শেরপুর প্রতিনিধি
শেরপুরে তিন শতাধিক পাওনাদারের প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকা বাবর অ্যান্ড কোং (প্রা.) লিমিটেডের স্বত্বাধিকারী কামরুজ্জামান সুজনসহ অন্যান্যদের গ্রেপ্তার ও বিচারসহ পাওনা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে পাওনাদাররা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, কবি-সাংবাদিক তালাত মাহমুদ, শিক্ষাবিদ মো. হেদায়েতউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম, কমল পাঠান, হাবিবা ইয়াছমিন নাজমা, শিরিনা আখতার, আকাশী বেগম প্রমুখ। বক্তারা কোম্পানির সম্পত্তি বিক্রি করে পাওনা পরিশোধে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
মানববন্ধনে দুই শতাধিক পাওনাদার অংশ নেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা। পাওনাদারদের মধ্যে রাজনীতিবিদ, আইনজীবী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, সেনা সদস্য, সাংবাদিক, প্রবাসী, শিক্ষক, ধান ব্যবসায়ী, গৃহিণী, কৃষক ও পরিবহন শ্রমিকেরা রয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাবর অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা মরহুম আবুল হাসেম অগ্রিম ইট বিক্রি করে এবং ধান ব্যবসায়ীদের নিকট থেকে বাকিতে ধান কিনে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ৩৬ একর জমির ওপর স্থাপিত তাঁর প্রতিষ্ঠানসমূহের মধ্যে দুটি অটো ব্রিকফিল্ড, তিনটি ফিলিং স্টেশন, একটি অটো রাইস মিল, পোল্ট্রিফার্মসহ একাধিক প্রতিষ্ঠান এবং জেলা হাসপাতাল রোডের কাছে তিনতলা বাড়ি ও বাগান রয়েছে।
তাঁরা বলেন, ২০১৮ সালে আবুল হাসেমের মৃত্যু হলে তাঁর জানাজায় জ্যেষ্ঠ পুত্র কামরুজ্জামান সুজন পিতার ঋণ পরিশোধ এবং ব্যবসা পরিচালনা করে যাওয়ার অঙ্গীকার করেন। এতে আশান্বিত হয়ে অনেকে পুনরায় অগ্রিম ইট কেনা ও বাকিতে ধান বিক্রি শুরু করেন। কিন্তু মালিক পক্ষ পরস্পর যোগসাজশে অগ্রিম ইট বিক্রির ৪৫ কোটি টাকা ও চাল বিক্রির পাঁচ কোটি ৫০ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজেদের কাছে রাখেন বলে তাঁরা অভিযোগ করেন।
ইটভাটা চালু না করায় পাওনাদাররা টাকা চাইতে এলে নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন অভিযোগ করে বক্তারা বলেন, গত বছরের ৫ ডিসেম্বর রাতের অন্ধকারে কয়েক বস্তা টাকা নিয়ে তারা ঢাকায় পালিয়ে যান। এর কিছুদিন পর কামরুজ্জামান সুজন এবং তাঁর মায়ের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা বলেন, সম্পত্তি বিক্রি করে পাওনাদারদের টাকা বুঝিয়ে দিতেই ঢাকায় গিয়েছেন। পরে তাঁরা নম্বর পরিবর্তন করেন এবং যোগাযোগ বন্ধ করে দেন। অনেক পাওনাদার টাকা না পেয়ে আদালতে মামলা দায়ের করেছেন। এসব মামলায় কামরুজ্জামান সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
এদিকে পাওনা টাকা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তিন শতাধিক পাওনাদার। তাঁদের অনেকেই জমি-জমা বিক্রি করে, কেউবা পেনশনের টাকা বাবর অ্যান্ড কোং-এ রেখেছিলেন বলে জানিয়েছেন। পাওনা টাকা না পাওয়ায় আর্থিক অনটনে অনেকে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
তবে কামরুজ্জামান সুজনের শ্বশুর মো. আব্দুল হামিদ জানান, বাবর অ্যান্ড কোং-এর ব্যাংক এবং স্থানীয় পাওনাদার মিলিয়ে প্রায় ৫৫ কোটি টাকা ঋণ রয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠানের সব মিলিয়ে ৩৬ একর জমির ওপর প্রায় ২০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি রয়েছে। কিন্তু স্থানীয় একটি মহলের কারসাজির কারণে তা ন্যায্যমূল্যে বিক্রি হচ্ছে না। এগুলো বিক্রি করতে পারলেই পাওনা পরিশোধ করতে প্রস্তুত রয়েছেন তারা। এ জন্য দায়িত্বশীল মহলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বলেন, পাওনা টাকার বিষয়টি নিয়ে অনেকেই আদালতে মামলা করেছেন। আমরা আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছি।
শেরপুরে তিন শতাধিক পাওনাদারের প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকা বাবর অ্যান্ড কোং (প্রা.) লিমিটেডের স্বত্বাধিকারী কামরুজ্জামান সুজনসহ অন্যান্যদের গ্রেপ্তার ও বিচারসহ পাওনা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে পাওনাদাররা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, কবি-সাংবাদিক তালাত মাহমুদ, শিক্ষাবিদ মো. হেদায়েতউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম, কমল পাঠান, হাবিবা ইয়াছমিন নাজমা, শিরিনা আখতার, আকাশী বেগম প্রমুখ। বক্তারা কোম্পানির সম্পত্তি বিক্রি করে পাওনা পরিশোধে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
মানববন্ধনে দুই শতাধিক পাওনাদার অংশ নেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা। পাওনাদারদের মধ্যে রাজনীতিবিদ, আইনজীবী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, সেনা সদস্য, সাংবাদিক, প্রবাসী, শিক্ষক, ধান ব্যবসায়ী, গৃহিণী, কৃষক ও পরিবহন শ্রমিকেরা রয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাবর অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা মরহুম আবুল হাসেম অগ্রিম ইট বিক্রি করে এবং ধান ব্যবসায়ীদের নিকট থেকে বাকিতে ধান কিনে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ৩৬ একর জমির ওপর স্থাপিত তাঁর প্রতিষ্ঠানসমূহের মধ্যে দুটি অটো ব্রিকফিল্ড, তিনটি ফিলিং স্টেশন, একটি অটো রাইস মিল, পোল্ট্রিফার্মসহ একাধিক প্রতিষ্ঠান এবং জেলা হাসপাতাল রোডের কাছে তিনতলা বাড়ি ও বাগান রয়েছে।
তাঁরা বলেন, ২০১৮ সালে আবুল হাসেমের মৃত্যু হলে তাঁর জানাজায় জ্যেষ্ঠ পুত্র কামরুজ্জামান সুজন পিতার ঋণ পরিশোধ এবং ব্যবসা পরিচালনা করে যাওয়ার অঙ্গীকার করেন। এতে আশান্বিত হয়ে অনেকে পুনরায় অগ্রিম ইট কেনা ও বাকিতে ধান বিক্রি শুরু করেন। কিন্তু মালিক পক্ষ পরস্পর যোগসাজশে অগ্রিম ইট বিক্রির ৪৫ কোটি টাকা ও চাল বিক্রির পাঁচ কোটি ৫০ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজেদের কাছে রাখেন বলে তাঁরা অভিযোগ করেন।
ইটভাটা চালু না করায় পাওনাদাররা টাকা চাইতে এলে নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন অভিযোগ করে বক্তারা বলেন, গত বছরের ৫ ডিসেম্বর রাতের অন্ধকারে কয়েক বস্তা টাকা নিয়ে তারা ঢাকায় পালিয়ে যান। এর কিছুদিন পর কামরুজ্জামান সুজন এবং তাঁর মায়ের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা বলেন, সম্পত্তি বিক্রি করে পাওনাদারদের টাকা বুঝিয়ে দিতেই ঢাকায় গিয়েছেন। পরে তাঁরা নম্বর পরিবর্তন করেন এবং যোগাযোগ বন্ধ করে দেন। অনেক পাওনাদার টাকা না পেয়ে আদালতে মামলা দায়ের করেছেন। এসব মামলায় কামরুজ্জামান সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
এদিকে পাওনা টাকা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তিন শতাধিক পাওনাদার। তাঁদের অনেকেই জমি-জমা বিক্রি করে, কেউবা পেনশনের টাকা বাবর অ্যান্ড কোং-এ রেখেছিলেন বলে জানিয়েছেন। পাওনা টাকা না পাওয়ায় আর্থিক অনটনে অনেকে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
তবে কামরুজ্জামান সুজনের শ্বশুর মো. আব্দুল হামিদ জানান, বাবর অ্যান্ড কোং-এর ব্যাংক এবং স্থানীয় পাওনাদার মিলিয়ে প্রায় ৫৫ কোটি টাকা ঋণ রয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠানের সব মিলিয়ে ৩৬ একর জমির ওপর প্রায় ২০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি রয়েছে। কিন্তু স্থানীয় একটি মহলের কারসাজির কারণে তা ন্যায্যমূল্যে বিক্রি হচ্ছে না। এগুলো বিক্রি করতে পারলেই পাওনা পরিশোধ করতে প্রস্তুত রয়েছেন তারা। এ জন্য দায়িত্বশীল মহলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বলেন, পাওনা টাকার বিষয়টি নিয়ে অনেকেই আদালতে মামলা করেছেন। আমরা আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে