আজকের পত্রিকা ডেস্ক
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় গতকাল শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা নগর: টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার, নগর উদ্যানসংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভসহ নগরীর বিভিন্ন স্মৃতিস্তম্ভ ও স্মৃতিভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণিপেশার মানুষ।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা-৬ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ।
পরে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন, ক্রীড়া অনুষ্ঠান, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
তিতাস: উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দিবসের কর্মসূচি শুরু করেন। পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।
বরুড়া: উপজেলার ছোটতুলাগাঁও কলেজ ও ছোটতুলাগাঁও উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক এ কে এম মুশাররফ হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক মো. মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। সভাপতিত্ব করেন ছোটতুলাগাঁও কলেজের অধ্যক্ষ সাবিয়া সুলতানা।
মেঘনা: উপজেলায় বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তার সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক চেয়ারম্যান আ. সালাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন প্রমুখ।
বুড়িচং: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মিনারে নেতা-কর্মীদের নিয়ে শপথ বাক্য পাঠ করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ আবুল হাসেম খান। সকালে বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনার ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগে তিনি শপথ বাক্য পাঠ করেন।
শপথে তিনি বলেন, মহান স্বাধীনতা দিবসে আমরা শপথ করিতেছি যে, সব ধরনের দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রাখব। অন্যায়-অত্যাচার, অবিচার, জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকব। স্বাধীনতাবিরোধীদের গর্জন ধ্বংস করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা কায়েম করব, ইনশা আল্লাহ। এ সময় নেতা-কর্মীরা সাংসদের সঙ্গে শপথ বাক্য পাঠ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আল-আমিন, আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ, সাইফুদ্দিন মানিক প্রমুখ।
এদিকে দিবসটির প্রথম প্রহরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের সূচনা করা হয়। পরে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
চৌদ্দগ্রাম: সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
এদিকে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্যাহ বাবুল, মাহমুদুর রহমান খোকন, আক্তার হোসেন পাটোয়ারী প্রমুখ।
সভায় পৌর মেয়র বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই বাঙালি জাতি একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে। দেশ স্বাধীন হয়েছে বলে তাঁর কন্যা প্রধানমন্ত্রী হতে পেরেছেন। বর্তমান সরকার দেশের ব্যাপক উন্নয়ন করছে। এর উদাহরণ হচ্ছে, দেশ আজ শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।’
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় গতকাল শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা নগর: টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার, নগর উদ্যানসংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভসহ নগরীর বিভিন্ন স্মৃতিস্তম্ভ ও স্মৃতিভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণিপেশার মানুষ।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা-৬ সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ।
পরে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন, ক্রীড়া অনুষ্ঠান, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
তিতাস: উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দিবসের কর্মসূচি শুরু করেন। পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।
বরুড়া: উপজেলার ছোটতুলাগাঁও কলেজ ও ছোটতুলাগাঁও উচ্চবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক এ কে এম মুশাররফ হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক মো. মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। সভাপতিত্ব করেন ছোটতুলাগাঁও কলেজের অধ্যক্ষ সাবিয়া সুলতানা।
মেঘনা: উপজেলায় বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তার সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক চেয়ারম্যান আ. সালাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন প্রমুখ।
বুড়িচং: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মিনারে নেতা-কর্মীদের নিয়ে শপথ বাক্য পাঠ করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ আবুল হাসেম খান। সকালে বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনার ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগে তিনি শপথ বাক্য পাঠ করেন।
শপথে তিনি বলেন, মহান স্বাধীনতা দিবসে আমরা শপথ করিতেছি যে, সব ধরনের দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রাখব। অন্যায়-অত্যাচার, অবিচার, জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকব। স্বাধীনতাবিরোধীদের গর্জন ধ্বংস করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা কায়েম করব, ইনশা আল্লাহ। এ সময় নেতা-কর্মীরা সাংসদের সঙ্গে শপথ বাক্য পাঠ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আল-আমিন, আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ, সাইফুদ্দিন মানিক প্রমুখ।
এদিকে দিবসটির প্রথম প্রহরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের সূচনা করা হয়। পরে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
চৌদ্দগ্রাম: সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
এদিকে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্যাহ বাবুল, মাহমুদুর রহমান খোকন, আক্তার হোসেন পাটোয়ারী প্রমুখ।
সভায় পৌর মেয়র বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই বাঙালি জাতি একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে। দেশ স্বাধীন হয়েছে বলে তাঁর কন্যা প্রধানমন্ত্রী হতে পেরেছেন। বর্তমান সরকার দেশের ব্যাপক উন্নয়ন করছে। এর উদাহরণ হচ্ছে, দেশ আজ শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে