বিদ্যালয়ের নতুন ভবনে ফাটল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ০৭: ৫০
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৬

ঠাকুরগাঁও রাণীশংকৈলের ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন দুই তলা ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছে শিক্ষার্থী-শিক্ষকেরা।

জানা গেছে, গত বছরের জুন মাসে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় দুই তলা ভবনের কাজ শেষ হয়। তবে কাজ শেষের বছর না ঘুরতে ভবনে প্রবেশের প্রধান ফটকের ওয়াশ ব্লকে ফাটল দেখা দিয়েছে। তা ছাড়া ভবনের রংও নষ্ট হয়ে যাচ্ছে।

ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে, নতুন ভবনে ফাটল ধরায় আতঙ্কে তারা বাথরুমে যেতে ভয় পায়, অনেকে যায় না।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নেছা জানান, ভবনের ওয়াশ ব্লকের কাজ ভালো হয়নি। বাথরুমে কমোড ও পানির কলগুলো অত্যন্ত নিম্নমানের, যা ব্যবহার অনুপযোগী।

প্রধান শিক্ষক আব্দুল মোতালেব বলেন, করোনার কারণে ছুটি শেষে বিদ্যালয় খোলার পর ওয়াশ ব্লক বুঝে নেওয়ার সময় দেখি এটি ফেটে গেছে। বিষয়টি জনস্বাস্থ্য প্রকৌশলীকে জানালে তিনি এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। বর্তমানে আমরা খুব আতঙ্কে রয়েছি। পাশাপাশি কাজ চলাকালীন সময়ে ঠিকাদারকে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, একাডেমিক ভবনের সঙ্গে ওয়াশ ব্লকের জয়েন্টে ফাটল ধরেছে। এক প্রশ্নের জবাবে বলেন, ‘একাডেমিক ভবনের সঙ্গে ওয়াশ ব্লকের রড দিয়ে জয়েন্ট দিয়ে কাজ করার নিয়ম নেই। তাই করা হয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত