দখল করে নিয়েছে স্থানীয় দালাল চক্র।
গত বৃহস্পতিবার রেলস্টেশন দুটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, রেলওয়ের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে দখল করে শতাধিক পাকা দোকানঘরসহ তিন শতাধিক স্থাপনা গড়ে তুলেছে দখলদারেরা। নন্দনগাছী স্টেশনের রেললাইনের দক্ষিণ পাশে মিজানুর রহমান ও তাহাজ উদ্দিন নামের দুই ব্যক্তি রেলের জমিতে পাকা মার্কেট নির্মাণ করছেন। রেললাইনের উত্তর পাশে সানাউল্লাহ ও মুকুল ইসলাম নির্মাণ করছেন আরও ছয়টি দোকান। সরদহ স্টেশনেও একই অবস্থা। হলিদাগাছী রেলগেটসহ আশপাশে মতিউর রহমান, জয়নাল হোসেন, মানিকসহ একাধিক ব্যক্তি রেলের জমিতে মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়েছেন। কিন্তু তাতে রেল বিভাগ নিশ্চুপ রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও কার্যত কোনো সফলতা আসে না। রাজনৈতিক নেতা ও স্থানীয় প্রভাবশালী অসাধু সিন্ডিকেট মাসোয়ারা নিয়ে স্থায়ীভাবে দখলদারিত্ব টিকিয়ে রেখেছে। সন্ধ্যা হলেই স্টেশনের এসব অবৈধ দোকানগুলোতে চলে মাদকসেবীদের আড্ডা। এতে সাধারণ যাত্রীরা পড়েন বিপাকে।
রেলওয়ের জমিতে মার্কেট নির্মাণে রেল দপ্তরের অনুমতি আছে কি না জানতে চাইলে নির্মাণকারী মিজানুর রহমান বলেন, ‘অনেকেই রেলের জমিতে দোকানঘর নির্মাণ করেছে, সে জন্য আমিও করছি। রেল দপ্তরের অনুমতি এখনো নেওয়া হয়নি। তবে মার্কেট নির্মাণের কাজ শেষ করে অনুমতির জন্য আবেদন করব।’
রেলের জমিতে পাকা দোকান নির্মাণকারী সানাউল্লাহ বলেন, ‘ধানি জমি হিসেবে লিজ নিয়েছি অনেক আগে। পরে আর মেয়াদ বাড়ানো হয়নি। ধানের আবাদ হচ্ছে না, সে জন্য দোকান নির্মাণ করে ভাড়া দেব। অনুমতির জন্য রেল দপ্তরে আবেদন করেছি, আশা করছি অনুমতি পাব।’
সরদহ স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল কবির বলেন, ‘রেলের জমি নানাভাবে প্রভাবশালীরা দখল করে আছে। আমরা বাধা দিলেও তারা শোনে না। এ ব্যাপারে রেলের ভূসম্পত্তি বিভাগ তদারকি করে। তাদের আমরা বিষয়টা জানিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের পশ্চিম অঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান বলেন, ‘সরদহ ও নন্দনগাছী এলাকায় রেলের সম্পত্তি দখলের বিষয়টি শুনেছি। দ্রুততম সময়ে রেলওয়ের পক্ষ থেকে নকশা অনুযায়ী জমি জরিপ করে দখলদারদের উচ্ছেদ করতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে